Ajker Patrika

৪৬৭০ কোটিতে বিক্রি মেয়েদের আইপিএল দল

ক্রীড়া ডেস্ক
৪৬৭০ কোটিতে বিক্রি মেয়েদের আইপিএল দল

মেয়েদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির নিলাম হয়ে গেল আজ। ২০২৩ আইপিএলে বাড়ছে দুটি ফ্র্যাঞ্চাইজি। হিসেবে আদানি গ্রুপের (আহমেদাবাদ) ও ক্যাপরি গ্লোবাল (লক্ষ্ণৌ) নামে নতুন দুটি দল যোগ হয়েছে। এ ছাড়া আগের তিন ফ্র্যাঞ্চাইজি-মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এবারও আছে।

৪ হাজার ৬৬৯ কোটি ৯৯ লাখ রুপিতে দলগুলোর মালিকানা বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। প্রথমবার আইপিএল আঙ্গিকে হতে চলা সংস্করণটি উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) নামে পরিচিতি পাবে।

আবেদন করেও দল পেল না শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সব থেকে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। ১ হাজার ২৮৯ কোটি রুপিতে আহমেদাবাদ দল কিনেছে আদানি। দামের বিচারে দ্বিতীয় স্থানে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তারা ৯১২ কোটি ৯৯ লাখ রুপিতে মুম্বাই দল কিনেছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্পোর্টস প্রাইভেট লিমিটেড বেঙ্গালুরু দল কিনেছে ৯০১ কোটি রুপিতে। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। এ জন্য তাদের খরচ করছে ৮১০ কোটি রুপি। ৭৫৭ কোটি রুপিতে ক্যাপরি গ্লোবাল হোল্ডিংস কিনেছে লক্ষ্ণৌ দল। তারা কিনেছে ৭৫৭ কোটি রুপি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ টুইটারে লিখেছেন, ‘মেয়েদের প্রতিযোগিতার নাম উইমেন্স প্রিমিয়ার লিগ রাখা হলো। নতুন এক যাত্রা শুরু হলো। শুধু মেয়েদের ক্রিকেট নয়, পুরো ক্রীড়াজগৎ বদলে দেবে মেয়েদের এই ক্রিকেট প্রতিযোগিতা।’ আগামী মার্চে হতে পারে মেয়েদের আইপিএল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত