Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বাড়তি সুবিধা নিয়ে স্টার্কের ইঙ্গিতপূর্ণ বক্তব্য

ক্রীড়া ডেস্ক    
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের পারফরম্যান্সসহ অন্যান্য ব্যাপারেও কথা বলেছেন মিচেল স্টার্ক। ছবি: ক্রিকইনফো
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের পারফরম্যান্সসহ অন্যান্য ব্যাপারেও কথা বলেছেন মিচেল স্টার্ক। ছবি: ক্রিকইনফো

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাঁচ ম্যাচের পাঁচটিই খেলেছে দুবাইয়ে। বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করতে হয়েছে। কিন্তু রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিন্দুমাত্র ভ্রমণ করতে হয়নি।

নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর করতে না চাওয়ায় ভারতীয় ক্রিকেট দলের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হাইব্রিড মডেলের সমাধান দিয়েছে। দুবাইয়ে ভারত সব ম্যাচ খেলায় টুর্নামেন্ট চলার সময় মাইকেল আথারটন, নাসের হুসাইনের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা তুমুল সমালোচনা করেছিলেন। রাসি ফন ডার ডাসেনও ভারতের বাড়তি সুবিধা নিয়ে কথা বলেছিলেন। ৯ মার্চ টুর্নামেন্ট শেষ হওয়ার পরও ভারতের বাড়তি সুবিধা ইস্যুতে কথা বলেছেন মিচেল স্টার্ক। এক ইউটিউব চ্যানেলে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার বলেন,‘আমি ঠিক নিশ্চিত না এটাকে বাড়তি সুবিধা বলে কি না। কারণ, বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ আমরা পাচ্ছি। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা শুধুই আইপিএল খেলে। কাজেই এই ধারণা (ভারতের বাড়তি সুবিধা) নিয়ে চিন্তা করে লাভ নেই। কারণ, অন্য ক্রিকেটাররা বছরে পাঁচ-ছয়টি ভিন্ন লিগে ভিন্ন কন্ডিশনে খেলে। সাদা বলের ক্রিকেটে তো তারা বিভিন্ন জায়গায় নিজেদের প্রকাশের সুযোগ পাচ্ছে।’

১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া ১৯ দিনের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়েছে ৯ মার্চ। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত। সাড়ে ৮ মাসের ব্যবধানে রোহিতের নেতৃত্বে এই নিয়ে দুটি আইসিসি ইভেন্টে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। স্টার্কের মতে ভারত যোগ্য দল হিসেবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার বলেন, ‘ভারতের জয়ে মোটেও অবাক হইনি। যদিও সত্যি বলতে ফাইনালের একটি বলও দেখিনি আমি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমনিতেও খুব একটা খেলা দেখিনি। অস্ট্রেলিয়ার খেলা টুকটাক দেখেছি শুধু।’

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগে বরুণ চক্রবর্তীর কেবল এক ওয়ানডে খেলার অভিজ্ঞতা। সেই বরুণ চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেয়ে প্রতিপক্ষ ব্যাটারদের নাকানি চুবানি খাইয়েছেন তিনি। টুর্নামেন্টে ৩ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিয়েছেন ৫ উইকেট। ভারতের এই রহস্যময়ী স্পিনার প্রসঙ্গে স্টার্ক বলেন, ‘বরুণ চক্রবর্তীর সঙ্গে গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সে খেলেছি। দারুণ এক প্রতিভাবান বোলার। তবে সাদা বলের ক্রিকেটে ভারত কি সর্বকালের সেরা দল? ভারতীয় সমর্থকেরা হ্যাঁ বলবেন। কিন্তু অস্ট্রেলিয়ার সমর্থকেরা বলবেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত