পাকিস্তানে আরেকটি ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ১৮৫ রান

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৩২

চলতি রাওয়ালপিন্ডি টেস্ট ড্র হলেও সিরিজ বাংলাদেশের। তবে ড্র করে নয়, দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জেতার সুযোগ বাংলাদেশের। এর জন্য চাই ১৮৫ রান। এই রান করতে পারলে এই প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার কৃতিত্ব বাংলাদেশের। এবার সেই তালিকায় যুক্ত হবে পাকিস্তান।

লাঞ্চের আগেই ৬ উইকেট খুইয়ে ফেলা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট। লিডসহ স্কোর দাঁড়ায় ১৮৪ রান। জিততে হলে বাংলাদেশকে আজকের খেলার বাকি সময় ও আগামীকালের তিন সেশনে এই রান টপকাতে হবে বাংলাদেশকে। ব্যাটারদের ব্যাট বল নিচু হয়ে আসছে, মাটিতে পড়ার পর স্কিডও করছে, তাই লক্ষ্যটা ছোট হলেও দেখে শুনে খেলার বিকল্প নেই সফরকারী ব্যাটারদের।

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনে ব্যাটারদের শাসন করেছেন নাহিদ রানা ও তাসকিন আহমেদ। নাহিদ ফেরান শান মাসুদ (২৮), বাবর আজম (১১) ও সৌদ শাকিলকে (২)। নাহিদের এই বিধ্বংসী হয়ে ওঠার আগে তাসকিন ফেরান সাইম আইয়ুবকে। দিনের নবম ওভারে ৩৫ বলে ২০ রান করা সাইম আইয়ুবকে ফিরিয়ে দেন। তাঁকে খেলতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দিয়েছিলেন আইয়ুব। বাঁদিকে ডাইভ দিয়ে দারুণভাবে ক্যাচ লুফে নেন নাজমুল হাসান শান্ত।

লাঞ্চ বিরতির পরও স্বাগতিক ব্যাটারদের ওপর চাপ ধরে রাখে বাংলাদেশ। এক্ষেত্রে এগিয়ে আসেন আরেক পেসার হাসান মাহমুদ। পরপর দুই বলে তিনি ফিরিয়ে পাকিস্তানের ব্যাটিং নির্ভরতা মোহাম্মদ রিজওয়ান (৪৩) ও মোহাম্মদ আলীকে (০)। মির হামজাকে (৪) ফিরিয়ে হাসানই ইতি টানেন পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে। টেস্টে এক ইনিংসে এই প্রথমবার নিয়েছেন ৫ উইকেট। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে হাসানের বোলিং বিশ্লেষণ—১০.৪-১-৪৩-৫!

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত