হাবিবুল বাশার সুমন, বিসিবি নির্বাচক
মনটা খুব খারাপ লাগছে—হিথ স্ট্রিক আর বেঁচে নেই। যখনই কানে এসেছিল, ক্যানসার নিয়ে ও লাস্ট স্টেজে চলে এসেছে, তখনই এমন একটা দুঃসংবাদ পাওয়ার আশঙ্কা করেছিলাম। কিন্তু আচমকাই আজ (গতকাল) খবরটা পাওয়ার আশা করিনি। শেষমেশ যখন খবরটা পেলাম, মনটা খুব খারাপ। তাঁকে তো ২০০০ সাল থেকে চিনি, সম্ভবত ১৯৯৮তে ঢাকায় প্রথম বোলিং করেছিল ও। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকেই তো আমরা ওদের সঙ্গে খেলে আসছি।
হিথ স্ট্রিক সুন্দর ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ছিলেন মাঠের প্রকৃত যোদ্ধা। হয়তো অনেক গ্রেটের সঙ্গে ওর নামটা উচ্চারিত হয় না বা হবেও না। কিন্তু সে ছিল একজন বড় মাপের ক্রিকেটার, একজন ব্যাটার এবং একজন বোলার। ক্রিকেটীয় জ্ঞান এবং খেলাটাকে বোঝায় আমার কাছে ওর অবস্থান একদম ওপরের দিকে। সে একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। অনাকাঙ্ক্ষিতভাবে অনেক আগেই ক্রিকেটটা ও ছেড়ে দিয়েছিল। যত দিন ক্রিকেট খেলেছে, প্রকৃত যোদ্ধা হিসেবে নিজেকে নিংড়ে দিয়েছে মাঠে।
ওকে নিয়ে একটা স্মৃতি মনে পড়ে। ২০০১ সালে বুলাওয়েতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আমরা ভালো ব্যাটিং করছিলাম। ভালো ব্যাটিং করছিলাম আমিও (দুই ইনিংসেই ফিফটি)। ম্যাচে স্ট্রিক টার্গেট করে আমাকে। আমি আগের দিন অপরাজিত ছিলাম। পরদিন আমি আর দুর্জয় (নাইমুর রহমান) ব্যাটিং করতে নামলাম। স্ট্রিকের একটা আউটসুইংয়ে আমি আউট হয়ে যাই, উইকেটকিপার অ্যান্ডি ফ্লাওয়ার আমার ক্যাচটা ধরেছিল। তখন স্ট্রিকের উদ্যাপনটা আমার মনে পড়ে। দুই দেশের ক্রিকেটে সাক্ষাতে আমাদের জন্য সে-ই ছিল বেশি আলোচিত। সে একজন জেনুইন ম্যাচ উইনার, ফাইটার।
খেলার মধ্যে থাকায় ওর সঙ্গে খুব বেশি কথা বলার সুযোগ হতো না। তবে সম্পর্কটা ছিল। পরে তো আমাদের দলের সঙ্গে (বোলিং কোচ) জয়েন করল। দলের সঙ্গে যুক্ত হওয়ার পর অফ দ্য ফিল্ড অনেক কথা হয়েছে ওর সঙ্গে। ২০১৪-২০১৬-এই সময়ে বোলিং কোচ হিসেবে তাকে পাওয়াটা সে সময়ের জাতীয় দলের বোলারদের ক্যারিয়ারে ভালো প্রভাব ফেলেছে। ওর কৌশল অনেক ভালো ছিল। ও আরও কিছুদিন দলের সঙ্গে থাকলে বেশি ভালো হতো।
ভালো-মন্দের হিসাবের ঊর্ধ্বে সে এখন। পরপারে ভালো থেকো স্ট্রিক।
মনটা খুব খারাপ লাগছে—হিথ স্ট্রিক আর বেঁচে নেই। যখনই কানে এসেছিল, ক্যানসার নিয়ে ও লাস্ট স্টেজে চলে এসেছে, তখনই এমন একটা দুঃসংবাদ পাওয়ার আশঙ্কা করেছিলাম। কিন্তু আচমকাই আজ (গতকাল) খবরটা পাওয়ার আশা করিনি। শেষমেশ যখন খবরটা পেলাম, মনটা খুব খারাপ। তাঁকে তো ২০০০ সাল থেকে চিনি, সম্ভবত ১৯৯৮তে ঢাকায় প্রথম বোলিং করেছিল ও। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকেই তো আমরা ওদের সঙ্গে খেলে আসছি।
হিথ স্ট্রিক সুন্দর ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ছিলেন মাঠের প্রকৃত যোদ্ধা। হয়তো অনেক গ্রেটের সঙ্গে ওর নামটা উচ্চারিত হয় না বা হবেও না। কিন্তু সে ছিল একজন বড় মাপের ক্রিকেটার, একজন ব্যাটার এবং একজন বোলার। ক্রিকেটীয় জ্ঞান এবং খেলাটাকে বোঝায় আমার কাছে ওর অবস্থান একদম ওপরের দিকে। সে একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। অনাকাঙ্ক্ষিতভাবে অনেক আগেই ক্রিকেটটা ও ছেড়ে দিয়েছিল। যত দিন ক্রিকেট খেলেছে, প্রকৃত যোদ্ধা হিসেবে নিজেকে নিংড়ে দিয়েছে মাঠে।
ওকে নিয়ে একটা স্মৃতি মনে পড়ে। ২০০১ সালে বুলাওয়েতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আমরা ভালো ব্যাটিং করছিলাম। ভালো ব্যাটিং করছিলাম আমিও (দুই ইনিংসেই ফিফটি)। ম্যাচে স্ট্রিক টার্গেট করে আমাকে। আমি আগের দিন অপরাজিত ছিলাম। পরদিন আমি আর দুর্জয় (নাইমুর রহমান) ব্যাটিং করতে নামলাম। স্ট্রিকের একটা আউটসুইংয়ে আমি আউট হয়ে যাই, উইকেটকিপার অ্যান্ডি ফ্লাওয়ার আমার ক্যাচটা ধরেছিল। তখন স্ট্রিকের উদ্যাপনটা আমার মনে পড়ে। দুই দেশের ক্রিকেটে সাক্ষাতে আমাদের জন্য সে-ই ছিল বেশি আলোচিত। সে একজন জেনুইন ম্যাচ উইনার, ফাইটার।
খেলার মধ্যে থাকায় ওর সঙ্গে খুব বেশি কথা বলার সুযোগ হতো না। তবে সম্পর্কটা ছিল। পরে তো আমাদের দলের সঙ্গে (বোলিং কোচ) জয়েন করল। দলের সঙ্গে যুক্ত হওয়ার পর অফ দ্য ফিল্ড অনেক কথা হয়েছে ওর সঙ্গে। ২০১৪-২০১৬-এই সময়ে বোলিং কোচ হিসেবে তাকে পাওয়াটা সে সময়ের জাতীয় দলের বোলারদের ক্যারিয়ারে ভালো প্রভাব ফেলেছে। ওর কৌশল অনেক ভালো ছিল। ও আরও কিছুদিন দলের সঙ্গে থাকলে বেশি ভালো হতো।
ভালো-মন্দের হিসাবের ঊর্ধ্বে সে এখন। পরপারে ভালো থেকো স্ট্রিক।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৭ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৯ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১০ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১০ ঘণ্টা আগে