অঙ্কনের পর শামীমের ঝড়, জিতল মিরাজের খুলনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬: ২২
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬: ২২
Thumbnail image
৩৮ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন শামীম হোসেন পাটোয়ারী। এটা শুধু চিটাগং কিংসের হারের ব্যবধানই কমাতে পেরেছে। ছবি: আজকের পত্রিকা

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাটাররা রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন। চার-ছক্কার বন্যা বইয়ে দিচ্ছেন। মিরপুরে আজ মাহিদুল ইসলাম অঙ্কনের পর ঝড় তুলেছেন শামীম হোসেন পাটোয়ারী। শামীমের বিধ্বংসী ব্যাটিং শেষ পর্যন্ত ভেস্তেই গেছে।

পথভ্রষ্ট চিটাগং কিংসকে আজ একাই টেনে তুলতে থাকেন শামীম। শেষ পর্যন্ত তাঁর ঝোড়ো ব্যাটিং হারের ব্যবধানটাই কমাতে পেরেছে। খুলনা টাইগার্সের কাছে ৩৭ রানে হেরে এবারের বিপিএল শুরু করল চিটাগং।

২০৪ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই ১ উইকেট হারিয়ে ১৮ রান করে চিটাগং। যেখানে খুলনার ওশানে থমাস ১ বলে ১৫ রান খরচ করে বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন। প্রথম ১৫ বল পর্যন্ত চিটাগং এগোচ্ছিল সাবলীলভাবে। ২.৩ ওভারে ১ উইকেটে ৩৫ রান করে দলটি। খুলনার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে এরপর থেকেই সর্ষেফুল দেখতে শুরু করে চিটাগং। ৪৪ রানে ৭ উইকেট হারিয়ে চিটাগংয়ের স্কোর হয়ে যায় ১০.২ ওভারে ৮ উইকেটে ৭৫ রান।

হার যখন চিটাগংয়ের কাছে সময়ের ব্যাপার হয়ে যায়, তখন তাণ্ডব চালানো শুরু করেন শামীম। ২৩ বলে তুলে নিয়েছেন ফিফটি। নবম উইকেটে আলিস আল ইসলামের সঙ্গে শামীম গড়েন ৪৭ বলে ৭৭ রানের জুটি। শেষ দুই ওভারে যখন ৫৩ রান দরকার, তখন আবু হায়দার রনিকে তুলে মারতে যান শামীম। মোহাম্মদ নাওয়াজ ক্যাচটা ধরতেই শেষ শামীমের ৩৮ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস। ৭ চার ও ৫ ছক্কা মেরেছেন শামীম।

রনির ১৯তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে টানা দুটি ছক্কা মেরেছেন সৈয়দ খালেদ আহমেদ। এই জোড়া ছক্কা তেমন একটা কাজে দেয়নি। এই ওভারের পঞ্চম বলে খালেদকে ফিরিয়ে চিটাগংয়ের ইনিংসের ইতি টানেন রনি। ১৮.৫ ওভারে ১৬৬ রানে দলটি অলআউট হয়ে যায়। খুলনার রনি ৩.৫ ওভারে ৪৪ রান খরচ করে ৪ উইকেট নেন। নাওয়াজ পেয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, থমাস ও হাসান মাহমুদ। মিরাজই এবার নেতৃত্ব দিচ্ছেন খুলনাকে।

এর আগে টস জিতে ফিল্ডিং নেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। টস হেরে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৩ রান করে খুলনা। ইনিংস সর্বোচ্চ ৭৫ রান করে অপরাজিত থাকেন উইলিয়াম বোসিস্টো। ৫০ বলের ইনিংসে ৮ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। এটাকে ছাপিয়ে গেছে অঙ্কনের ইনিংস। ২২ বলে ১ চার ও ৬ ছক্কায় ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অঙ্কন।ফিফটি করেছেন ১৮ বলে। চিটাগংয়ের খালেদ, আলিস নিয়েছেন দুটি করে উইকেট। দুজনেই ৪ ওভার বোলিং করেছেন। আলিস দিয়েছেন ১৭ রান আর ৪৫ রান খরচ করেন খালেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত