মোস্তাফিজদের আয়না দেখতে বললেন সৌরভ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৫: ৩৩
Thumbnail image

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয় যেন দিল্লি ক্যাপিটালসের কাছে ‘সোনার হরিণ।’ টুর্নামেন্টে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি দিল্লি। বিপর্যস্ত এই অবস্থা থেকে দিল্লিকে ঘুরে দাঁড়ানোর টোটকা দিলেন সৌরভ গাঙ্গুলী।

এবারের আইপিএলে চার ম্যাচের চারটিতেই হেরে টুর্নামেন্ট শুরু করে দিল্লি। ব্যাটিং-বোলিং কোনোটিতেই দিল্লি পারছে না আশানুরূপ পারফরম্যান্স করতে। অধিনায়ক ডেভিড ওয়ার্নার রান সংগ্রাহকের তালিকায় সেরা দুইয়ে থাকলেও তার ব্যাটিং নিয়ে হচ্ছে সমালোচনা। ৪ ম্যাচে ১১৪.৬৮ স্ট্রাইকরেটে করেছেন ২০৯ রান। বিদেশি ক্রিকেটারদের মধ্যে রাইলি রুশো, রোভমান পাওয়েলরা ছন্দে নেই কেউই। এক ম্যাচ সুযোগ পেয়েও নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছেন মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেটাররাও পারছেন না প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে। পরশু দিল্লি ক্যাপিটালস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজতে হবে নিজেকে। অনেক দিন খেললে এমন বাজে সময় আসেই। তখন উচিত নিজের ঘরে গিয়ে আয়না দেখা এবং নিজেকে প্রশ্ন করা যে কীভাবে পরিবর্তন করা যায়।’

গত পরশু অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস-মুম্বাই ইন্ডিয়ান্স। ১৭২ রান করেও শেষ বলের রোমাঞ্চে হেরে যায় দিল্লি। যেখানে অক্ষর প্যাটেল ২৫ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ব্যাটিংয়ে আরও বেশি রান হওয়া উচিত ছিল বলে মনে করেন সৌরভ। দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট বলেন, ‘আমাদের আরও ভালো ব্যাটিং করতে হবে। অক্ষরের দুর্দান্ত ব্যাটিংয়েই ১৭০ এর বেশি রান হয়েছে। বাকিদেরও এগিয়ে আসতে হবে।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত