ক্রীড়া ডেস্ক
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে গতকাল পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির ৬ ম্যাচ হয়েছে নির্বিঘ্নে। এক মুহূর্তের জন্যও আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়নি। তবে আজ টুর্নামেন্টের সাত নম্বর ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি।
বাংলাদেশ সময় আজ বেলা ৩টায় রাওয়ালপিন্ডিতে শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। কিন্তু খেলা তো দূরে থাক, মুষলধারে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। ১ ঘণ্টা হয়ে গেলেও খেলা শুরু করা সম্ভব হয়নি। উইকেট এখনো কাভারে ঢাকা। ক্রিকবাজ, ক্রিকইনফোতে এখনো আবহাওয়া নিয়ে সন্তোষজনক কোনো তথ্য পাওয়া যায়নি। ১ ঘণ্টা যেহেতু পেরিয়ে গেছে, খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমবে। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে ৩৫ শতাংশ।
৮ দলের চ্যাম্পিয়নস ট্রফিতে প্রতিযোগিতায় টিকে আছে ৬ দল। কারণ, এই রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। তাতে করে ‘এ’ গ্রুপের ভারত, নিউজিল্যান্ড দুই দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। বাংলাদেশ, পাকিস্তানের গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে গেছে।
অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। লাহোরে গত ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের দেওয়া ৩৫২ রান তাড়া করে অস্ট্রেলিয়া জিতেছে ১৫ বল হাতে রেখে ৫ উইকেটে। আইসিসির ওয়ানডে ইতিহাসে এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ঠিক তার আগের দিন করাচিতে আফগানিস্তানকে ১০৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথমবার খেলতে নামছে আফগানিস্তান।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে গতকাল পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির ৬ ম্যাচ হয়েছে নির্বিঘ্নে। এক মুহূর্তের জন্যও আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়নি। তবে আজ টুর্নামেন্টের সাত নম্বর ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি।
বাংলাদেশ সময় আজ বেলা ৩টায় রাওয়ালপিন্ডিতে শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। কিন্তু খেলা তো দূরে থাক, মুষলধারে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। ১ ঘণ্টা হয়ে গেলেও খেলা শুরু করা সম্ভব হয়নি। উইকেট এখনো কাভারে ঢাকা। ক্রিকবাজ, ক্রিকইনফোতে এখনো আবহাওয়া নিয়ে সন্তোষজনক কোনো তথ্য পাওয়া যায়নি। ১ ঘণ্টা যেহেতু পেরিয়ে গেছে, খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমবে। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে ৩৫ শতাংশ।
৮ দলের চ্যাম্পিয়নস ট্রফিতে প্রতিযোগিতায় টিকে আছে ৬ দল। কারণ, এই রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। তাতে করে ‘এ’ গ্রুপের ভারত, নিউজিল্যান্ড দুই দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। বাংলাদেশ, পাকিস্তানের গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে গেছে।
অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। লাহোরে গত ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের দেওয়া ৩৫২ রান তাড়া করে অস্ট্রেলিয়া জিতেছে ১৫ বল হাতে রেখে ৫ উইকেটে। আইসিসির ওয়ানডে ইতিহাসে এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ঠিক তার আগের দিন করাচিতে আফগানিস্তানকে ১০৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথমবার খেলতে নামছে আফগানিস্তান।
সকালে বৃষ্টি, বিকেলে আলোকস্বল্পতা—সব মিলিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন খেলা হয়েছে ৪৩ ওভার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টে নিজেদের সর্বোচ্চ স্কোরও এরই মধ্যে হয়ে গেছে স্বাগতিকদের। এই স্কোর কোথায় গিয়ে থামবে সেটাই দেখার অপেক্ষা।
২৬ মিনিট আগেসকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
৩৭ মিনিট আগেএবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের অবস্থা খুব একটা সন্তোষজনক নয়। তার ওপর ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে এসেছে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ। তবে ম্যাচ পাতানোর এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে এই ফ্র্যাঞ্চাইজি।
১ ঘণ্টা আগেশর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে