ক্রীড়া ডেস্ক
এবারের বিশ্বকাপে দীর্ঘ এক যুগের অপেক্ষা ফুরানোর মিশনে নেমেছে ভারত। সর্বশেষ ২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় সেই সুযোগ থাকছে তাদের। এ জন্য চ্যাম্পিয়নের অন্যতম দাবিদারও ধরা হয়েছে স্বাগতিকদের।
নিজেদের মাটিতে শুরুটাও দুর্দান্ত করেছে ভারত। এখন পর্যন্ত চার ম্যাচের প্রতিটিতেই জিতেছে তারা। এতে করে বিশ্বকাপে এখন দুর্দান্ত সময় কাটছে ভারতের। এমন সময়ের জন্য অনেকেই বিশ্বকাপ শুরুর আগেই শুভকামনা জানিয়েছেন স্বাগতিকদের। অনেকের মতো শুরুতে জানাতে না পারলেও বিশ্বকাপের তিন ভাগের এক ভাগ শেষ হওয়ার সময় ভারতকে শুভকামনা জানিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। সঙ্গে ভারতে এসে ম্যাচ দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন ফিফা সভাপতি।
বিশ্বকাপ উপলক্ষে সামাজিক মাধ্যমে এক ভিডিও দিয়ে সম্প্রতি ভারতকে শুভকামনা জানিয়েছেন ইনফান্তিনো। ভারতের বিশ্বকাপ জার্সি হাতে নিয়ে ভিডিওতে তিনি বলেছেন, ‘আমরা এখন ভারতে। ক্রিকেট বিশ্বকাপ চলছে। এটি হচ্ছে ভারতের জার্সি। তাই সবাই ভারতীয়। তাদের মাটিতে রোমাঞ্চকর ক্রিকেট বিশ্বকাপ আয়োজন হওয়ায় আমরা ভারতকে সমর্থন করব। শুভকামনা ভারত।’
আয়োজক ভারতকে আলাদাভাবে জানালেও বাকি দলগুলোকেও শুভকামনা জানাতে ভুল করেননি ইনফান্তিনো। সঙ্গে বিশ্বকাপে ম্যাচ দেখার জন্য উন্মুখ আছেন বলে জানিয়েছেন তিনি। ফিফা সভাপতি বলেছেন, ‘আর অবশ্যই বাকি দলগুলোর প্রতিও শুভকামনা। একটি বৃহৎ ক্রীড়া এবং অসাধারণ ক্রিকেট উদ্যাপনের মুহূর্ত। সেখানে গিয়ে একটি ম্যাচ দেখার জন্য উন্মুখ আছি। দেখা যাক। বিদায়।’
এবারের বিশ্বকাপে দীর্ঘ এক যুগের অপেক্ষা ফুরানোর মিশনে নেমেছে ভারত। সর্বশেষ ২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় সেই সুযোগ থাকছে তাদের। এ জন্য চ্যাম্পিয়নের অন্যতম দাবিদারও ধরা হয়েছে স্বাগতিকদের।
নিজেদের মাটিতে শুরুটাও দুর্দান্ত করেছে ভারত। এখন পর্যন্ত চার ম্যাচের প্রতিটিতেই জিতেছে তারা। এতে করে বিশ্বকাপে এখন দুর্দান্ত সময় কাটছে ভারতের। এমন সময়ের জন্য অনেকেই বিশ্বকাপ শুরুর আগেই শুভকামনা জানিয়েছেন স্বাগতিকদের। অনেকের মতো শুরুতে জানাতে না পারলেও বিশ্বকাপের তিন ভাগের এক ভাগ শেষ হওয়ার সময় ভারতকে শুভকামনা জানিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। সঙ্গে ভারতে এসে ম্যাচ দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন ফিফা সভাপতি।
বিশ্বকাপ উপলক্ষে সামাজিক মাধ্যমে এক ভিডিও দিয়ে সম্প্রতি ভারতকে শুভকামনা জানিয়েছেন ইনফান্তিনো। ভারতের বিশ্বকাপ জার্সি হাতে নিয়ে ভিডিওতে তিনি বলেছেন, ‘আমরা এখন ভারতে। ক্রিকেট বিশ্বকাপ চলছে। এটি হচ্ছে ভারতের জার্সি। তাই সবাই ভারতীয়। তাদের মাটিতে রোমাঞ্চকর ক্রিকেট বিশ্বকাপ আয়োজন হওয়ায় আমরা ভারতকে সমর্থন করব। শুভকামনা ভারত।’
আয়োজক ভারতকে আলাদাভাবে জানালেও বাকি দলগুলোকেও শুভকামনা জানাতে ভুল করেননি ইনফান্তিনো। সঙ্গে বিশ্বকাপে ম্যাচ দেখার জন্য উন্মুখ আছেন বলে জানিয়েছেন তিনি। ফিফা সভাপতি বলেছেন, ‘আর অবশ্যই বাকি দলগুলোর প্রতিও শুভকামনা। একটি বৃহৎ ক্রীড়া এবং অসাধারণ ক্রিকেট উদ্যাপনের মুহূর্ত। সেখানে গিয়ে একটি ম্যাচ দেখার জন্য উন্মুখ আছি। দেখা যাক। বিদায়।’
এটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
৩৬ মিনিট আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৪ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৪ ঘণ্টা আগে