Ajker Patrika

পাকিস্তানের বাজে আবহাওয়াই হতে দিচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফির এই ম্যাচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৩০
বাজে আবহাওয়ায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। ছবি: ক্রিকইনফো
বাজে আবহাওয়ায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। ছবি: ক্রিকইনফো

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে গতকাল পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির ৬ ম্যাচ হয়েছে নির্বিঘ্নে। এক মুহূর্তের জন্যও আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়নি। তবে আজ টুর্নামেন্টের সাত নম্বর ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি।

বাংলাদেশ সময় আজ বেলা ৩টায় রাওয়ালপিন্ডিতে শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। কিন্তু খেলা তো দূরে থাক, মুষলধারে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। ১ ঘণ্টা হয়ে গেলেও খেলা শুরু করা সম্ভব হয়নি। উইকেট এখনো কাভারে ঢাকা। ক্রিকবাজ, ক্রিকইনফোতে এখনো আবহাওয়া নিয়ে সন্তোষজনক কোনো তথ্য পাওয়া যায়নি। ১ ঘণ্টা যেহেতু পেরিয়ে গেছে, খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমবে। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে ৩৫ শতাংশ।

৮ দলের চ্যাম্পিয়নস ট্রফিতে প্রতিযোগিতায় টিকে আছে ৬ দল। কারণ, এই রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। তাতে করে ‘এ’ গ্রুপের ভারত, নিউজিল্যান্ড দুই দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। বাংলাদেশ, পাকিস্তানের গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে গেছে।

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। লাহোরে গত ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের দেওয়া ৩৫২ রান তাড়া করে অস্ট্রেলিয়া জিতেছে ১৫ বল হাতে রেখে ৫ উইকেটে। আইসিসির ওয়ানডে ইতিহাসে এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ঠিক তার আগের দিন করাচিতে আফগানিস্তানকে ১০৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথমবার খেলতে নামছে আফগানিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত