ক্রীড়া ডেস্ক
‘চমক’ শব্দ যেন ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শেষ ওভারের নাটকীয়তা এখন যেন ‘ডালভাত।’ অবিশ্বাস্য এসব ঘটনা দেখে কেউ কেউ বলছেন এবারের আইপিএল যেন ‘ইনক্রেডিবল প্রিমিয়ার লিগ’!
গতকাল চিন্নস্বামী স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস শেষ বলে জয়ের দেখা পেয়েছে, যেখানে বেঙ্গালুরুর ২১৩-এর লক্ষ্য তাড়া করতে নেমে একটা পর্যায়ে লক্ষ্ণৌর জয় সহজই মনে হচ্ছিল। শেষ ওভারে জয়ের জন্য লক্ষ্ণৌর দরকার ছিল ৫ রান, হাতে ছিল ৩ উইকেট। নাটকীয়তার শুরু এখান থেকেই। শেষ ওভার বোলিংয়ে এসে ২ উইকেট নিয়ে বেঙ্গালুরুকে ম্যাচে ফেরান হার্শাল প্যাটেল। শেষ বলে যখন ১ রান দরকার, তখন ঘটে আরও চমকপ্রদ ঘটনা। নন স্ট্রাইক প্রান্তে থাকা রবি বিষ্ণুই উইকেট থেকে অনেকটা বেরিয়ে এলেও মানকাডিংয়ের সুযোগ কাজে লাগাতে পারেননি হার্শাল, যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। শেষ বল থেকে বাই রান নিয়ে আবেশ খান লক্ষ্ণৌকে এনে দেন ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়। আইপিএলের ইতিহাসে দ্বিতীয়বার শেষ বলে ১ উইকেটের জয়ের ঘটনা ঘটেছে। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়ে লক্ষ্ণৌ।
লক্ষ্ণৌর রোমাঞ্চকর জয়ের আগের দিনই এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখা গেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত পরশু রূপকথার মতো জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। গুজরাট টাইটান্সের বাঁহাতি পেসার যশ দয়ালকে টানা ৫ ছক্কা মেরে অবিশ্বাস্য জয় এনে দেন রিংকু সিং। এমন জয়ের পর সামাজিক মাধ্যমে চলতে থাকে রিংকু বন্দনা। তাতে আইপিএল ইতিহাসে শেষ ওভারে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি নিজেদের করে নেয় কলকাতা। এই ম্যাচে বিফলে যায় রশিদ খানের হ্যাটট্রিক। আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর—এই তিন ব্যাটারকে ফিরিয়ে আইপিএলে গুজরাট টাইটান্সের প্রথম হ্যাটট্রিক এনে দেন রশিদ। আইপিএলের ইতিহাসে যা ২২তম হ্যাটট্রিক।
রশিদের মতো গত পরশু যন্ত্রণায় পুড়েছেন শিখর ধাওয়ানও। দিনের অপর ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে পাঞ্জাব কিংস ৯ উইকেটে করে ১৪৩ রান। সতীর্থদের ব্যর্থতায় অধিনায়ক ধাওয়ান অপরাজিত থাকেন ৯৯ রানে। পাঞ্চাবও হেরেছে এই ম্যাচ। ১৭ বল আগে ৮ উইকেটের বিশাল জয় পায় হায়দরাবাদ।
‘চমক’ শব্দ যেন ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শেষ ওভারের নাটকীয়তা এখন যেন ‘ডালভাত।’ অবিশ্বাস্য এসব ঘটনা দেখে কেউ কেউ বলছেন এবারের আইপিএল যেন ‘ইনক্রেডিবল প্রিমিয়ার লিগ’!
গতকাল চিন্নস্বামী স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস শেষ বলে জয়ের দেখা পেয়েছে, যেখানে বেঙ্গালুরুর ২১৩-এর লক্ষ্য তাড়া করতে নেমে একটা পর্যায়ে লক্ষ্ণৌর জয় সহজই মনে হচ্ছিল। শেষ ওভারে জয়ের জন্য লক্ষ্ণৌর দরকার ছিল ৫ রান, হাতে ছিল ৩ উইকেট। নাটকীয়তার শুরু এখান থেকেই। শেষ ওভার বোলিংয়ে এসে ২ উইকেট নিয়ে বেঙ্গালুরুকে ম্যাচে ফেরান হার্শাল প্যাটেল। শেষ বলে যখন ১ রান দরকার, তখন ঘটে আরও চমকপ্রদ ঘটনা। নন স্ট্রাইক প্রান্তে থাকা রবি বিষ্ণুই উইকেট থেকে অনেকটা বেরিয়ে এলেও মানকাডিংয়ের সুযোগ কাজে লাগাতে পারেননি হার্শাল, যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। শেষ বল থেকে বাই রান নিয়ে আবেশ খান লক্ষ্ণৌকে এনে দেন ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়। আইপিএলের ইতিহাসে দ্বিতীয়বার শেষ বলে ১ উইকেটের জয়ের ঘটনা ঘটেছে। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়ে লক্ষ্ণৌ।
লক্ষ্ণৌর রোমাঞ্চকর জয়ের আগের দিনই এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখা গেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত পরশু রূপকথার মতো জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। গুজরাট টাইটান্সের বাঁহাতি পেসার যশ দয়ালকে টানা ৫ ছক্কা মেরে অবিশ্বাস্য জয় এনে দেন রিংকু সিং। এমন জয়ের পর সামাজিক মাধ্যমে চলতে থাকে রিংকু বন্দনা। তাতে আইপিএল ইতিহাসে শেষ ওভারে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি নিজেদের করে নেয় কলকাতা। এই ম্যাচে বিফলে যায় রশিদ খানের হ্যাটট্রিক। আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর—এই তিন ব্যাটারকে ফিরিয়ে আইপিএলে গুজরাট টাইটান্সের প্রথম হ্যাটট্রিক এনে দেন রশিদ। আইপিএলের ইতিহাসে যা ২২তম হ্যাটট্রিক।
রশিদের মতো গত পরশু যন্ত্রণায় পুড়েছেন শিখর ধাওয়ানও। দিনের অপর ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে পাঞ্জাব কিংস ৯ উইকেটে করে ১৪৩ রান। সতীর্থদের ব্যর্থতায় অধিনায়ক ধাওয়ান অপরাজিত থাকেন ৯৯ রানে। পাঞ্চাবও হেরেছে এই ম্যাচ। ১৭ বল আগে ৮ উইকেটের বিশাল জয় পায় হায়দরাবাদ।
ইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আক্রমণ তো নতুন কিছু নয়। চোখ কান খোলা রাখলেই এসব ঘটনা জানা যায়। লা লিগায় গত রাতে বার্সেলোনার ফুটবলার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। কলিসিয়াম স্টেডিয়ামে গত রাতে লা লিগায় ম্যাচে মুখোমুখি হয়েছে হেতাফে ও বার্সেলোনা। হেতাফে-বার্সা ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা....
৫ মিনিট আগেসাদা বলের ক্রিকেটে জাতীয় দলের লোয়ার অর্ডারের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন জাকের আলী অনিক। গত বিপিএলে মিডল ও লোয়ার অর্ডারে ইমপ্যাক্টফুল ব্যাটিং তাঁকে জাতীয় দলে জায়গা করে দেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই। ওয়েস্ট ইন্ডিজে দারুণ একটা সফরের পর চলতি বিপিএলেও চেষ্টা করছেন....
১ ঘণ্টা আগেঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১৪ ঘণ্টা আগে