সাকিবের বদলে রয়কে নিল কলকাতা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৫: ৩৬
Thumbnail image

২০২৩ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও পরে সাকিব আল হাসান না করে দিয়েছেন। তাতেই যেন কপাল খুলেছে জেসন রয়ের। সাকিবের পরিবর্তে একজন বিদেশি খেলোয়াড় হিসেবে রয়কে নিয়েছে কলকাতা।

রয়কে নেওয়ার কথা আজ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ২ কোটি ৮০ লাখ রুপিতে রয়কে নিয়েছে কলকাতা। ইংল্যান্ডের এই ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি। শুধু সাকিবই নন, রয়ের কলকাতায় ডাক পাওয়ার কারণ শ্রেয়াস আইয়ারও। পিঠের চোটে পড়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন শ্রেয়াস। সাকিব, শ্রেয়াস না থাকায় রয়কে নিয়েছে বলে জানিয়েছে কলকাতা। 

আইপিএলে এর আগে ১৩ ম্যাচ খেলেছেন রয়। ২৯.৯০ গড় ও ১২৯.০১ স্ট্রাইক রেটে করেছেন ৩২৯ রান। দুটো ফিফটিও করেছেন আইপিএলে। সর্বশেষ ২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ইংল্যান্ডের এই ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত