Ajker Patrika

সাকিবকে কেন বুকে জড়িয়ে ধরেছিলেন স্টেইন

ক্রীড়া ডেস্ক
সাকিবকে কেন বুকে জড়িয়ে ধরেছিলেন স্টেইন

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে তাঁদের আরও কিছুদিন লাগবে। বিরতির এ সময়ে এখনো ঘুরেফিরে আসছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে দারুণ খেলা তানজিম সাকিবের কাছে তো প্রসঙ্গটা আরও বেশিই আসার কথা। 

৭ ম্যাচে ১১ উইকেট নিয়েই শুধু নয়, তানজিম সাকিব এবার বিশেষ নজর কেড়েছেন আক্রমণাত্মক বোলিং দিয়ে। তাঁর কখনোই হার না মানার এই মানসিকতা মুগ্ধ করেছে অনেককেই। সেই মুগ্ধ হওয়ার তালিকায় আছেন ডেল স্টেইনও। চট্টগ্রামে টাইগার্স-এইচপির প্রস্তুতির ফাঁকে আজ তানজিম সাকিব সাংবাদিকদের সে কথাই খুলে বললেন, ‘ডেল স্টেইন অনেক প্রশংসা করেছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে।’ 

১০ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন জুনিয়র সাকিব। তাঁর ১৮ রানে ৩ উইকেটের বোলিং বৃথা যায় দল খুব কাছে গিয়ে হেরে যাওয়ায়। সেটা নিয়ে আফসোস থাকলেও মাঠেই তানজিম বিশেষ প্রশংসা পেয়েছিলেন প্রিয় বোলারের কাছ থেকে। বললেন, ‘দক্ষিণ আফ্রিকা ম্যাচে তিনি (স্টেইন) আমাকে দেখে বলছিলেন, ভালো বোলিং করেছ। তখন তাকে বললাম, আপনি আমার শৈশবের নায়ক। তখন তিনি আমাকে জড়িয়ে ধরলেন। ভবিষ্যতের জন্য শুভকামনা।’ 

ওটাই কি তাহলে ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা মুহূর্ত? তানজিম সাকিবের উত্তর, ‘বলতে পারেন (এটা ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত)। তাকে দেখে (আমার) পেস বোলিংয়ে আসা।’ তবে দক্ষিণ আফ্রিকার কাছে হারটা এখনো পোড়ায় তাঁকে, ‘কয়েকটি ম্যাচে দলে অবদান রাখতে পেরেছি, দল কিছু জয়ও পেয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে পারলে আরেকটু ভালো লাগত। সেটা আমার অনেক বড় অর্জন হতো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত