চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে সাকিবের জন্য চেষ্টা করবে বিসিবি, তামিমও...

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ২১: ৪৪
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ২২: ০৮
Thumbnail image
সাকিব আল হাসানের জন্য লাগবে মন্ত্রণালয়ের নির্দেশনা। ছবি: এএফপি

গত বছরের অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট সংস্করণ থেকে অবসরের ইচ্ছের কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। সে ইচ্ছে অবশ্য পূরণ হয়নি তাঁর মাঠের বাইরের বিভিন্ন ইস্যুর কারণে। সরকারের পক্ষে থেকে পাননি দেশে ফেরার সবুজসংকেত। সবশেষ ভারত সফরে খেলেছিলেন এই অলরাউন্ডার। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আসন্ন ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে পাওয়ার চেষ্টা করবেন তাঁরা।

আজ মিরপুর শেরেবাংলায় সংবাদমাধ্যমকে ফারুক বলেন, ‘একটা ছেলে ১৭ বছর ধরে খেলছে, এত পারফর্ম করেছে। আমি চেয়েছিলাম তার বিদায়টা ভালো হোক। সেটা হয়নি... এখন যে অবস্থা, গত কয়েকটি সিরিজ সে খেলেনি, সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিল না। তার জন্য কঠিন (চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা)। সাকিবের সঙ্গে আমার নিয়মিতই কথা হতো। গত কিছুদিনে কথা হয়নি। সে অবশ্যই খেলতে চায়। এই বিপিএলের মধ্যেই ওকে নিয়ে কিছু একটা করতে হবে। সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়নস ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।’

তবে সাকিবকে ফেরাতে হলে আগে মন্ত্রণালয়ের নির্দেশনা লাগবে বলে জানিয়েছেন ফারুক। তবে বিসিবির পক্ষ থেকে কোনো বাধা নেই। বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব এখনো অবসর নেয়নি। চেষ্টা না। সাকিব যদি অবসর নিত তাহলে বলা যেত আর নাই। ওর যে ইস্যুগুলো আছে, সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে, কীভাবে ওটা কী করা যায়। আর বোর্ড বা এটা আমার সহায়তা করার ব্যাপার না। আগেও বলেছি, এখনো বলছি।’

সরকারের নির্দেশনার কথা উল্লেখ করে ফারুক বলেন, ‘ওটা শুধুমাত্র সরকারের পক্ষ থেকে যদি কোনো নির্দেশনা আসে। ওর যে সমস্যাগুলো আছে, সেগুলো যদি ঠিক করতে পারে, তাহলেই আমার মনে হয় একটা সিদ্ধান্ত আসতে পারে। তারপরে তার ফিটনেস, মানসিক অবস্থা (দেখা হবে)। তারপর নির্বাচক কমিটি আছে, সিদ্ধান্ত নেবে।’

গত বছরের অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন সাকিব। কিন্তু শেষ মুহূর্তে সরকারের নির্দেশনা না পেয়ে দুবাই থেকে ফিরতে হয়েছিল তাঁকে। আগামী ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তান ও দুবাইয়ে হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচে খেলবে ভারতের বিপক্ষে। ২৪ ও ২৬ ফেব্রুয়ারি পরের দুটি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে।

বিসিবি সভাপতি কথা বললেন তামিম ইকবালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা নিয়েও, ‘তামিমের সঙ্গে আলোচনা হতে হবে ওয়ান টু ওয়ান। সরাসরি কথা বলতে হবে। সে যেভাবে পারফর্ম করছে, এখনো যেভাবে খেলছে, আপনি তাকে দলে দেখতে চাইতেন পারেন। ফিটনেস একটা ব্যাপার অবশ্যই। তবে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো পারফরম্যান্স। সে যদি এভাবে পারফর্ম করতে থাকে, তারপর নির্বাচক যদি মনে করেন তাকে দরকার। তখন ফিল্ডিংয়ে তাকে কীভাবে আড়াল করা যায় বা কোনোভাবে দলে সেট করা যায় কি না, এসব নির্বাচকেরা ভেবে দেখতে পারেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত