ক্রীড়া ডেস্ক
মেয়েদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির নিলাম হয়ে গেল আজ। ২০২৩ আইপিএলে বাড়ছে দুটি ফ্র্যাঞ্চাইজি। হিসেবে আদানি গ্রুপের (আহমেদাবাদ) ও ক্যাপরি গ্লোবাল (লক্ষ্ণৌ) নামে নতুন দুটি দল যোগ হয়েছে। এ ছাড়া আগের তিন ফ্র্যাঞ্চাইজি-মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এবারও আছে।
৪ হাজার ৬৬৯ কোটি ৯৯ লাখ রুপিতে দলগুলোর মালিকানা বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। প্রথমবার আইপিএল আঙ্গিকে হতে চলা সংস্করণটি উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) নামে পরিচিতি পাবে।
আবেদন করেও দল পেল না শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সব থেকে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। ১ হাজার ২৮৯ কোটি রুপিতে আহমেদাবাদ দল কিনেছে আদানি। দামের বিচারে দ্বিতীয় স্থানে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তারা ৯১২ কোটি ৯৯ লাখ রুপিতে মুম্বাই দল কিনেছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্পোর্টস প্রাইভেট লিমিটেড বেঙ্গালুরু দল কিনেছে ৯০১ কোটি রুপিতে। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। এ জন্য তাদের খরচ করছে ৮১০ কোটি রুপি। ৭৫৭ কোটি রুপিতে ক্যাপরি গ্লোবাল হোল্ডিংস কিনেছে লক্ষ্ণৌ দল। তারা কিনেছে ৭৫৭ কোটি রুপি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ টুইটারে লিখেছেন, ‘মেয়েদের প্রতিযোগিতার নাম উইমেন্স প্রিমিয়ার লিগ রাখা হলো। নতুন এক যাত্রা শুরু হলো। শুধু মেয়েদের ক্রিকেট নয়, পুরো ক্রীড়াজগৎ বদলে দেবে মেয়েদের এই ক্রিকেট প্রতিযোগিতা।’ আগামী মার্চে হতে পারে মেয়েদের আইপিএল।
মেয়েদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির নিলাম হয়ে গেল আজ। ২০২৩ আইপিএলে বাড়ছে দুটি ফ্র্যাঞ্চাইজি। হিসেবে আদানি গ্রুপের (আহমেদাবাদ) ও ক্যাপরি গ্লোবাল (লক্ষ্ণৌ) নামে নতুন দুটি দল যোগ হয়েছে। এ ছাড়া আগের তিন ফ্র্যাঞ্চাইজি-মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এবারও আছে।
৪ হাজার ৬৬৯ কোটি ৯৯ লাখ রুপিতে দলগুলোর মালিকানা বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। প্রথমবার আইপিএল আঙ্গিকে হতে চলা সংস্করণটি উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) নামে পরিচিতি পাবে।
আবেদন করেও দল পেল না শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সব থেকে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। ১ হাজার ২৮৯ কোটি রুপিতে আহমেদাবাদ দল কিনেছে আদানি। দামের বিচারে দ্বিতীয় স্থানে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তারা ৯১২ কোটি ৯৯ লাখ রুপিতে মুম্বাই দল কিনেছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্পোর্টস প্রাইভেট লিমিটেড বেঙ্গালুরু দল কিনেছে ৯০১ কোটি রুপিতে। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। এ জন্য তাদের খরচ করছে ৮১০ কোটি রুপি। ৭৫৭ কোটি রুপিতে ক্যাপরি গ্লোবাল হোল্ডিংস কিনেছে লক্ষ্ণৌ দল। তারা কিনেছে ৭৫৭ কোটি রুপি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ টুইটারে লিখেছেন, ‘মেয়েদের প্রতিযোগিতার নাম উইমেন্স প্রিমিয়ার লিগ রাখা হলো। নতুন এক যাত্রা শুরু হলো। শুধু মেয়েদের ক্রিকেট নয়, পুরো ক্রীড়াজগৎ বদলে দেবে মেয়েদের এই ক্রিকেট প্রতিযোগিতা।’ আগামী মার্চে হতে পারে মেয়েদের আইপিএল।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১০ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
১০ ঘণ্টা আগে