Ajker Patrika

ভেট্টোরিকে ছুঁয়ে ১৭ বছর আগের স্মৃতি ফেরালেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৮: ৪২
ভেট্টোরিকে ছুঁয়ে ১৭ বছর আগের স্মৃতি ফেরালেন সাকিব

ইনিংসের ১৫তম ওভারের ৫ম ডেলিভারি, লেংথ থেকে নিচু হয়ে নাজিবউল্লাহ জাদরানের প্যাডে লাগে বল। সাকিব আল হাসানের জোরালো আবেদনে সাড়া দিয়ে দক্ষিণ আফ্রিকান আম্পায়ার আদরিয়ান হোল্ডস্টক আঙুল তুলে দিলেন।

১৫ রানে ৪ উইকেট হারিয়ে আফগানিস্তান রীতিমতো চাপেই ছিল তখন। তাই আউট হওয়ার ব্যাপারটি আঁচ করলেও নাজিবউল্লাহ রিভিউই নিলেন। তবু বাঁচতে পারলেন না। রিভিউতে দেখা যায় মিডল ও অফ-স্টাম্পেই হিটিং করল বল। এই উইকেট শিকার করেই নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনিং অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরির পাশে বসলেন সাকিব। ওয়ানডেতে সাকিবের এখন ৩০৫ উইকেট।

২৭৭ ইনিংসে ভেট্টোরির শিকারও ৩০৫ উইকেট। এ জন্য সাকিবের অবশ্য ২২৯ ইনিংস লেগেছে। সব মিলিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ১৩তম অবস্থানে এই অলরাউন্ডার। শ্রীলঙ্কান কিংবদন্তি বোলার মুত্তিয়া মুরালিধরন সর্বোচ্চ ৫৩৪ উইকেট শিকার করেছেন ওয়ানডেতে।

চট্টগ্রামে নাজিবউল্লাহকে আউট করে সাকিব শুধু ভেট্টোরির পাশেই নাম লেখাননি; বরং ১৭ বছর আগের স্মৃতিও যেন ফেরালেন। দলের পরিস্থিতি এবং ধবলধোলাই এড়ানোর জন্য হলেও আফগানদের বিপক্ষে শেষ ওয়ানডে বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বোলিংয়ে শরিফুল, তাসকিন, তাইজুলদের সৌজন্যে ১২৬ রানেই সফরকারীদের গুঁড়িয়ে দিয়েছে স্বাগতিকেরা।

ম্যাচে সাকিবের বোলিং ফিগারও ছিল অসাধারণ। ১০ ওভার বোলিং করে মাত্র ১৩ রান দিয়ে শিকার করেছেন একটি উইকেট। পাশাপাশি ছিল একটি মেডেন ওভার। এতেই যেন ১৭ বছর আগের স্মৃতি মনে করিয়ে দিলেন সাকিব। ২০০৬ সালে ডিসেম্বরে স্কটল্যান্ডের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠে ১০ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।

ওয়ানডেতে এ নিয়ে তৃতীয়বার ১০ ওভার বোলিং করে ২০-এর নিচে রান দেওয়ার কৃতিত্ব দেখালেন সাকিব। ২০০৯ সালের জানুয়ারিতে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ ওভারে সর্বনিম্ন ১১ রান দিয়ে শিকার করেছিলেন ৩ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত