ক্রীড়া ডেস্ক
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল গুজরাট টাইটান্সের জয়ের মঞ্চ একরকম প্রস্তুত করাই ছিল। কিন্তু শেষ মুহূর্তের ঝড়ে সবকিছু ওলট-পালট হয়ে যায়। রিংকু সিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ জেতে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জেতার পর বেধড়ক পিটুনি খাওয়া যশ দয়ালকে সান্ত্বনা দিয়েছে কলকাতা।
কলকাতার শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। বোলিং করতে আসেন গুজরাটের বাঁহাতি পেসার দয়াল। প্রথম বলে এক রান নেন উমেশ যাদব। আর শেষ পাঁচ বলে রিংকুর পাঁচ ছক্কায় কলকাতা পায় রূপকথার এক জয়। অন্যদিকে নিশ্চিত জেতা ম্যাচ হারার হতাশা স্বাভাবিকভাবেই কাজ করেছিল দয়ালের। হয়তো ঘুমের ঘোরেও রিংকুর হাতে ধোলাই খাওয়ার ‘দুঃস্বপ্ন’ তাড়া করেছে দয়ালকে। গুজরাটের এই বাঁহাতি পেসারকে সান্ত্বনা জানিয়ে কলকাতা তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘একটা দিন এমন খারাপ যেতেই পারে। সেরা খেলোয়াড়দের সঙ্গে ক্রিকেটে এমনটা হয়েই থাকে। যশ দয়াল তুমি চ্যাম্পিয়ন। আরও দারুণভাবে তুমি ফিরে আসবে।’
শেষ ওভারে ৩১ রান দিয়ে বিব্রতকর এক রেকর্ডে নাম লেখান দয়াল। ৪ ওভার বোলিং করে ৬৯ রান দিয়েছেন গুজরাটের এই বাঁহাতি পেসার। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান খরচের রেকর্ড বাসিল থাম্পি। ২০১৮ তে সানরাইজার্স হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে ৪ ওভারে ৭০ রান দিয়েছিলেন থাম্পি। থাম্পি খেলেছিলেন হায়দরাবাদের হয়ে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল গুজরাট টাইটান্সের জয়ের মঞ্চ একরকম প্রস্তুত করাই ছিল। কিন্তু শেষ মুহূর্তের ঝড়ে সবকিছু ওলট-পালট হয়ে যায়। রিংকু সিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ জেতে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জেতার পর বেধড়ক পিটুনি খাওয়া যশ দয়ালকে সান্ত্বনা দিয়েছে কলকাতা।
কলকাতার শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। বোলিং করতে আসেন গুজরাটের বাঁহাতি পেসার দয়াল। প্রথম বলে এক রান নেন উমেশ যাদব। আর শেষ পাঁচ বলে রিংকুর পাঁচ ছক্কায় কলকাতা পায় রূপকথার এক জয়। অন্যদিকে নিশ্চিত জেতা ম্যাচ হারার হতাশা স্বাভাবিকভাবেই কাজ করেছিল দয়ালের। হয়তো ঘুমের ঘোরেও রিংকুর হাতে ধোলাই খাওয়ার ‘দুঃস্বপ্ন’ তাড়া করেছে দয়ালকে। গুজরাটের এই বাঁহাতি পেসারকে সান্ত্বনা জানিয়ে কলকাতা তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘একটা দিন এমন খারাপ যেতেই পারে। সেরা খেলোয়াড়দের সঙ্গে ক্রিকেটে এমনটা হয়েই থাকে। যশ দয়াল তুমি চ্যাম্পিয়ন। আরও দারুণভাবে তুমি ফিরে আসবে।’
শেষ ওভারে ৩১ রান দিয়ে বিব্রতকর এক রেকর্ডে নাম লেখান দয়াল। ৪ ওভার বোলিং করে ৬৯ রান দিয়েছেন গুজরাটের এই বাঁহাতি পেসার। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান খরচের রেকর্ড বাসিল থাম্পি। ২০১৮ তে সানরাইজার্স হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে ৪ ওভারে ৭০ রান দিয়েছিলেন থাম্পি। থাম্পি খেলেছিলেন হায়দরাবাদের হয়ে।
‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
১ ঘণ্টা আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
২ ঘণ্টা আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
২ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৫ ঘণ্টা আগে