হঠাৎ রিশাদের পারফরম্যান্স সামনে আনল আইসিসি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ২১: ৩৩
Thumbnail image

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা বিশ্রামে বাংলাদেশ দল। জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার গেছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে। কেউ কেউ হালকা অনুশীলন শুরু করেছেন। এই বিরতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে দুদিন আগে আলোচনায় এসেছিলেন রিশাদ হোসেন। আজ হঠাৎ বাংলাদেশ দলের তরুণ লেগ স্পিনারকে সামনে আনল আইসিসিও। 

গত মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি দুটি—রিশাদ আর তানজিম সাকিবের বোলিং। একজন লেগ স্পিনার নিয়ে বাংলাদেশ দলের যে দীর্ঘ হাহাকার, সেটি আপাতত গেছে রিশাদের সৌজন্যে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি নিয়েছেন বাংলাদেশের বোলারদের মধ্যে ৭ ম্যাচে সর্বোচ্চ ১৪ উইকেট। 

গত দুই সপ্তাহে বিশ্বকাপের রেশ মিলিয়ে যাওয়ার পর আইসিসি আজ হঠাৎ তাদের ফেসবুক পেজে রিশাদের বোলিংয়ের ভিডিও পোস্ট করে লিখেছে, ‘বাংলাদেশের একজন উঠতি তারকা। দেখুন তাঁর মুগ্ধ করা পারফরম্যান্স।’ ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া বোলিং থেকে শুরু করে সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ফের ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া বোলিং তো আছেই। তাঁর লেগ স্পিন, ভয়ংকর গুগলি যে সৌন্দর্য ছড়িয়েছে বিশ্বকাপে, সব যেন আবার রোমন্থন করার সুযোগ করে দিল ভিডিওতে। 

সামাজিক মাধ্যমে নিজেদের পেজে নিয়মিত খেলোয়াড়দের নানা বিষয়ে পোস্ট করে আইসিসি। সেখানে বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্স তুলনামূলক কমই দেখা যায়। বাংলাদেশের বিপুল সামাজিক মাধ্যম ব্যবহারকারী লক্ষ্য করে রিশাদের বোলিংয়ের ভিডিও আইসিসি পোস্ট করলেও সবশেষ বিশ্বকাপটা বিশেষ মনে রাখতে হবে তরুণ লেগ স্পিনারের কারণে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত