ক্রীড়া ডেস্ক
‘বাবা বলেছে ছেলে নাম করবে’—আগুনের কণ্ঠে তুমুল এই জনপ্রিয় গান শোনেননি এমন গানপ্রিয় মানুষ পাওয়া যাবে না। এই গানের মতোই যেন নেদারল্যান্ডস ক্রিকেটের দুই বাপ-বেটা টিম ডি লিড ও বাস লিডের জীবন। বাবা টিম তো কবেই নিজের নাম রেখে গিয়েছেন ক্রিকেট ইতিহাসের পাতায়, সেই পথে হেঁটে ক্রিকেটে নাম করেছে ছেলে বাস।
আর সেটি এমন নাম যে, বাবার কীর্তিকেও ছাড়িয়ে গেলেন ছেলে। এতে হয়তো বাসের চেয়ে গর্বটা টিমের বেশি হবে। নিজের সন্তানের কীর্তিতে যে সব বাবার চোখেই আনন্দের অশ্রু এনে দেয়। বাবাকে দেখেই তো বাসের অলরাউন্ডার হয়ে ওঠা, বল হাতে বাবার মতোই করেন মিডিয়াম পেস। টিমই যেন ছোটবেলায় বাসের মনে রোপণ করে দিয়েছেন কমলাজার্সিতে আনন্দে ভাসার ইচ্ছেটা।
বাসের দুর্দান্ত নৈপুণ্যে ১২ বছর ওয়ানডে বিশ্বকাপে খেলছে ডাচরা। কমলা জার্সিরা সেমিফাইনালে যেতে না পারলেও চমক দেখিয়েছে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। তবে দলের পারফরম্যান্স এবার তেমন উল্লেখযোগ্য না হলেও বাসের এই বিশ্বকাপ থাকবে স্মৃতিময় হয়ে। ভারতে অভিষেক বিশ্বকাপ খেলতে এসেই যে গড়েছেন রেকর্ড!
৯ ম্যাচে ৮ ইনিংসে এখন পর্যন্ত ১৫ উইকেট নিয়েছেন বাস ডি লিড, যা ডাচদের হয়ে এ বিশ্বকাপে সর্বোচ্চ। সর্বোচ্চ ডাচদের পক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারেও। আগে এই রেকর্ডটি ছিল তাঁর বাবার, টিম ডি লিড নিয়েছিলেন ১৪ উইকেট। ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে খেলে এ উইকেট পেয়েছিলেন তিনি। আজ বেঙ্গালুরুতে বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে ভারতের ওপেনার রোহিত শর্মাকে সাজঘরে ফিরিয়ে বাবার রেকর্ড ভেঙে দেন বাস। বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ডি লিড পরিবারের পরে আছেন লোগান ফন বিক (১২) ও পল ফন মিকেরেন (১২)।
‘বাবা বলেছে ছেলে নাম করবে’—আগুনের কণ্ঠে তুমুল এই জনপ্রিয় গান শোনেননি এমন গানপ্রিয় মানুষ পাওয়া যাবে না। এই গানের মতোই যেন নেদারল্যান্ডস ক্রিকেটের দুই বাপ-বেটা টিম ডি লিড ও বাস লিডের জীবন। বাবা টিম তো কবেই নিজের নাম রেখে গিয়েছেন ক্রিকেট ইতিহাসের পাতায়, সেই পথে হেঁটে ক্রিকেটে নাম করেছে ছেলে বাস।
আর সেটি এমন নাম যে, বাবার কীর্তিকেও ছাড়িয়ে গেলেন ছেলে। এতে হয়তো বাসের চেয়ে গর্বটা টিমের বেশি হবে। নিজের সন্তানের কীর্তিতে যে সব বাবার চোখেই আনন্দের অশ্রু এনে দেয়। বাবাকে দেখেই তো বাসের অলরাউন্ডার হয়ে ওঠা, বল হাতে বাবার মতোই করেন মিডিয়াম পেস। টিমই যেন ছোটবেলায় বাসের মনে রোপণ করে দিয়েছেন কমলাজার্সিতে আনন্দে ভাসার ইচ্ছেটা।
বাসের দুর্দান্ত নৈপুণ্যে ১২ বছর ওয়ানডে বিশ্বকাপে খেলছে ডাচরা। কমলা জার্সিরা সেমিফাইনালে যেতে না পারলেও চমক দেখিয়েছে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। তবে দলের পারফরম্যান্স এবার তেমন উল্লেখযোগ্য না হলেও বাসের এই বিশ্বকাপ থাকবে স্মৃতিময় হয়ে। ভারতে অভিষেক বিশ্বকাপ খেলতে এসেই যে গড়েছেন রেকর্ড!
৯ ম্যাচে ৮ ইনিংসে এখন পর্যন্ত ১৫ উইকেট নিয়েছেন বাস ডি লিড, যা ডাচদের হয়ে এ বিশ্বকাপে সর্বোচ্চ। সর্বোচ্চ ডাচদের পক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারেও। আগে এই রেকর্ডটি ছিল তাঁর বাবার, টিম ডি লিড নিয়েছিলেন ১৪ উইকেট। ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে খেলে এ উইকেট পেয়েছিলেন তিনি। আজ বেঙ্গালুরুতে বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে ভারতের ওপেনার রোহিত শর্মাকে সাজঘরে ফিরিয়ে বাবার রেকর্ড ভেঙে দেন বাস। বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ডি লিড পরিবারের পরে আছেন লোগান ফন বিক (১২) ও পল ফন মিকেরেন (১২)।
নাহিদ রানার গতি ও বাউন্স সামলাতে গিয়ে ব্যাটাররা যেন দিশেহারা হয়ে পড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে ১ বছর পূর্ণ না হতেই বিদেশি ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন বাংলাদেশের তরুণ এই ক্রিকেটার। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসও।
৩২ মিনিট আগেবাংলাদেশের ব্যাটিং বিপর্যয় যেন নিয়মিত ছবিতে পরিণত হয়েছে! ব্যাটিং ধসের দুষ্টচক্র থেকে কিছুতেই যেন বের হতে পারছে না তারা। চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছিল রাওয়ালপিন্ডির ব্যাটিংস্বর্গে তিন শর বেশি স্কোর গড়ার। ম্যাচের আগের দিন কোচের দাবি ছিল...
১ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলা ব্যর্থতার কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশের ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা নিয়মিত এসব সমস্যার দিক তুলে ধরছেন—কখনো বিশ্লেষণে, কখনো ফেসবুক পোস্টে।
১২ ঘণ্টা আগেরাওয়ালপিন্ডির উইকেট ব্যাটারদের অপছন্দ হওয়ার কারণ নেই। কিন্তু দলটা যখন বাংলাদেশ, তখন কথাটা ‘যদি’, ‘কিন্তু’ নিয়েই বলতে হয়। ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন, তিন শর বেশি রান করার সামর্থ্যের কথা। কিন্তু মাঠের লড়াইয়ে সেই ব্যাটিং ধসের সেই পুরোনো চিত্র। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০
১২ ঘণ্টা আগে