Ajker Patrika

পাকিস্তানের বোলিং নিয়ে কথা বললেন ব্যাটিং কোচ ইউসুফ

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তানের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ। ছবি: সংগৃহীত
পাকিস্তানের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ। ছবি: সংগৃহীত

নেপিয়ারে অসাধ্য সাধন করেছে নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে প্রথম ১৫ ওভারে ৩ উইকেট খুইয়ে ফেলা নিউজিল্যান্ডের রান যেখানে ছিল মাত্র ৫৮, সেখানে তারা ৫০ ওভার শেষে তোলে ৯ উইকেটে ৩৪৪! যার জবাব দিতে এসে ভালো শুরু করলেও ২২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৪.১ ওভারে ২৭১ রানে অলআউট।

প্রথম ওয়ানডে ৭৩ রানে হারের পর দলের বোলিং নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে পাকিস্তান। আর সে ভাবনার কথা সংবাদমাধ্যমকে দলটির ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ। ২ এপ্রিল ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সে ম্যাচে বোলিংয়ে পরিবর্তন আসার কথাও বললেন পাকিস্তানের ব্যাটিং কোচ, ‘পরের ম্যাচ কি করা যায়, তা নিয়ে ভাবছি আমরা। দেখব কোনো পঞ্চম বোলার কিংবা অলরাউন্ডার খেলানো যায় কি না, বা খেলালে কী লাভ হবে।’

প্রথম ওয়ানডেতে দুই খণ্ডকালীন বোলার বল করেছিলেন। অফ স্পিনার সালমান আলী আগা ৫ ওভার বল করেছিলেন, মিডিয়াম পেসার ইরফান খানও বল করেছিলেন ৫ ওভার। কিন্তু দুজনে রান দিয়েছেন ৬৭ ও ৫১! ১০ ওভার বোলিং করেও সালমান আগার সমান রানও দেয়নি পাকিস্তানের অন্য কোনো বোলার।

ব্যাটিং কোচ হলেও দুই খণ্ডকালীন বোলারের দেদারসে রান দেওয়াটা দাগ কেটেছে ইউসুফের মনে, ‘আমাদের দুই খণ্ডকালীন বোলার ১২০ রানের (১১৮) মতো দিয়েছে। এটা অবশ্যই ব্যয়বহুল ছিল। তবে এই দলটাকে নতুনভাবে গড়ে তোলা হয়েছে। তাই আমি মনে করি এই দল নিয়ে এখনই কথা বলা ঠিক হবে না। তবে এটা বলতে পারি, বোলিংয়ে আরও ভালো করার সুযোগ ছিল, তারা আরও ভালো বল করতে পারত।’

আরও ‘ভালো’ বোলিং যে করা যেত, সেটা স্কোরকার্ড দেখেও বোঝা যায়। অতিরিক্ত খাতে এদিন পাকিস্তান রান দিয়েছে ৪৩ টি। বোলারদের সমালোচনা করলেও ইউসুফ স্বীকার করে নিচ্ছেন, চমৎকার ব্যাটিং করেছেন মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল ও মুহাম্মদ আব্বাসরা। মার্ক চ্যাপম্যান এই ম্যাচে ১১১ বলে ১৩২ রানের ইনিংস খেলেছিলেন। মিচেল ৮৪ বলে ৭৬ এবং আব্বাস ২৬ বলে ৫২ রান করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত