Ajker Patrika

রোহিতের মেয়েকে মেসির জার্সি উপহার বেকহামের

ক্রীড়া ডেস্ক
রোহিতের মেয়েকে মেসির জার্সি উপহার বেকহামের

গ্যালারিতে বসে ভারত-নিউজিল্যান্ডের বিশ্বকাপে সেমিফাইনাল দেখেছেন ডেভিড বেকহ্যাম। বন্ধু শচীন টেন্ডুলকারের সঙ্গে তাঁর খুনসুটির দৃশ্যও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইংল্যান্ড থেকে ভারতে এসে ক্রিকেট মাঠেও ফুটবলকে ভোলেননি সাবেক এই ইংলিশ ফুটবলার।

বেকহ্যামের আগমনে সেমিফাইনাল ম্যাচ শুরুর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঠে আনা হয়েছিল ফুটবলও। ভারতে আসার সময় বেকহাম নিজেও নিয়ে এসেছিলেন লিওনেল মেসির ১০ নম্বর জার্সি। বর্তমানে আর্জেন্টাইন সুপারস্টার আমেরিকান সকার ক্লাব ইন্টার মায়ামি হয়ে খেলছেন।

ক্লাব ইন্টার মায়ামির স্বত্বাধিকারীদের একজন বেকহাম। নিজ ক্লাবের মেসির ১০ নম্বরের একটি জার্সি উপহার দিয়েছেন রোহিত শর্মার মেয়ে সামাইরা শর্মাকে। মেসির জার্সি পরা সামাইরার ছবিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন রোহিতের স্ত্রী ঋতিকা সাজদেহ।

ঋতিকা জানিয়েছেন, মেসির একজন খুদেভক্ত সামাইরা। ছবিতে বেশ হাস্যোজ্জ্বল সামাইরাকে দেখা যায়। মেসির জার্সি উপহার দেওয়ায় বেকহ্যামকে ধন্যবাদও জানিয়েছেন ঋতিকা। ছবিতে একটি ক্যাপশন দিয়ে রোহিতের স্ত্রী লিখেছেন, ‘এই ছোট্ট লিওনেল মেসি ভক্তকে খুব খুশি করার জন্য আপনাকে ধন্যবাদ ডেভিড বেকহাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত