নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেস্টের পর টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। এশিয়া কাপে তাঁর নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। এই মহাদেশীয় লড়াই শুরুর আগে অধিনায়ক সাকিবকে নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এতে টুর্নামেন্টে জয়েরও স্বপ্ন দেখছেন তিনি।
আজ মিরপুরে ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ কথা বলেন পাপন। লম্বা সময় ধরে ২০ ওভারের ক্রিকেটে ব্যর্থ বাংলাদেশ। সাফল্য পেতে কাঠামোগত পরিবর্তন আনতে চায় বিসিবি। সেসব বিষয় নিয়েই আলোচনায় বসেছিল তারা।
অনুশীলনের ফাঁকে সাকিবের সঙ্গে কি কথা হয়েছে জানতে চাইলে পাপন বলেছেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, সব খেলোয়াড়ের সঙ্গেই হয়। সোহান, লিটনের সঙ্গেও হয়। আমি তো মোটামুটি সবার সঙ্গে কথা বলি। আজকে এমনিতে জানতে চাচ্ছিলাম ওর কী মনে হচ্ছে। একটা জিনিস দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো সব সময় আত্মবিশ্বাস থাকে। এখন এই আত্মবিশ্বাস থাকাটা জরুরি, মানে জিততে পারব।’
জয়-পরাজয়ের চেয়ে আত্মবিশ্বাসকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বিসিবি প্রধান। পাপনের মতে, ‘হারা-জেতা নিয়ে আমার কথা না, কিন্তু খেলার মধ্যে জিততে পারব বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমি দেখতে পেয়েছি, আমি খুশি। ওখানে অপশন কী হতে পারে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে হারা-জেতা বড় কথা না, এবার ভালো খেলার চেষ্টা করবে।’
বৈঠকে কি ধরনের আলোচনা হয়েছিল তা নিয়ে পাপনের ব্যাখ্যা, ‘টি-টোয়েন্টিতে আমরা শক্তিশালী না। কি করা যায় এটা নিয়ে ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। পুরো মানসিকতা, চিন্তাধারা সবকিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি এই এশিয়া কাপে। আমরা দেখতে চাই নতুন করে শুরু করা যায় কিনা।’
টেস্টের পর টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। এশিয়া কাপে তাঁর নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। এই মহাদেশীয় লড়াই শুরুর আগে অধিনায়ক সাকিবকে নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এতে টুর্নামেন্টে জয়েরও স্বপ্ন দেখছেন তিনি।
আজ মিরপুরে ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ কথা বলেন পাপন। লম্বা সময় ধরে ২০ ওভারের ক্রিকেটে ব্যর্থ বাংলাদেশ। সাফল্য পেতে কাঠামোগত পরিবর্তন আনতে চায় বিসিবি। সেসব বিষয় নিয়েই আলোচনায় বসেছিল তারা।
অনুশীলনের ফাঁকে সাকিবের সঙ্গে কি কথা হয়েছে জানতে চাইলে পাপন বলেছেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, সব খেলোয়াড়ের সঙ্গেই হয়। সোহান, লিটনের সঙ্গেও হয়। আমি তো মোটামুটি সবার সঙ্গে কথা বলি। আজকে এমনিতে জানতে চাচ্ছিলাম ওর কী মনে হচ্ছে। একটা জিনিস দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো সব সময় আত্মবিশ্বাস থাকে। এখন এই আত্মবিশ্বাস থাকাটা জরুরি, মানে জিততে পারব।’
জয়-পরাজয়ের চেয়ে আত্মবিশ্বাসকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বিসিবি প্রধান। পাপনের মতে, ‘হারা-জেতা নিয়ে আমার কথা না, কিন্তু খেলার মধ্যে জিততে পারব বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমি দেখতে পেয়েছি, আমি খুশি। ওখানে অপশন কী হতে পারে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে হারা-জেতা বড় কথা না, এবার ভালো খেলার চেষ্টা করবে।’
বৈঠকে কি ধরনের আলোচনা হয়েছিল তা নিয়ে পাপনের ব্যাখ্যা, ‘টি-টোয়েন্টিতে আমরা শক্তিশালী না। কি করা যায় এটা নিয়ে ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। পুরো মানসিকতা, চিন্তাধারা সবকিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি এই এশিয়া কাপে। আমরা দেখতে চাই নতুন করে শুরু করা যায় কিনা।’
হচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
১ ঘণ্টা আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১০ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১৩ ঘণ্টা আগে