মিরপুরে দিল্লির স্মৃতি ফেরালেন মিরাজ, তবে...

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬: ৫১
Thumbnail image
টাইমড আউট হয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটছিলেন ও’কনেল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দারুণ শুরু করেছে খুলনা টাইগার্স। নিজেদের প্রথম ম্যাচে আজ তারা ৩৭ রানে হারিয়েছে চিটাগং কিংসকে। জয়ের পাশাপাশি এই ম্যাচে দিল্লির স্মৃতি ফেরালেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইমড আউট’র ফাঁদে ফেলে তর্ক-বিতর্কের ঝড় তুলেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম মিরাজও টাইমড আউটের আবেদন করলেন। আম্পায়ার আউটও দিলেন। কিন্তু তারপরও হয়েছে নাটকীয়তা। ইনিংসের সপ্তম ওভারে এলবিডব্লিউর ফাঁদে চিটাগংয়ের মিডল অর্ডার ব্যাটার হায়দার আলীকে ফেরান মোহাম্মদ নওয়াজ। কিন্তু চিটাগং কিংসের ড্রেসিংরুম থেকে নতুন ব্যাটার মাঠে প্রবেশ করতে লাগল বেশ কিছুক্ষণ সময়। অপেক্ষার পর মাঠে ঢোকেন টম ও’কনেল।

বৈশ্বিক টি-টোয়েন্টি ক্রিকেটের নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার আউট হওয়ার পর ৯০ সেকেন্ডের মধ্যে নতুন ব্যাটারকে ব্যাটিংয়ের জন্য মাঠে থাকতে হবে। সেই সময় অতিক্রম করে মাঠে ঢোকেন ও’কনেল। টাইমড আউটের আবেদন করে খুলনা টাইগার্স। আম্পায়ার তো আউট দিতে বাধ্য। আবার কোনো বল না খেলেই আবার ড্রেসিংরুমে ফিরতে যাচ্ছিলেন।

টিভি স্ক্রিনে দেখা যায়, ড্রেসিংরুমের দরজার সামনে তাড়াহুড়ো করে আরেক ব্যাটার মোহাম্মদ ওয়াসিম ব্যাট-প্যাড-গ্লাভস পরে তৈরি হচ্ছেন মাঠে নামার জন্য। ও’কনেলকেও দেখা যায় বারবার পেছন ফিরে কিছু বলতে। তখনই আবার আবেদন প্রত্যাহার করে নেন খুলনার অধিনায়ক মিরাজ।

কিন্তু মাঠে নেমেই মনস্তাত্ত্বিক খেলায় হেরে গেলেন ও’কনেল। ব্যাটিংয়ের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন। হায়দার আলী আউট হওয়ার পরের বলেই ‘গোল্ডেন ডাক’ মেরে আউট হন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ক্যাচও নিয়েছেন মিরাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত