নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝেমধ্যে দু-একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না। হতশ্রী ব্যাটিংয়ের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশকে এখন চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয়ের ‘লজ্জা।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংবান্ধব উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ৫৭৫ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজ ড্র করতে বাংলাদেশের যেখানে সিরিজের দ্বিতীয় টেস্ট জয়ের কোনো বিকল্প নেই, তারা এখন চোখে সর্ষেফুল দেখছে। তিন দিনেই পরাজয়ের শঙ্কা এখন কাজ করছে স্বাগতিকদের। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৪৩ রান করে চা-পানের বিরতিতে গেছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। ফলোঅন এড়াতে স্বাগতিকদের প্রয়োজন আরও ৩৭৩ রান।
প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ১৫৯ রানে। সেই রানটুকু হয়েছে মুমিনুল হকের ৮২ রানের কল্যাণে। ১১২ বলে ৮ চার ও ২ ছক্কা মারেন তিনি। ৪১৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে নামা বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে গেছে ১৫ রানে। ষষ্ঠ ওভারের প্রথম বলে সাদমান ইসলামকে ফেরান ড্যান প্যাটারসন। সাদমান এবার ৬ রান করে উইকেটরক্ষক ভেরেইনের হাতে ক্যাচ দিয়েছেন। চট্টগ্রামে কোনো ইনিংসেই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার।
মাহমুদুল হাসান জয়ও ইনিংস বড় করতে পারেননি। ৩১ বলে করেন ১১ রান। ১১তম ওভারের পঞ্চম বলে বাংলাদেশের এই ওপেনারকে ফেরান সেনুরান মুথুসামি। দ্বিতীয় স্লিপে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। এর পরই মুমিনুল একরকম আত্মহত্যা করলেন তাঁর ‘হোম ভেন্যু’ চট্টগ্রামে। ১২তম ওভারের দ্বিতীয় বলে কেশব মহারাজকে স্লগ সুইপ করতে যান মুমিনুল। ডিপ মিড উইকেটে ক্যাচ ধরেন মুথুসামি। প্রোটিয়াদের পাতা ফাঁদে পা দিয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন মুমিনুল। বাংলাদেশের এই ব্যাটার এবার খেলেছেন মাত্র ২ বল।
জয়, মুমিনুলের বিদায়ে বাংলাদেশের স্কোর পরিণত হয় ১১.২ ওভারে ৩ উইকেটে ২৯ রান। খুব দ্রুত দেখা গেল জাকির হাসানের উইকেট বিলানোর ঘটনাও। ১৫তম ওভারের শেষ বলে মুথুসামিকে কী বুঝে উইকেট ছেড়ে বেরিয়ে এসেছেন, সেটা জাকিরই ভালো বলতে পারবেন। এই সুযোগ কাজে লাগিয়ে ভেরেইনে স্টাম্পিং করে ফেলেন। ১৫ ওভারে ৪ উইকেটে ৪৩ রানে পরিণত হতেই দ্বিতীয় সেশনের খেলা শেষ ঘোষণা করে।
প্রথম ইনিংসে নবম উইকেটে মুমিনুল ও তাইজুল ইসলামের ১৭২ বলে ১০৩ রানের জুটি বাংলাদেশকে একটি বিব্রতকর পরিস্থিতি থেকেই রক্ষা করেছে। কারণ আজ তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৪৮ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। আজই কি ঘরের মাঠে বাংলাদেশ সর্বনিম্ন টেস্ট ইনিংসের ঘটনা ঘটায় কি না, সেই আশঙ্কা তৈরি হয়েছিল প্রবলভাবে। কারণ ঘরের মাঠে বাংলাদেশ সর্বনিম্ন ৮৭ রানে অলআউট হয়েছিল। এ ঘটনা ঘটেছিল দুবার। প্রথমবার ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দ্বিতীয়টি ১৯ বছর পর মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝেমধ্যে দু-একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না। হতশ্রী ব্যাটিংয়ের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশকে এখন চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয়ের ‘লজ্জা।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংবান্ধব উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ৫৭৫ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজ ড্র করতে বাংলাদেশের যেখানে সিরিজের দ্বিতীয় টেস্ট জয়ের কোনো বিকল্প নেই, তারা এখন চোখে সর্ষেফুল দেখছে। তিন দিনেই পরাজয়ের শঙ্কা এখন কাজ করছে স্বাগতিকদের। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৪৩ রান করে চা-পানের বিরতিতে গেছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। ফলোঅন এড়াতে স্বাগতিকদের প্রয়োজন আরও ৩৭৩ রান।
প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ১৫৯ রানে। সেই রানটুকু হয়েছে মুমিনুল হকের ৮২ রানের কল্যাণে। ১১২ বলে ৮ চার ও ২ ছক্কা মারেন তিনি। ৪১৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে নামা বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে গেছে ১৫ রানে। ষষ্ঠ ওভারের প্রথম বলে সাদমান ইসলামকে ফেরান ড্যান প্যাটারসন। সাদমান এবার ৬ রান করে উইকেটরক্ষক ভেরেইনের হাতে ক্যাচ দিয়েছেন। চট্টগ্রামে কোনো ইনিংসেই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার।
মাহমুদুল হাসান জয়ও ইনিংস বড় করতে পারেননি। ৩১ বলে করেন ১১ রান। ১১তম ওভারের পঞ্চম বলে বাংলাদেশের এই ওপেনারকে ফেরান সেনুরান মুথুসামি। দ্বিতীয় স্লিপে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। এর পরই মুমিনুল একরকম আত্মহত্যা করলেন তাঁর ‘হোম ভেন্যু’ চট্টগ্রামে। ১২তম ওভারের দ্বিতীয় বলে কেশব মহারাজকে স্লগ সুইপ করতে যান মুমিনুল। ডিপ মিড উইকেটে ক্যাচ ধরেন মুথুসামি। প্রোটিয়াদের পাতা ফাঁদে পা দিয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন মুমিনুল। বাংলাদেশের এই ব্যাটার এবার খেলেছেন মাত্র ২ বল।
জয়, মুমিনুলের বিদায়ে বাংলাদেশের স্কোর পরিণত হয় ১১.২ ওভারে ৩ উইকেটে ২৯ রান। খুব দ্রুত দেখা গেল জাকির হাসানের উইকেট বিলানোর ঘটনাও। ১৫তম ওভারের শেষ বলে মুথুসামিকে কী বুঝে উইকেট ছেড়ে বেরিয়ে এসেছেন, সেটা জাকিরই ভালো বলতে পারবেন। এই সুযোগ কাজে লাগিয়ে ভেরেইনে স্টাম্পিং করে ফেলেন। ১৫ ওভারে ৪ উইকেটে ৪৩ রানে পরিণত হতেই দ্বিতীয় সেশনের খেলা শেষ ঘোষণা করে।
প্রথম ইনিংসে নবম উইকেটে মুমিনুল ও তাইজুল ইসলামের ১৭২ বলে ১০৩ রানের জুটি বাংলাদেশকে একটি বিব্রতকর পরিস্থিতি থেকেই রক্ষা করেছে। কারণ আজ তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৪৮ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। আজই কি ঘরের মাঠে বাংলাদেশ সর্বনিম্ন টেস্ট ইনিংসের ঘটনা ঘটায় কি না, সেই আশঙ্কা তৈরি হয়েছিল প্রবলভাবে। কারণ ঘরের মাঠে বাংলাদেশ সর্বনিম্ন ৮৭ রানে অলআউট হয়েছিল। এ ঘটনা ঘটেছিল দুবার। প্রথমবার ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দ্বিতীয়টি ১৯ বছর পর মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে।
ফলোঅন এড়ানো দূরে থাক, দুই ইনিংস মিলিয়ে ২০০ রান করতেই হিমশিম খেতে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে মুমিনুল হকের ফিফটিতে টেনেটুনে ১৫৯ রান। দ্বিতীয় ইনিংসে আরও খারাপ অবস্থা—১৪৩ রানে অলআউট।
১৫ মিনিট আগেচ্যাম্পিয়ন দল বলে কথা। তা-ও আবার টানা দুবার চ্যাম্পিয়ন। বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।
১ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
৩ ঘণ্টা আগেইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
৪ ঘণ্টা আগে