Ajker Patrika

বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের সূচি জানাল বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ শুরু হবে মে মাসে। ছবি: ক্রিকইনফো
বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ শুরু হবে মে মাসে। ছবি: ক্রিকইনফো

জানা গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের সূচি। এই সিরিজে হবে তিন ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ। তিন স্টেডিয়ামে হবে এই পাঁচ ম্যাচ।

বিসিবি আজ এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের সূচি প্রকাশ করেছে। ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’। এই ম্যাচের পর দুদিন বিরতি পাচ্ছে দল দুটি। ১০ মে সিলেট আউটার স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে।

ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের দুটি চার দিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হওয়া প্রথম চার দিনের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২১ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এর আগে বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ সামনে রেখে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) দুই কর্মকর্তা এ মাসের শুরুতে বাংলাদেশে এসেছিলেন। দুই দিনের সফরে তাঁরা দেশের ভেন্যুগুলো পর্যবেক্ষণ করেছিলেন।

২০২৪ সালে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। কিন্তু ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতা চলছিল বাংলাদেশে। সে কারণে তখন সফর স্থগিত করেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। একই কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গিয়েছিল। ভেন্যু বদলে সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল আইসিসির এই ইভেন্টটি।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের সূচি
তারিখ ভেন্যু
প্রথম ওয়ানডে৫ মেসিলেট
দ্বিতীয় ওয়ানডে৭ মেসিলেট
তৃতীয় ওয়ানডে১০ মেসিলেট আউটার
প্রথম চারদিনের ম্যাচ১৪ মেসিলেট
দ্বিতীয় চারদিনের ম্যাচ২১ মেমিরপুর
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত