ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড যত ম্যাচ খেলেছে, তার অর্ধেকও খেলেনি সংযুক্ত আরব আমিরাত। র্যাঙ্কিংয়েও রয়েছে যোজন যোজন পার্থক্য। তা ছাড়া কিউই ক্রিকেটাররা আইপিএলসহ বিশ্বের বিখ্যাত সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। আমিরাতের ক্রিকেটাররা তেমন একটা সুযোগ পান না বলেই চলে। ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে আজ আমিরাতের সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি।
দ্বিপাক্ষিক সিরিজ তো বটেই, এই সিরিজ দিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলে আমিরাত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে এখন ১-১ সমতায়। দুবাইয়ে আজ হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচ জিতলেই দ্বিতীয় কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতবে আমিরাত।
সিরিজের প্রথম ম্যাচ থেকেই দাপটের সঙ্গে খেলে আমিরাত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭ আগস্ট শুরু হয় দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পায় নিউজিল্যান্ড। ওপেনার টিম সাইফার্টের ঝোড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত সূচনা করে কিউইরা। প্রথম ৬ ওভারে ২ উইকেটে করে ৫১ রান। তবে এমন দুর্দান্ত শুরু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি সফরকারীরা। আমিরাতের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে কিউইরা ৬ উইকেটে করে ১৫৫ রান। তবে এমন লক্ষ্য পেয়েও ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ জেতা হয়নি আমিরাতের। ১৯.৪ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকেরা। ব্যাটারদের ব্যর্থতার মাঝে একাই লড়েছেন আরিয়ানস শর্মা। ৪৩ বলে করেছেন ৬০ রান।
দুবাইয়ে গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় আমিরাত-নিউজিল্যান্ড। এই ম্যাচেও টস জিতে ফিল্ডিং নেয় আমিরাত। আমিরাতের দুর্দান্ত বোলিংয়ে এবার কিউইরা আটকে যায় ৮ উইকেটে ১৪২ রানে। ১৫০ রান স্কোরবোর্ডে জমা না হলেও কিউইরা হয়তো প্রথম ম্যাচের অনুপ্রেরণা নিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল। এবার পাশার দান উল্টে দিয়েছে আমিরাত। ২৬ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয়ে সমতায় ফেরে স্বাগতিকেরা। অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ২৯ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন।
আমিরাত এর আগে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০২১ সালে আইরিশদের বিপক্ষে জিতেছিল আমিরাত, যা কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে আইরিশদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।
আমিরাতের টি-টোয়েন্টি সিরিজ জয় (২ বা তার বেশি ম্যাচ):
প্রতিপক্ষ: পাপুয়া নিউগিনি (৩-০) ; আয়োজক: সংযুক্ত আরব আমিরাত; ২০১৭
প্রতিপক্ষ: যুক্তরাষ্ট্র (১-০) ; আয়োজক: সংযুক্ত আরব আমিরাত; ২০১৯
প্রতিপক্ষ: নেদারল্যান্ডস (৪-০) ; আয়োজক: নেদারল্যান্ডস; ২০১৯
প্রতিপক্ষ: আয়ারল্যান্ড (২-১) ; আয়োজক: সংযুক্ত আরব আমিরাত; ২০২১
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড যত ম্যাচ খেলেছে, তার অর্ধেকও খেলেনি সংযুক্ত আরব আমিরাত। র্যাঙ্কিংয়েও রয়েছে যোজন যোজন পার্থক্য। তা ছাড়া কিউই ক্রিকেটাররা আইপিএলসহ বিশ্বের বিখ্যাত সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। আমিরাতের ক্রিকেটাররা তেমন একটা সুযোগ পান না বলেই চলে। ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে আজ আমিরাতের সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি।
দ্বিপাক্ষিক সিরিজ তো বটেই, এই সিরিজ দিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলে আমিরাত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে এখন ১-১ সমতায়। দুবাইয়ে আজ হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচ জিতলেই দ্বিতীয় কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতবে আমিরাত।
সিরিজের প্রথম ম্যাচ থেকেই দাপটের সঙ্গে খেলে আমিরাত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭ আগস্ট শুরু হয় দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পায় নিউজিল্যান্ড। ওপেনার টিম সাইফার্টের ঝোড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত সূচনা করে কিউইরা। প্রথম ৬ ওভারে ২ উইকেটে করে ৫১ রান। তবে এমন দুর্দান্ত শুরু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি সফরকারীরা। আমিরাতের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে কিউইরা ৬ উইকেটে করে ১৫৫ রান। তবে এমন লক্ষ্য পেয়েও ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ জেতা হয়নি আমিরাতের। ১৯.৪ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকেরা। ব্যাটারদের ব্যর্থতার মাঝে একাই লড়েছেন আরিয়ানস শর্মা। ৪৩ বলে করেছেন ৬০ রান।
দুবাইয়ে গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় আমিরাত-নিউজিল্যান্ড। এই ম্যাচেও টস জিতে ফিল্ডিং নেয় আমিরাত। আমিরাতের দুর্দান্ত বোলিংয়ে এবার কিউইরা আটকে যায় ৮ উইকেটে ১৪২ রানে। ১৫০ রান স্কোরবোর্ডে জমা না হলেও কিউইরা হয়তো প্রথম ম্যাচের অনুপ্রেরণা নিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল। এবার পাশার দান উল্টে দিয়েছে আমিরাত। ২৬ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয়ে সমতায় ফেরে স্বাগতিকেরা। অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ২৯ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন।
আমিরাত এর আগে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০২১ সালে আইরিশদের বিপক্ষে জিতেছিল আমিরাত, যা কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে আইরিশদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।
আমিরাতের টি-টোয়েন্টি সিরিজ জয় (২ বা তার বেশি ম্যাচ):
প্রতিপক্ষ: পাপুয়া নিউগিনি (৩-০) ; আয়োজক: সংযুক্ত আরব আমিরাত; ২০১৭
প্রতিপক্ষ: যুক্তরাষ্ট্র (১-০) ; আয়োজক: সংযুক্ত আরব আমিরাত; ২০১৯
প্রতিপক্ষ: নেদারল্যান্ডস (৪-০) ; আয়োজক: নেদারল্যান্ডস; ২০১৯
প্রতিপক্ষ: আয়ারল্যান্ড (২-১) ; আয়োজক: সংযুক্ত আরব আমিরাত; ২০২১
ওয়ানডে খেলেছেন ৮ টি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকই হয়নি। নাম ডাকও তেমন ছিল না। সবশেষ বাংলাদেশ সিরিজই যেন আশীর্বাদ হলো আল্লাহ মোহাম্মদ গজনফারের। নুর আহমেদ-রহমানউল্লাহ গুরবাজদের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন এই রহস্য স্পিনার।
১ ঘণ্টা আগেশেন ওয়ার্ন নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন আড়াই বছর আগে। তবু লেগ স্পিন জাদুতে ব্যাটারদের যেভাবে নাচিয়ে ছেড়েছিলেন, তা অসংখ্য ক্রীড়াপ্রেমীর মনে গেঁথে আছে এখনো।
২ ঘণ্টা আগেব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারত অবশেষে দিশা খুঁজে পেল পার্থে। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। বিশাল জয়ে এশিয়ার দলটি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও ফেরত পেয়েছে হারানো সিংহাসন।
৪ ঘণ্টা আগেটেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
৬ ঘণ্টা আগে