নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইনালের সময় ঘনিয়ে আসছে, রংপুর রাইডার্স তখন ঘোর অনিশ্চয়তায়, চরম অস্বস্তিতে। তাদের চিন্তা ঠিকঠাক একাদশ গড়া নিয়ে—বিসিবির এনওসি বা অনাপত্তিপত্র না থাকায় তারা ফাইনালে সৌম্য সরকার, আফিফ হোসেন, রিশাদ হোসেনকে খেলাতে পারবে না। গায়না গ্লোবাল সুপার লিগের ফাইনালের ঠিক ২ ঘণ্টা আগে জটিলতার নিরসন হয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়নও হয়েছে রংপুর।
আজ বাংলাদেশ সময় সকালে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে বাংলাদেশের রংপুরের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া। ফাইনালের আগে রংপুরের হয়ে খেলা সৌম্য, রিশাদ আর আফিফের চলে যাওয়ার কথা ছিল সেন্ট কিটসে জাতীয় দলে যোগ দিতে। গতকাল তাঁরা আর গায়ানা থেকে সেন্ট কিটসে যাওয়ার ফ্লাইট পায়নি। যেহেতু রংপুরের সঙ্গেই ছিলেন তিন ক্রিকেটার, বিসিবির সঙ্গে অবিরত যোগাযোগ করে শেষ পর্যন্ত তাঁদের খেলানোর অনুমতি পেয়ে যায় টিম ম্যানেজমেন্ট ।
ফাইনালের পর দলের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল গায়না থেকে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ওরা যেহেতু ফ্লাইট পায়নি, মাঠেই ছিল, পরে ফারুক ভাই (বিসিবি সভাপতি) অনুমতি দিয়েছেন। ফারুক ভাই বলেছেন তাহলে তোমরা চ্যাম্পিয়ন হয়ে ফেরো।’
রংপুর দলের ম্যানেজার আহসানুর রহমান মল্লিক রনি বললেন ম্যাচের সোয়া ২ ঘণ্টা আগে জটিলতা নিরসনের পুরো প্রক্রিয়াটা, ‘প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছিল বোর্ড পরিচালকদের সঙ্গে। পরে বোর্ড সভাপতির সঙ্গে কথা হয় আমাদের। একটা পর্যায়ে বাংলাদেশ কোচ ফিল সিমন্সের সঙ্গেও কথা হয়েছে। গ্লোবাল সুপার লিগের টুর্নামেন্ট ডিরেক্টরও কথা বলেছেন বিসিবির সঙ্গে। একপর্যায়ে বিসিবি সভাপতি আমাদের অনুমতি দিয়েছেন। আমরা অনেক টেনশনে ছিলাম। একাদশ সাজাতে বিকল্প হিসেবে স্থানীয় একজন ক্রিকেটারও নিয়ে রেখেছিলাম।’
সব চিন্তা-উদ্বেগ দূর হয়েছে রংপুরের। সৌম্য সরকারের অপরাজিত ৮৬ রানের দুর্দান্ত ইনিংসে চড়ে বাংলাদেশের কোনো দল হিসেবে আন্তর্জাতিক কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছে রংপুর। আর চ্যাম্পিয়ন হওয়ার পরই গায়ানার স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় আজ দুপুর ২টা) জাতীয় দলের ডাকে সাড়া দিতে সৌম্য, আফিফ ও রিশাদ ধরছেন সেন্ট কিটসের ফ্লাইট। তাঁরা স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় আজ রাত ১০টা) সেন্ট কিটসে পৌঁছাবেন। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে কাল।
ফাইনালের সময় ঘনিয়ে আসছে, রংপুর রাইডার্স তখন ঘোর অনিশ্চয়তায়, চরম অস্বস্তিতে। তাদের চিন্তা ঠিকঠাক একাদশ গড়া নিয়ে—বিসিবির এনওসি বা অনাপত্তিপত্র না থাকায় তারা ফাইনালে সৌম্য সরকার, আফিফ হোসেন, রিশাদ হোসেনকে খেলাতে পারবে না। গায়না গ্লোবাল সুপার লিগের ফাইনালের ঠিক ২ ঘণ্টা আগে জটিলতার নিরসন হয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়নও হয়েছে রংপুর।
আজ বাংলাদেশ সময় সকালে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে বাংলাদেশের রংপুরের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া। ফাইনালের আগে রংপুরের হয়ে খেলা সৌম্য, রিশাদ আর আফিফের চলে যাওয়ার কথা ছিল সেন্ট কিটসে জাতীয় দলে যোগ দিতে। গতকাল তাঁরা আর গায়ানা থেকে সেন্ট কিটসে যাওয়ার ফ্লাইট পায়নি। যেহেতু রংপুরের সঙ্গেই ছিলেন তিন ক্রিকেটার, বিসিবির সঙ্গে অবিরত যোগাযোগ করে শেষ পর্যন্ত তাঁদের খেলানোর অনুমতি পেয়ে যায় টিম ম্যানেজমেন্ট ।
ফাইনালের পর দলের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল গায়না থেকে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ওরা যেহেতু ফ্লাইট পায়নি, মাঠেই ছিল, পরে ফারুক ভাই (বিসিবি সভাপতি) অনুমতি দিয়েছেন। ফারুক ভাই বলেছেন তাহলে তোমরা চ্যাম্পিয়ন হয়ে ফেরো।’
রংপুর দলের ম্যানেজার আহসানুর রহমান মল্লিক রনি বললেন ম্যাচের সোয়া ২ ঘণ্টা আগে জটিলতা নিরসনের পুরো প্রক্রিয়াটা, ‘প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছিল বোর্ড পরিচালকদের সঙ্গে। পরে বোর্ড সভাপতির সঙ্গে কথা হয় আমাদের। একটা পর্যায়ে বাংলাদেশ কোচ ফিল সিমন্সের সঙ্গেও কথা হয়েছে। গ্লোবাল সুপার লিগের টুর্নামেন্ট ডিরেক্টরও কথা বলেছেন বিসিবির সঙ্গে। একপর্যায়ে বিসিবি সভাপতি আমাদের অনুমতি দিয়েছেন। আমরা অনেক টেনশনে ছিলাম। একাদশ সাজাতে বিকল্প হিসেবে স্থানীয় একজন ক্রিকেটারও নিয়ে রেখেছিলাম।’
সব চিন্তা-উদ্বেগ দূর হয়েছে রংপুরের। সৌম্য সরকারের অপরাজিত ৮৬ রানের দুর্দান্ত ইনিংসে চড়ে বাংলাদেশের কোনো দল হিসেবে আন্তর্জাতিক কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছে রংপুর। আর চ্যাম্পিয়ন হওয়ার পরই গায়ানার স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় আজ দুপুর ২টা) জাতীয় দলের ডাকে সাড়া দিতে সৌম্য, আফিফ ও রিশাদ ধরছেন সেন্ট কিটসের ফ্লাইট। তাঁরা স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় আজ রাত ১০টা) সেন্ট কিটসে পৌঁছাবেন। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে কাল।
মেয়েদের ক্রিকেটে আর্থিক সুযোগ-সুবিধা বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত ১৮ নারী ক্রিকেটারের বেতন ১০ থেকে ২০ হাজার টাকা বাড়ছে। কেন্দ্রীয় চুক্তির বাইরে আরও ৩০ নারী ক্রিকেটারকে বেতনভুক্ত করা হয়েছে।
৯ ঘণ্টা আগেদুই সপ্তাহের ব্যবধানে ভারত-বাংলাদেশ আবারও ফাইনালে মুখোমুখি। দুবাইয়ের পর কুয়ালালামপুরের বেইউমাস ওভালও অপেক্ষা করে আছে দুই প্রতিবেশী দেশের ক্রিকেট রোমাঞ্চ দেখতে। ৮ ডিসেম্বর দুবাই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতে বাংলাদেশের যুবারা।
১০ ঘণ্টা আগেহেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী। দল গঠন নিয়েই ছিল তাদের নানা শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেও নেই জয়ের দেখা। এখন পর্যন্ত চার ম্যাচ খেলা বন্দর নগরীর ক্লাবটি জেতেনি একটিতেও। আজ তারা ফকিরেরপুলের কাছে হেরেছে ২-০ গোলে।
১২ ঘণ্টা আগেদুবাইয়ে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যুবারা। চ্যাম্পিয়ন যুব দলের ক্রিকেটার ও অফিশিয়ালদের জন্য ৩ লাখ টাকার বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১২ ঘণ্টা আগে