নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ১৫৭ রান তাড়ায় বাংলাদেশকে দারুণ শুরুর স্বপ্ন দেখান ওপেনার লিটন দাস। ২০০ ওপর স্ট্রাইকরেটে ব্যাট করতে থাকা এই ব্যাটার ফেরেন ব্যক্তিগত ১৩ রানে। এরপর আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ও তিনে আসা এনামুল হক বিজয়ের ধীর গতির ব্যাটিংয়ে ম্যাচের পরিস্থিতি বদলে যায়।
১৫৭ রান তাড়া করতে হলে ব্যাটারদের স্ট্রাইকরেট অন্তত ১৩০ থাকার দরকার ছিল। কিন্তু বাংলাদেশের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডারের ব্যাটারদের গড় স্ট্রাইকরেট ছিল ১০০ কাছাকাছি। শেষের দিকে ব্যাট করা আফিফ হোসেন ও শেখ মেহেদী স্ট্রাইক রোটেট করার চেষ্টা করলেও ১০ রানে হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। ব্যাটারদের এমন স্বার্থপর ব্যাটিংকে ‘জায়গা ধরে রাখার’ ক্রিকেট মনে করে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
আজ জিম্বাবুয়েতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা বলেছেন। সুজন বলেন,‘নিশ্চিতভাবে হতাশা। জিম্বাবুয়ের সঙ্গে আমরা হারব এটা তো কেউ আশা করিনি। নিশ্চিতভাবে আমাদের দল যেরকমই থাকুক না কেন, তারপরও যে আমরা ওদের চেয়ে ভালো ছিলাম। এক কথায় বললে আমার জন্য অসম্মানের। সত্যি কথা বলতে গেলে কোনো দিনও আশা করিনি যে আমরা ওভাবে হারব গতকাল।’
তিন ম্যাচের সিরিজে সবচেয়ে স্বার্থপর ব্যাটিং করেছেন এনামুল বিজয়, মুনিম শাহরিয়াররা। পরিসংখ্যানও তাই বলছে। দুই ম্যাচেই তাদের স্ট্রাইকরেট ছিল ১০০ এর আশপাশে। সুজনের ব্যাখ্যা, ‘আমি খুবই হতাশ এবং আমি এটা সম্পূর্ণ খেলোয়াড়দের দোষ দেব। আমরা জানি যে আমাদের ১০-১২ করে লাগবে তারপরও ওভারে ৬-৭ করে নিচ্ছি। কাউকে দেখলাম না যে চেষ্টা করেছে ৬ মারার। সবাই ২-১ করে....। নিজের জায়গা ধরে রাখার জন্য একটা মোটামুটি রান করে নিজেকে নিরাপদ রাখলাম। আপনি যদি ১০০, ৯০ কিংবা ১১০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তাহলে আপনি এখানে জিততে পারবেন না।’
ক্রিকেটারদের এই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার আহবান সুজনের। কোচিং স্টাফ কিংবা বিসিবিকে দোষ না দিয়ে ক্রিকেটারদের সক্ষমতার কথা বললেন তিনি, ‘এখন খেলোয়াড়দের এসব (ব্যর্থতার) জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। জানি ওদের সে সক্ষমতা আছে। আপনি কোচিং স্টাফ বা বিসিবিকে দোষ দিয়ে লাভ হবে না, বিসিবি তো সেরাটাই দিতে চেষ্টা করছে। তারা না পারলে আমরা বলব তাদের সক্ষমতা নেই। এখন তাদেরই বের হয়ে আসতে হবে এখান থেকে।’
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ১৫৭ রান তাড়ায় বাংলাদেশকে দারুণ শুরুর স্বপ্ন দেখান ওপেনার লিটন দাস। ২০০ ওপর স্ট্রাইকরেটে ব্যাট করতে থাকা এই ব্যাটার ফেরেন ব্যক্তিগত ১৩ রানে। এরপর আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ও তিনে আসা এনামুল হক বিজয়ের ধীর গতির ব্যাটিংয়ে ম্যাচের পরিস্থিতি বদলে যায়।
১৫৭ রান তাড়া করতে হলে ব্যাটারদের স্ট্রাইকরেট অন্তত ১৩০ থাকার দরকার ছিল। কিন্তু বাংলাদেশের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডারের ব্যাটারদের গড় স্ট্রাইকরেট ছিল ১০০ কাছাকাছি। শেষের দিকে ব্যাট করা আফিফ হোসেন ও শেখ মেহেদী স্ট্রাইক রোটেট করার চেষ্টা করলেও ১০ রানে হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। ব্যাটারদের এমন স্বার্থপর ব্যাটিংকে ‘জায়গা ধরে রাখার’ ক্রিকেট মনে করে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
আজ জিম্বাবুয়েতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা বলেছেন। সুজন বলেন,‘নিশ্চিতভাবে হতাশা। জিম্বাবুয়ের সঙ্গে আমরা হারব এটা তো কেউ আশা করিনি। নিশ্চিতভাবে আমাদের দল যেরকমই থাকুক না কেন, তারপরও যে আমরা ওদের চেয়ে ভালো ছিলাম। এক কথায় বললে আমার জন্য অসম্মানের। সত্যি কথা বলতে গেলে কোনো দিনও আশা করিনি যে আমরা ওভাবে হারব গতকাল।’
তিন ম্যাচের সিরিজে সবচেয়ে স্বার্থপর ব্যাটিং করেছেন এনামুল বিজয়, মুনিম শাহরিয়াররা। পরিসংখ্যানও তাই বলছে। দুই ম্যাচেই তাদের স্ট্রাইকরেট ছিল ১০০ এর আশপাশে। সুজনের ব্যাখ্যা, ‘আমি খুবই হতাশ এবং আমি এটা সম্পূর্ণ খেলোয়াড়দের দোষ দেব। আমরা জানি যে আমাদের ১০-১২ করে লাগবে তারপরও ওভারে ৬-৭ করে নিচ্ছি। কাউকে দেখলাম না যে চেষ্টা করেছে ৬ মারার। সবাই ২-১ করে....। নিজের জায়গা ধরে রাখার জন্য একটা মোটামুটি রান করে নিজেকে নিরাপদ রাখলাম। আপনি যদি ১০০, ৯০ কিংবা ১১০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তাহলে আপনি এখানে জিততে পারবেন না।’
ক্রিকেটারদের এই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার আহবান সুজনের। কোচিং স্টাফ কিংবা বিসিবিকে দোষ না দিয়ে ক্রিকেটারদের সক্ষমতার কথা বললেন তিনি, ‘এখন খেলোয়াড়দের এসব (ব্যর্থতার) জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। জানি ওদের সে সক্ষমতা আছে। আপনি কোচিং স্টাফ বা বিসিবিকে দোষ দিয়ে লাভ হবে না, বিসিবি তো সেরাটাই দিতে চেষ্টা করছে। তারা না পারলে আমরা বলব তাদের সক্ষমতা নেই। এখন তাদেরই বের হয়ে আসতে হবে এখান থেকে।’
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১২ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১২ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৩ ঘণ্টা আগে