পাকিস্তান দলে ফিরলেন সাজিদ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৮: ০১
Thumbnail image
ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজসেরা হয়েছিলেন সাজিদ। ছবি: এএফপি

অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ৯ বছর পর টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। নোমান আলী ও সাজিদ খানের ঘূর্ণি জাদুতে নাকাল হয়েছিলেন ইংলিশ ব্যাটাররা। দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন সাজিদ। কিন্তু ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে পরের টেস্ট সিরিজ থেকেই বাদ পড়েন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য স্পষ্ট করেছিল, কন্ডিশন-কম্বিনেশনের কারণেই দক্ষিণ আফ্রিকা সফরে রাখা হয়নি সাজিদকে।

সাজিদের জন্য সুখবর, নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের দলে আবারও সুযোগ পেয়েছেন সাজিদ। গতকাল ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা করেছে পিসিবি। ১৫ সদস্যের দলে আনা হয়েছে ৭টি পরিবর্তন। দক্ষিণ আফ্রিকা সফরের দল থেকে আমের জামাল, মোহাম্মদ আব্বাস, মীর হামজা ও নাসিম শাহকে ওয়ার্কলোড বিবেচনায় বিশ্রাম দেওয়া হয়েছে। ছন্দ হারিয়ে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক। সাইম আইয়ুব ও হাসিবুল্লাহ চোটের কারণে নেই এই সিরিজে।

দলে নতুন মুখ হিসেবে প্রথমবার সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার রোহাইল নাজির। ২৩ বছর বয়সী রোহাইল এর আগে পাকিস্তানের হয়ে তিন টি-টোয়েন্টি খেলেছেন। ৪০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। রান করেছেন ১৬২৩। সাজিদ খানের পাশাপাশি ফেরানো হয়েছে আবরার আহমেদ, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ আলী, কাশিফ আলীকে। সাইম আইয়ুব চোটে পড়ায় এক বছর পর টেস্ট দলে ফেরানো হয়েছে ইমাম-উল হককে। সব শেষ ২০২৩ সালের ডিসেম্বর অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলেছেন এই ওপেনার।

আগামী ১৭ জানুয়ারি শুরু হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। ২৫ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। দুটি টেস্টই হবে মুলতানে।

পাকিস্তানের টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আবরার আহমেদ, বাবর আজম, ইমাম-উল হক, কামরান গুলাম, কাশিফ আলী, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নুমান আলী, রোহাইল নাজির, সাজিদ খান ও সালমান আলী আগা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত