অবশেষে এক দশকের অপেক্ষা ফুরাল বাংলাদেশের মেয়েদের। ঘরের মাটিতে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে দুই জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর সংক্ষিপ্ত সংস্করণে আরও চার (২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২৩) বিশ্বকাপ খেলেও জয় অধরা ছিল তাঁদের।
সেই অপেক্ষা আজ ঘুচল। ফুরিয়েছে ১০ বছরের অপেক্ষা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছেন বাংলাদেশ। এমন লম্বা সময়ের জয়ের পর বেশ খুশি নিগার সুলতানা জ্যোতি। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এটার (জয়) জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি। এটা আমাদের জন্য এবং দলের সবার জন্য বিশাল কিছু।’
শারজায় আজ টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৪২ রানের জুটি গড়েন ওপেনার সাথী রানী ও সোবহানা মোস্তারি। দুজনের প্রশংসা করে জ্যোতি বলেন, ‘এমন উইকেটে আপনার সেটা হওয়া প্রয়োজন ছিল। সাথী ও মোস্তারি সেটি করেছে।’
বাংলাদেশের মেয়েদের এবারের বিশ্বকাপও খেলার কথা ছিল ঘরের মাটিতে। তবে রাজনৈতিক অস্থিরতায় সেটি সরে গেছে আরব আমিরাতে। সেখানকার কন্ডিশনে খেলা নিয়ে জ্যোতি বলেন, ‘এখানের কন্ডিশন বেশ গরম এবং আমরা দুই রান নিতে প্রচুর দৌড়েছি। আশা করি, উইকেট এমনই থাকবে। আমরা ব্যাটিং অর্ডারে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। তাজ এসেছে এবং কিছু বাউন্ডারি মারার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে আউট হয়ে গেছে।’
লম্বা অপেক্ষার পর এই জয়ে সতীর্থদের আনন্দ থেকে প্রেরণা খুঁজে পাচ্ছেন জ্যোতি। তিনি আরও বলেন, ‘আমরা মোমেন্টাম পেয়েছি। মেয়েদের খুশি ও হাসতে দেখা আমার জন্য অনেক বড় প্রেরণার।’
অবশেষে এক দশকের অপেক্ষা ফুরাল বাংলাদেশের মেয়েদের। ঘরের মাটিতে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে দুই জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর সংক্ষিপ্ত সংস্করণে আরও চার (২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২৩) বিশ্বকাপ খেলেও জয় অধরা ছিল তাঁদের।
সেই অপেক্ষা আজ ঘুচল। ফুরিয়েছে ১০ বছরের অপেক্ষা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছেন বাংলাদেশ। এমন লম্বা সময়ের জয়ের পর বেশ খুশি নিগার সুলতানা জ্যোতি। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এটার (জয়) জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি। এটা আমাদের জন্য এবং দলের সবার জন্য বিশাল কিছু।’
শারজায় আজ টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৪২ রানের জুটি গড়েন ওপেনার সাথী রানী ও সোবহানা মোস্তারি। দুজনের প্রশংসা করে জ্যোতি বলেন, ‘এমন উইকেটে আপনার সেটা হওয়া প্রয়োজন ছিল। সাথী ও মোস্তারি সেটি করেছে।’
বাংলাদেশের মেয়েদের এবারের বিশ্বকাপও খেলার কথা ছিল ঘরের মাটিতে। তবে রাজনৈতিক অস্থিরতায় সেটি সরে গেছে আরব আমিরাতে। সেখানকার কন্ডিশনে খেলা নিয়ে জ্যোতি বলেন, ‘এখানের কন্ডিশন বেশ গরম এবং আমরা দুই রান নিতে প্রচুর দৌড়েছি। আশা করি, উইকেট এমনই থাকবে। আমরা ব্যাটিং অর্ডারে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। তাজ এসেছে এবং কিছু বাউন্ডারি মারার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে আউট হয়ে গেছে।’
লম্বা অপেক্ষার পর এই জয়ে সতীর্থদের আনন্দ থেকে প্রেরণা খুঁজে পাচ্ছেন জ্যোতি। তিনি আরও বলেন, ‘আমরা মোমেন্টাম পেয়েছি। মেয়েদের খুশি ও হাসতে দেখা আমার জন্য অনেক বড় প্রেরণার।’
হারের বৃত্ত থেকে অবশেষে বেরোতে পেরেছে রাজস্থান রয়্যালস। টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা রাজস্থান গত রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পেয়েছে রুদ্ধশ্বাস জয়। কিন্তু উৎসবের মুহূর্তটা মাটি হতে বেশি সময় লাগেনি রিয়ান পরাগের। তাঁকে শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
১৫ মিনিট আগেবাংলাদেশ সময় আজ বিকেল ৮টায় মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স-কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের মুম্বাই।
২ ঘণ্টা আগেবাংলাদেশে আজ উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সামাজিক মাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে ঈদ উদযাপনের ছবি। ঈদের দিন পায়জামা-পাঞ্জাবি পরে সবাই একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন এবং ঈদ মোবারক বলে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশে আজ উৎসবের আমেজ। ধর্মপ্রাণ মুসলমানরা পালন করছেন তাঁদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সামাজিক মাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে ঈদ উদযাপনের ছবি। নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরা পরিবার-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করছেন।
৩ ঘণ্টা আগে