ক্রীড়া ডেস্ক
যুবরাজ সিং, হার্শেল গিবসদের পেছনে ফেললেন সেদিকুল্লাহ আতাল। নামটা অপরিচিত হলেও চোখ কপালে উঠার মতো এক কীর্তি গড়েছেন আফগানিস্তানি ব্যাটার। এক ওভারে ৭ ছক্কায় ৪৮ রান নিয়েছেন তিনি। যুবরাজ, হার্শেলরা নিয়েছিলেন ছয় ছক্কায় ৩৬ রান।
যুবরাজ, হার্শেলের মতো ৩৬ রান নেওয়ার কীর্তি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইরেন পোলার্ডেরও। এঁরা সবাই আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডটি গড়েছেন। তবে সেদিকুল্লাহ অবিশ্বাস্য ৪৮ রান নিয়েছে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে।
সেদিকুল্লাহ এই তাণ্ডব চালান আমির জাজাইয়ের উপর। আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে গতকাল কাবুল প্রিমিয়ার লিগে শাহীন হান্টার্সের মুখোমুখি হয়েছিল আবাসিন ডিফেন্ডারস। সেই ম্যাচে নিজেদের ব্যাটিং ইনিংসের ১৯ তম ওভারে ছক্কার ঝড় তুলেন সেদিকুল্লাহ। আমির জাজাইয়ের করা প্রথম বলে ছক্কা হাঁকান তিনি। এতেই পার পাননি জাজাই, বলটি আবার হয় নো। ফ্রি-হিটের বলটি করতে এসে এবার ওয়াইড দেন তিনি। সঙ্গে উইকেটরক্ষক বল ধরতে না পারলে প্রতিপক্ষের দলীয় খাতায় ৫ রান অতিরিক্ত হিসেবে যোগ হয়। অর্থাৎ, কোনো বৈধ বল করার আগেই ১২ রান দিয়ে বসেন জাজাই।
এমন কঠিন সময়ে জাজাইয়ের পরের ৬ বলে ব্যাটিংয়ে তাণ্ডব চালান সেদিকুল্লাহ। টানা ৬ বলে ৬টি ছক্কা হাঁকান তিনি। এক ওভারের এমন বিধ্বংসী ব্যাটিংয়েই থামেননি আফগানদের হয়ে এক টি–টোয়েন্টি খেলা এই ব্যাটার। ম্যাচে সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। পরে ৫৬ বলে ৭ চার ও ১০ ছক্কায় ১১৮ রানে অপরাজিত থাকেন তিনি। পরে তাঁর দল ৯২ রানের বিশাল জয়ও পায়।
যুবরাজ সিং, হার্শেল গিবসদের পেছনে ফেললেন সেদিকুল্লাহ আতাল। নামটা অপরিচিত হলেও চোখ কপালে উঠার মতো এক কীর্তি গড়েছেন আফগানিস্তানি ব্যাটার। এক ওভারে ৭ ছক্কায় ৪৮ রান নিয়েছেন তিনি। যুবরাজ, হার্শেলরা নিয়েছিলেন ছয় ছক্কায় ৩৬ রান।
যুবরাজ, হার্শেলের মতো ৩৬ রান নেওয়ার কীর্তি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইরেন পোলার্ডেরও। এঁরা সবাই আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডটি গড়েছেন। তবে সেদিকুল্লাহ অবিশ্বাস্য ৪৮ রান নিয়েছে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে।
সেদিকুল্লাহ এই তাণ্ডব চালান আমির জাজাইয়ের উপর। আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে গতকাল কাবুল প্রিমিয়ার লিগে শাহীন হান্টার্সের মুখোমুখি হয়েছিল আবাসিন ডিফেন্ডারস। সেই ম্যাচে নিজেদের ব্যাটিং ইনিংসের ১৯ তম ওভারে ছক্কার ঝড় তুলেন সেদিকুল্লাহ। আমির জাজাইয়ের করা প্রথম বলে ছক্কা হাঁকান তিনি। এতেই পার পাননি জাজাই, বলটি আবার হয় নো। ফ্রি-হিটের বলটি করতে এসে এবার ওয়াইড দেন তিনি। সঙ্গে উইকেটরক্ষক বল ধরতে না পারলে প্রতিপক্ষের দলীয় খাতায় ৫ রান অতিরিক্ত হিসেবে যোগ হয়। অর্থাৎ, কোনো বৈধ বল করার আগেই ১২ রান দিয়ে বসেন জাজাই।
এমন কঠিন সময়ে জাজাইয়ের পরের ৬ বলে ব্যাটিংয়ে তাণ্ডব চালান সেদিকুল্লাহ। টানা ৬ বলে ৬টি ছক্কা হাঁকান তিনি। এক ওভারের এমন বিধ্বংসী ব্যাটিংয়েই থামেননি আফগানদের হয়ে এক টি–টোয়েন্টি খেলা এই ব্যাটার। ম্যাচে সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। পরে ৫৬ বলে ৭ চার ও ১০ ছক্কায় ১১৮ রানে অপরাজিত থাকেন তিনি। পরে তাঁর দল ৯২ রানের বিশাল জয়ও পায়।
বছরখানেকও হয়নি। এর মধ্যেই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শিলংয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচেই ভারতের জার্সিতে দেখা যেতে পারে...
১ ঘণ্টা আগেভারত নাকি নিউজিল্যান্ড—চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর মিলবে আগামী ৯ মার্চ। এর আগে ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি।
২ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগেএশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে অম্ল-মধুর এক দিন পার করল বাংলদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালের আশা টিকিয়ে রেখে ম্যাট ছাড়ে ৫২-১২ পয়েন্ট ব্যবধানের জয় নিয়ে।
৩ ঘণ্টা আগে