ক্রীড়া ডেস্ক
গায়ানায় আগামীকাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। সেই ম্যাচের আগে ভারতীয় ভক্ত-সমর্থকেরা কিছুটা হলেও নিশ্চিন্তে থাকতে পারেন। ভারতের ‘অপয়া’ আম্পায়ার বলে পরিচিত রিচার্ড কেটেলবোরো থাকছেন না ভারত-ইংল্যান্ড সেমিতে।
গ্রুপ পর্ব, সুপার এইট শেষে এবার শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউট পর্ব। দুই সেমিফাইনালই হবে আগামীকাল। সেমিফাইনাল দুটির জন্য ম্যাচ পরিচালকদের নাম গত রাতে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ভারত-ইংল্যান্ড ম্যাচে মাঠের আম্পায়ার থাকছেন ক্রিস গাফানি ও রড টাকার। ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন জেফ ক্রো। টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার হচ্ছেন জোয়েল উইলসন ও পল রাইফেল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সেমি। ভারত ম্যাচে না থাকলেও প্রথম সেমিফাইনালে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকছেন কেটেলবোরো। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকছেন রিচার্ড ইলিংওয়ার্থ ও নিতিন মেনন। আহসান রাজা এই ম্যাচের চতুর্থ আম্পায়ার। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ ইতিহাসে এটাই আফগানিস্তানের প্রথম কোনো সেমিফাইনাল।
২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত। ভারতীয় ক্রিকেট দলের ইতিহাসে এটাই সবশেষ কোনো আইসিসি ইভেন্ট জয়। এরপর ১১ বছরে ভারত ৯ বার আইসিসি ইভেন্টের নকআউট রাউন্ডে হোঁচট খেয়েছে, যার ৮টিতেই আম্পায়ারিং প্যানেলে ছিলেন কেটেলবোরো। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ হয়েছিল ভারত। এরপর ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হেরেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে। আর ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ভারতের পথচলা থামিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত বছর ভারতকে কাঁদিয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। সাদা বলের ক্রিকেটে ভারতের এই ৬টি নকআউট পর্বের ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে ছিলেন কেটেলবোরো।
২০২১ ও ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে কাঁদিয়েছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিভি আম্পায়ার ছিলেন কেটেলবোরো। একমাত্র গত বছর অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে ছিলেন না তিনি। তিনি না থাকলেও ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল ইংলিশরা। গায়ানার সেমিফাইনাল ভারতের জন্য তাই অ্যাডিলেডের ‘প্রতিশোধ’ নেওয়ার ম্যাচ। ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
গায়ানায় আগামীকাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। সেই ম্যাচের আগে ভারতীয় ভক্ত-সমর্থকেরা কিছুটা হলেও নিশ্চিন্তে থাকতে পারেন। ভারতের ‘অপয়া’ আম্পায়ার বলে পরিচিত রিচার্ড কেটেলবোরো থাকছেন না ভারত-ইংল্যান্ড সেমিতে।
গ্রুপ পর্ব, সুপার এইট শেষে এবার শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউট পর্ব। দুই সেমিফাইনালই হবে আগামীকাল। সেমিফাইনাল দুটির জন্য ম্যাচ পরিচালকদের নাম গত রাতে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ভারত-ইংল্যান্ড ম্যাচে মাঠের আম্পায়ার থাকছেন ক্রিস গাফানি ও রড টাকার। ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন জেফ ক্রো। টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার হচ্ছেন জোয়েল উইলসন ও পল রাইফেল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সেমি। ভারত ম্যাচে না থাকলেও প্রথম সেমিফাইনালে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকছেন কেটেলবোরো। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকছেন রিচার্ড ইলিংওয়ার্থ ও নিতিন মেনন। আহসান রাজা এই ম্যাচের চতুর্থ আম্পায়ার। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ ইতিহাসে এটাই আফগানিস্তানের প্রথম কোনো সেমিফাইনাল।
২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত। ভারতীয় ক্রিকেট দলের ইতিহাসে এটাই সবশেষ কোনো আইসিসি ইভেন্ট জয়। এরপর ১১ বছরে ভারত ৯ বার আইসিসি ইভেন্টের নকআউট রাউন্ডে হোঁচট খেয়েছে, যার ৮টিতেই আম্পায়ারিং প্যানেলে ছিলেন কেটেলবোরো। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ হয়েছিল ভারত। এরপর ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হেরেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে। আর ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ভারতের পথচলা থামিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত বছর ভারতকে কাঁদিয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। সাদা বলের ক্রিকেটে ভারতের এই ৬টি নকআউট পর্বের ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে ছিলেন কেটেলবোরো।
২০২১ ও ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে কাঁদিয়েছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিভি আম্পায়ার ছিলেন কেটেলবোরো। একমাত্র গত বছর অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে ছিলেন না তিনি। তিনি না থাকলেও ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল ইংলিশরা। গায়ানার সেমিফাইনাল ভারতের জন্য তাই অ্যাডিলেডের ‘প্রতিশোধ’ নেওয়ার ম্যাচ। ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
এক সপ্তাহ আগেও পাকিস্তান আনন্দে ভাসছিল, তিন দশক পর প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের আয়োজক তারা। দলের ব্যর্থতায় সেই আনন্দ নিমেষে মিলিয়ে গেল। চ্যাম্পিয়নস ট্রফিতে পারফরম্যান্সের দৈন্যে পাকিস্তান ‘ক্রিকেটের মৃত্যু’ হয়েছে...
২৩ মিনিট আগে১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে গতকাল পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির ৬ ম্যাচ হয়েছে নির্বিঘ্নে। এক মুহূর্তের জন্যও আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়নি। তবে আজ টুর্নামেন্টের সাত নম্বর ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি।
১ ঘণ্টা আগেবাঁচা-মরার ম্যাচে অভিজ্ঞদের ওপরই আস্থা থাকে বেশি। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও তেমনই প্রত্যাশা ছিল। কিন্তু জ্বলে উঠতে পারেননি তাঁরা। দুজনের ব্যাটিং দেখে হতবাক বাংলাদেশের সাবেক কোচ ওয়াসিম জাফরকে।
২ ঘণ্টা আগেপাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে চলছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে গতকাল পর্যন্ত টুর্নামেন্টের ৬ ম্যাচ হয়েছে। আইসিসির ইভেন্টের মাঝপথে হঠাৎ করে পাকিস্তানে নিরাপত্তা ইস্যু নিয়ে চলছে নানারকম কথাবার্তা।
২ ঘণ্টা আগে