Ajker Patrika

অনেক দিনের অপেক্ষা ফুরানোয় খুশি জ্যোতি 

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ২২: ২৬
অনেক দিনের অপেক্ষা ফুরানোয় খুশি জ্যোতি 

অবশেষে এক দশকের অপেক্ষা ফুরাল বাংলাদেশের মেয়েদের। ঘরের মাটিতে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে দুই জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর সংক্ষিপ্ত সংস্করণে আরও চার (২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২৩) বিশ্বকাপ খেলেও জয় অধরা ছিল তাঁদের। 

সেই অপেক্ষা আজ ঘুচল। ফুরিয়েছে ১০ বছরের অপেক্ষা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছেন বাংলাদেশ। এমন লম্বা সময়ের জয়ের পর বেশ খুশি নিগার সুলতানা জ্যোতি। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এটার (জয়) জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি। এটা আমাদের জন্য এবং দলের সবার জন্য বিশাল কিছু।’ 

শারজায় আজ টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৪২ রানের জুটি গড়েন ওপেনার সাথী রানী ও সোবহানা মোস্তারি। দুজনের প্রশংসা করে জ্যোতি বলেন, ‘এমন উইকেটে আপনার সেটা হওয়া প্রয়োজন ছিল। সাথী ও মোস্তারি সেটি করেছে।’ 

বাংলাদেশের মেয়েদের এবারের বিশ্বকাপও খেলার কথা ছিল ঘরের মাটিতে। তবে রাজনৈতিক অস্থিরতায় সেটি সরে গেছে আরব আমিরাতে। সেখানকার কন্ডিশনে খেলা নিয়ে জ্যোতি বলেন, ‘এখানের কন্ডিশন বেশ গরম এবং আমরা দুই রান নিতে প্রচুর দৌড়েছি। আশা করি, উইকেট এমনই থাকবে। আমরা ব্যাটিং অর্ডারে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। তাজ এসেছে এবং কিছু বাউন্ডারি মারার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে আউট হয়ে গেছে।’ 

লম্বা অপেক্ষার পর এই জয়ে সতীর্থদের আনন্দ থেকে প্রেরণা খুঁজে পাচ্ছেন জ্যোতি। তিনি আরও বলেন, ‘আমরা মোমেন্টাম পেয়েছি। মেয়েদের খুশি ও হাসতে দেখা আমার জন্য অনেক বড় প্রেরণার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় ঈদগাহে যাবেন না রাষ্ট্রপতি, ঈদুল ফিতরের নামাজ পড়বেন বঙ্গভবনে

ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

অগ্নিবীণা এক্সপ্রেসে অবৈধ যাত্রী ওঠানোর দায়ে ক্যাটারিং সার্ভিসের কার্যক্রম বন্ধ

চট্টগ্রামে দুই খুন: পুলিশের কাছে গিয়ে বাঁচানোর আকুতি জানিয়েছিলেন হতাহতরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত