Ajker Patrika

পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে ভারত, তবে...

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ০২
পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে ভারত, তবে...

পাঁচ মাসও নেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। এই টুর্নামেন্ট খেলতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর করবে কি না, এ ব্যাপারে এখনো পরিষ্কার কোনো বার্তা আসেনি। টুর্নামেন্ট যত নিকটে আসছে পরিস্থিতি যেন আরও উষ্ণ হচ্ছে। 

বেশ লম্বা সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ হয় না। সর্বশেষ ২০২৩ এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে রোহিত শর্মা-বিরাট কোহলিদের পাঠায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিপরীতে গত বছর ওয়ানডে বিশ্বকাপে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের ভারতে পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারত অবশ্য কিছুটা বেকায়দায়। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিও হাইব্রিড মডেলের প্রস্তাব রাখলেও অন্য দলগুলো এ ব্যাপারে আপত্তি জানিয়েছে। ভারত বাদে বাকি সব দলই পাকিস্তানে খেলতে রাজি। কোনো দেশকে বাড়তি সুবিধা দেওয়া হলেও সেটি মানবে না অন্য দলগুলো। 

চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে আজ কানপুরে কথা বলেছেন বিসিসিআই সহসভাপতি রাজিব শুক্লাও। এই পরিচালকও কোনো আভাস দিতে পারেননি। জানিয়েছেন, পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারটি নির্ভর করছে ভারত সরকারের মতের ওপর। 

শুক্লা সংবাদমাধ্যমে বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানে গিয়ে খেলবে কি না, সেটি এখনো সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান-ভারত দুই দলই কে কাদের দেশে খেলবে—এসব সরকার পর্যায়ে সিদ্ধান্ত হয়। তাই আমারা অপেক্ষা করছি। সরকার যদি আমাদের খেলার জন্য সম্মতি দেয়, তবেই আমরা খেলব সেখানে।’ 

পাকিস্তান যাওয়ার সিদ্ধান্ত বিসিসিআই নেবে না, সেটা স্পষ্ট শুক্লার বক্তব্যে। ভারত সরকারের সবুজসংকেত পেলেই দল পাঠাবেন তাঁরা, ‘আমরা আমাদের অবস্থান পরিষ্কার রাখছি, আমাদের নিজেদের কোনো সিদ্ধান্ত নেই। আমরা দল পাঠাব কি না, এ সিদ্ধান্ত নেবে সরকার।’ পাকিস্তানে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত