Ajker Patrika

কোহলির সতীর্থ নন, কার্তিকই আবর্জনা

ক্রীড়া ডেস্ক
কোহলির সতীর্থ নন, কার্তিকই আবর্জনা

নিজের কঠিন সময়কে পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন যশ দয়াল। এবারের আইপিএলে বেশ ছন্দেও আছেন। গতকালই যেমন পাঞ্জাব কিংসের বিপক্ষে পাওয়ার প্লেতে প্রথম তিন ওভারে মাত্র ১০ রান দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ে অবদান রেখেছেন। 

এমন দুর্দান্ত বোলিংয়ের জন্য দয়ালের প্রশংসাই করার কথা ধারাভাষ্যকারদের। কিন্তু ধারাভাষ্যকক্ষ থেকে ভিন্ন কিছু করলেন মুরালি কার্তিক। বেঙ্গালুরুর বাঁহাতি পেসারকে আবর্জনা বলে সম্বোধন করেছেন তিনি। যার জন্য এখন সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ভারতের সাবেক স্পিনার। 

গতকাল পাঞ্জাবের বিপক্ষে দয়ালের তৃতীয় ওভার শেষে কার্তিক বলেছেন, ‘এক দলের আবর্জনা এখন আরেক দলের সম্পদ।’ তাঁর এমন মন্তব্যের পর ভারতীয় ক্রিকেটাঙ্গনে এখন ঝড় বইছে। সামাজিক মাধ্যমে কমেডিয়ান ও টেলিভিশন সঞ্চালক দানিশ সেইত লিখেছেন, ‘আপনি কীভাবে বলতে পারেন এক দলের আবর্জনা, আরেক দলের সম্পদ? যশ দয়ালকে অন এয়ার আপনি আবর্জনা বললেন। কিভাবে?’ 

কার্তিককেই আবর্জনা বলেছেন সামাজিক মাধ্যম এক্স ব্যবহারকারী এক নেটিজেন। তিনি লিখেছেন, ‘উপস্থাপক, সঞ্চালক বা ধারাভাষ্যকার হিসেবে মুরালি কার্তিককে মানায় না। এমনকি তিনি ভুল না করে পুরস্কারও দিতে পারেন না, প্রায়ই ক্রিকেটারদের নাম ভুল করেন এবং নারী খেলোয়াড়দের অজ্ঞ মনে করেন। যদি এমন কেউ আবর্জনা থেকেই থাকে তাহলে সেটা কেবল তিনি এবং তিনিই!’ 

কার্তিকের এমন মন্তব্যের জবাব দিয়েছে বেঙ্গালুরুও। দয়ালের ছবি দিয়ে নিজেদের এক্স অ্যাকাউন্টে বিরাট কোহলির দল লিখেছে, ‘সে আমাদের সম্পদ। ঘটনাটা এখনেই শেষ হোক।’ 

সবশেষ আইপিএলে শেষ ওভারে রিংকু সিংয়ের কাছে ৫ ছক্কা খেয়ে খলনায়ক বনে গিয়েছিলেন যশ দয়াল। ম্যাচের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছিলেন সে সময় গুজরাট টাইটানসের পেসার। মানসিকভাবেও কিছুদিন বিপর্যস্ত ছিলেন বলে নিজেই জানিয়েছিলেন দয়াল। সেই ঘটনাকে ইঙ্গিত করেই দয়ালের সমালোচনা করেছিলেন কার্তিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত