হাসপাতালে বাংলাদেশি সমর্থক, ভারতীয় দর্শকদের বিরুদ্ধে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ২১
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৪৭

মিডিয়া স্ট্যান্ড লাগোয়া গ্যালারিতে বাংলাদেশি সমর্থক রবিউল ইসলাম রবি ‘টাইগার’ সেজে বাংলাদেশকে সমর্থন দিচ্ছিলেন ম্যাচ শুরুর সময় থেকে। তবে দুপুরের দিকে গ্যালারিতে থাকা ভারতীয় দর্শকদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন রবি।

ঘটনার পর রবিকে পুলিশসহ সেচ্ছাসেবীরা উদ্ধার করেছেন। মিডিয়া ফটকের দায়িত্বে থাকা একাধিক পুলিশ জানিয়েছেন, তাঁরা রবির থেকে জানতে চেয়েছেন, কারা তাঁকে (রবি) মেরেছেন। কিন্তু তিনি তেমন কিছু বলেননি। চিকিৎসার জন্য রবিকে এরই মধ্যে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

হামলার প্রসঙ্গে রবি আজকের পত্রিকাকে বলেছেন, ‘লাঞ্চের আগে তখন বৃষ্টি হচ্ছিল। গ্যালারি থেকে যখন ভেতরে গিয়েছি, আমাকে কয়েকজন ভারতীয় সমর্থক অনেক মারধর করেছে। বুকের পাঁজরে লেগেছে। আমি নিশ্বাস নিতে পারছি না। পুলিশ হাসপাতালে নিয়ে এসেছে।’  

এদিকে রবির এই আহত হওয়ার খবর ভারতীয় সংবাদমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সবাই আহত হওয়ার ভিডিও শেয়ার দিচ্ছেন। কেউ একজন বলেছেন, ‘এ ঘটনায় ভারতীয় সমর্থকদের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হবে। এমনিতেই তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছে না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত