ক্রীড়া ডেস্ক
আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হেরে সেমিফাইনালের আশা কার্যত শেষ সাকিবদের। প্রথম দুই ম্যাচ জিতলেও শেষ চার ম্যাচে হেরে একই অবস্থা পাকিস্তানেরও। তারপরও ম্যাচটা যখন বাংলাদেশ-পাকিস্তানের; কিছু গুরুগম্ভীর প্রশ্ন সাকিবের কাছে রেখেছিলেন সাংবাদিকেরা।
কিন্তু এমন পরিস্থিতিতেও সংবাদ সম্মেলন শেষ করে গেলেন হাসি দিয়ে। চেয়ার থেকে উঠে দাঁড়ানোর আগে সবাইকে হাসালেন। বললেন, ‘মাঝে মাঝে হাসির দরকার আছে।’
সাম্প্রতিক পারফরম্যান্স যাই হোক না কেন, ইডেনে বলতে গেলে অপ্রতিরোধ্য পাকিস্তান। এই মাঠে ছয়টি ওয়ানডে খেলে তারা হেরেছে মাত্র এক ম্যাচ। ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ জয় তাদের। তবে দীর্ঘদিন ধরে এখানে খেলা হয় না তাদের। সাংবাদিকেরা সাকিবের কাছে জানতে চেয়েছিলেন, ইডেনের অপ্রতিরোধ্য পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের কৌশল। ভারতের মাটিতে বাংলাদেশের সিরিজ না খেলার প্রসঙ্গটিও এলো সঙ্গে। বাংলাদেশ অধিনায়ক এ ব্যাপারে বলেছেন, ‘যাদের আইপিএল খেলেছে, আমি, মোস্তাফিজ ও লিটনের ধারণা আছে। যারা খেলেনি তাদের তো আসলে ধারণা নেই। তাতে খুব বেশি কিছু যে হবে তা আমি বলব না। যদি ওদের (পাকিস্তান) কোচ বলে থাকেন, দুই দলের কাছে অপরিচিত কন্ডিশন, শেষ ১০-১৫ বছরে এখানে খুব একটা খেলা হয়নি। সেদিক থেকে আমাদের খুব একটা পরিচিত জায়গা আমাদের না, যদিও কাছাকাছি দেশ।’
এরপরই জানতে চাওয়া হয়, পাকিস্তানের টানা হার বাংলাদেশের জন্য সুবিধার হবে কি না এই ম্যাচে। তখনই সাকিব হেসে বলেন, ‘ওরাও বলতে পারে, আমরা পাঁচ ম্যাচ হেরেছি। এটা ওদের জন্য সুবিধাজনক। কি বলব, আপনি বলেন।’ এরপর হেসে হেসে বলেন, ‘মাঝে মাঝে হাসির দরকার আছে।’
আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হেরে সেমিফাইনালের আশা কার্যত শেষ সাকিবদের। প্রথম দুই ম্যাচ জিতলেও শেষ চার ম্যাচে হেরে একই অবস্থা পাকিস্তানেরও। তারপরও ম্যাচটা যখন বাংলাদেশ-পাকিস্তানের; কিছু গুরুগম্ভীর প্রশ্ন সাকিবের কাছে রেখেছিলেন সাংবাদিকেরা।
কিন্তু এমন পরিস্থিতিতেও সংবাদ সম্মেলন শেষ করে গেলেন হাসি দিয়ে। চেয়ার থেকে উঠে দাঁড়ানোর আগে সবাইকে হাসালেন। বললেন, ‘মাঝে মাঝে হাসির দরকার আছে।’
সাম্প্রতিক পারফরম্যান্স যাই হোক না কেন, ইডেনে বলতে গেলে অপ্রতিরোধ্য পাকিস্তান। এই মাঠে ছয়টি ওয়ানডে খেলে তারা হেরেছে মাত্র এক ম্যাচ। ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ জয় তাদের। তবে দীর্ঘদিন ধরে এখানে খেলা হয় না তাদের। সাংবাদিকেরা সাকিবের কাছে জানতে চেয়েছিলেন, ইডেনের অপ্রতিরোধ্য পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের কৌশল। ভারতের মাটিতে বাংলাদেশের সিরিজ না খেলার প্রসঙ্গটিও এলো সঙ্গে। বাংলাদেশ অধিনায়ক এ ব্যাপারে বলেছেন, ‘যাদের আইপিএল খেলেছে, আমি, মোস্তাফিজ ও লিটনের ধারণা আছে। যারা খেলেনি তাদের তো আসলে ধারণা নেই। তাতে খুব বেশি কিছু যে হবে তা আমি বলব না। যদি ওদের (পাকিস্তান) কোচ বলে থাকেন, দুই দলের কাছে অপরিচিত কন্ডিশন, শেষ ১০-১৫ বছরে এখানে খুব একটা খেলা হয়নি। সেদিক থেকে আমাদের খুব একটা পরিচিত জায়গা আমাদের না, যদিও কাছাকাছি দেশ।’
এরপরই জানতে চাওয়া হয়, পাকিস্তানের টানা হার বাংলাদেশের জন্য সুবিধার হবে কি না এই ম্যাচে। তখনই সাকিব হেসে বলেন, ‘ওরাও বলতে পারে, আমরা পাঁচ ম্যাচ হেরেছি। এটা ওদের জন্য সুবিধাজনক। কি বলব, আপনি বলেন।’ এরপর হেসে হেসে বলেন, ‘মাঝে মাঝে হাসির দরকার আছে।’
লক্ষ্যটা একটু বড়ই ছিল খুলনা টাইগার্সের। গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরির সুবাদে চিটাগং কিংস জয়ের জন্য ২০১ রানের রক্ষ্য দিয়েছিল খুলনাকে। যে ব্যাটিংয়ে এসে ৯ উইকেটে তারা তুলতে পারে ১৫৫ রান। তাতে চিটাগংয়ের জয় ৪৫ রানে।
৭ ঘণ্টা আগেবয়স মাত্র ২৩। এই বয়সেই খেলে ফেলেছেন ১১টি গ্র্যান্ড স্লাম। অবশ্য ইভা লিসের গ্র্যান্ড স্লাম মানেই প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া। শুধু একবারই প্রথম রাউন্ডের বৈতরণি পেরিয়ে উঠেছিলেন দ্বিতীয় রাউন্ডে। এবং সেটি ২০২৩ সালে ইউএস ওপেনে।
৯ ঘণ্টা আগেখো খো বিশ্বকাপে ছেলে ও মেয়ে দুই বিভাগ থেকেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার ভারতের নয়াদিল্লিতে হবে সেমিফাইনালে ওঠার লড়াই। যেখানে পুরুষ দলের প্রতিপক্ষ নেপাল এবং নারী বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
৯ ঘণ্টা আগেঢাকা ক্যাপিটালকে সহজেই হারিয়ে ছেলে আরহামকে নিয়ে তামিম ইকবাল ঠিক সময়েই চলে গিয়েছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চে। সেই ভিডিও এরই মধ্যে রিলস হিসেবে ফেসবুক নিজেদের পেজে প্রকাশও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম কোথায়?
১০ ঘণ্টা আগে