মিরপুরে রফিকের তাণ্ডবে বিধ্বস্ত নান্নুরা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯: ৩৪
Thumbnail image
ম্যাচসেরা মোহাম্মদ রফিক। ছবি: বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ১৬ বছর আগে। মাঝেমধ্যে বিভিন্ন প্রীতি ম্যাচে খেলতে দেখা যায় মোহাম্মদ রফিককে। আজ খেলেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচে। খেলাটা রফিক ছাড়লেও খেলা যেন তাঁকে ছাড়েনি! বোলিংয়ে ঘূর্ণি জাদু এখনো আগের মতোই, ব্যাট হাতেও চালিয়েছেন সেই তাণ্ডব। ব্যাটে-বলে উজ্জ্বল রফিকে শহীদ মুশতাক একাদশকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে শহীদ জুয়েল একাদশ।

বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শহীদ মুশতাক একাদশের অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। হান্নান সরকার-হাসানুজ্জামানদের কয়েকটি কার্যকর ইনিংসের সৌজন্যে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে মুশতাক একাদশ। জবাবে রফিকের ঝোড়ো ফিফটিতে ১৪.২ ওভারে মুশতাক একাদশের দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করেছে শহীদ জুয়েল একাদশ।

ওপেনিংয়ে নেমে ৩৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন রফিক। ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন ইনিংসে। আরেক ওপেনার এহসানুল হক সেজান ৩৯ বলে ৪৩ ও শাহরিয়ার নাফীস ১১ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। জুয়েল একাদশের জয় নিশ্চিত করেন। দলটির নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। মুশতাক একাদশের হয়ে একমাত্র উইকেটটি নেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক।

এর আগে ব্যাটিংয়ে নেমে মুশতাক একাদশের ব্যাটাররা থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি কেউ। তারপরও কয়েকটি কার্যকর ইনিংসের কল্যাণে ১২৮ রান সংগ্রহ করেছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ১৬ বলে ২ ছক্কা ও ১ চারে ২৫ রান করেছেন হান্নান সরকার। হাসানুজ্জামানের ব্যাট থেকে আসে ১৭ বরে ১৯,১৭ বলে ১২ রান করে রিটায়ার্ড হার্ট হন মিনহাজুল আবেদীন নান্নু এবং ২ ছক্কায় ১৫ রান করেছেন রাজ্জাক। বল হাতেও আলো ছড়িয়েছেন মুশতাক আহমেদের রফিক। ১৩ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। অলরাউন্ডার পারফরম্যান্স করে ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন ৫৪ বছর বয়সী রফিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত