ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার স্বস্তির জয়
জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। চার দিনে তিন হারের পর ওয়েড- মার্শদের ৩ উইকেটের স্বস্তির জয়।
জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া
অ্যাগার-টার্নারের ব্যাটে জয়ের দ্বারপ্রান্তে যখন অস্ট্রেলিয়া তখনই চিলের মতো ছোঁ মেরে অ্যাগারের ক্যাচ নিলেন শামিম। শরিফুলের বলে চোখে লেগে থাকার মতো ক্যাচ নিলেন শামিম। তবে অস্ট্রেলিয়ার জয়ের পথে খুব বেশি বাধা হয়তো হবে না অ্যাগারের আউট। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ১২ বলে ৪ রান।
জয়ের পথে অস্ট্রেলিয়া
অধিনায়ক মাহমুদউল্লাহ নিজেই এবার বোলিংয়ে আসলেন । ১৫তম ওভারে মাহমুদউল্লাহ দিলেন ৩ রান। পরের ওভারে সাকিব এসে দিয়েছেন ৭ রান। অস্ট্রেলিয়ার ম্যাচ জিততে দরকার ২৪ বলে ১৩ । হাতে আছে চার উইকেট ।
অস্ট্রেলিয়াকে টানছেন অ্যাগার-টার্নার
নাসুমকে ছক্কা হাকিয়ে সমীকরণ সহজ করে আনলেন অ্যাগার। আরেক প্রান্তে টার্নারও খেলছেন দেখেশুনে। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ৩৬ বলে ২৩। নাসুম ৪ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
চাপে অস্ট্রেলিয়া, ম্যাচে ফিরেছে বাংলাদেশ
১১তম ওভারে দুই রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মেহেদী। পরের ওভারে শরিফুল এসে দিলেন ৩ রান। উইকেটে আছেন দুই নতুন ব্যাটসম্যান অ্যাস্টন অ্যাগার আর অ্যাস্টন টার্নার। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ৬৯।
মার্শকে ফেরালেন মেহেদী
বোল্ড হয়ে গেলেন মার্শ। মেহেদীর দর্দান্ত এক ডেলিভেরিতে বলের লাইন মিস করেন মার্শ। ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া। জয়ের জন্য তাদের দরকার ৫৪ বলে ৩৯। বাংলাদেশের দরকার ৪ উইকেট। শেষ ১৮ রানে ৫ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।
ম্যাচ জমিয়ে তুললেন মোস্তাফিজ
মোস্তাফিজের কাটারে পরাস্ত ক্যারি। এলবিডব্লুর ফাঁদে পড়ে ৬ বলে ১ রান করে ফিরে গেলেন ক্যারি। অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ৬৪ ।
রান আউট হলে হেনরিকস
মিশেল মার্শ আর ময়েজেস হেনরিকসের ব্যাটে যখন জয়ের পথে অস্ট্রেলিয়া তখনই রান আউটে কাটা হেনরিকস । উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান আলেক্স ক্যারি। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ৬০।
মোস্তাফিজ এসেই তুলে নিলেন ক্রিস্টিয়ানকে
মোস্তাফিজুর রহমানের প্রথম ওভারের দ্বিতীয় বলেই শামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ক্রিস্টিয়ান। আউট হওয়ার আগে ১৫ বলে ৩৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ক্রিস্টিয়ান। উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান ময়েজেস হেনরিকস। ওভারটি উইকেট মেডেন দিলেন মোস্তাফিজ। পাওয়ার প্লের ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৪৯।
ম্যাকডারমটকে ফেরালেন নাসুম
নিজের দ্বিতীয় ওভারে এসে ম্যাকডারমটকে ফেরালেন নাসুম আহমেদ। নাসুমের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে ফিরে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনার। ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৪৯।
সাকিবের ওভারে ক্রিস্টিয়ানের ৫ ছয়
চতুর্থ ওভারে সাকিবকে টানা তিন ছয় মারলেন ক্রিস্টিয়ান। এক বল পর আবারো টানা দুই বলে সাকিবকে শূন্যে ভাসিয়ে সীমানা ছাড়া। সাকিবের এই ওভারে ৫ ছয়ে ৩০ রান তুললেন ক্রিস্টিয়ান । ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৪৫।
শুরুতে ধাক্কা খেল অস্ট্রেলিয়া
ম্যাথু ওয়েডকে প্রথম ওভারের চতুর্থ বলেই বোল্ড করলেন মেহেদী হাসান। প্রথম তিন ম্যাচের ব্যর্থতার পর আজও ৩ বলে ২ রান করে ফিরে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান ড্যান ক্রিস্টিয়ান।
অস্ট্রেলিয়াকে ১০৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
১৯তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন হ্যাজেলউড। এই ওভারে দিয়েছেন ৫ রান । ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। শেষ ওভারে টাইকে মেহেদী পরপর দুই বলে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকালে ১০০ পেরোয় বাংলাদেশ। তবে শেষ দুই বলে মেহেদী আর শরিফুলকে আউট করে ১০৪ রানেই আটকে দেন টাই। ৩ ওভারে ১৮ রান খরচায় ৩ উইকেট নিয়ে এই অস্ট্রেয়ান পেসার।
নেমেই আউট শামিম
আন্ড্রু টাইয়ের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন শামিম। ৬ বলে শামিম করেছেন ৩ রান। ১৮ ওভার শেষে বাংলাদেশের রান ৭ উইকেটে ৮৫। বাংলাদেশের ১০০ রান পেরোনো নিয়ে শঙ্কা ।
নাঈমের পর আফিফও আউট
১৬তম ওভারে অ্যাগারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দুই বল পরেই আবার তুলে মারতে গিয়ে ময়েজেসে হেনরিকসের হাতে ক্যাচ তুলে দেন আফিফ। আউট হওয়ার আগে এই তরুণ অলরাউন্ডার করেছেন ১৭ বলে ২১ রান । নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন মেহেদী হাসান। ১৬ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ৭৯।
বাকি কাজটুকু করার আগেই আউট নাঈম
সোয়েপসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেলেন নাঈম। উইকেটে এসেছে নতুন ব্যাটসম্যান শামিম হোসেন পাটোয়ারী। সোয়েপসনের এই ওভার থেকে এসেছে ২ রান। ১৫ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ৭০।
দলকে এগিয়ে নিচ্ছেন আফিফ - নাঈম
টপ অর্ডারের ধাক্কা সামলে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন আফিফ হোসেন আর নাঈম। ১৪ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ৬৭। ৩৩ বলে ২৮ করা নাঈম উইকেটে থিতু হয়েছেন। এখন শেষ দিকে দ্রুত রান তোলার দায়িত্বটা তাইকেই নিতে হবে। আফিফ অপরাজিত আছেন ১২ বলে ১৩ করে।
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
নুরুল হাসান সোহানও আউট। সোয়েপসনের পরের বলে সোহানও পড়লেন এলবিডব্লুর ফাঁদে। ৫১ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ।
ফিরে গেলেন মাহমুদউল্লাহও
কিসের এতো তাড়াহুড়ো ছিল মাহমুদউল্লাহর! উইকেটে এসেই সোয়েপসনকে ্সুইপ করতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়েন বাংলাদেশ অধিনায়ক। ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই ফিরে গেলেন মাহমুদউল্লাহ।
ফিরে গেলেন সাকিব
হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়েছেন সাকিব। হ্যাজেলউডের একটু খাটো লেন্থের পর পেছনের পায়ে ভর করে জায়গা করে নিয়ে খেলতে গিয়ে ফিরে গেলেন বাংলাদেশ অলরাউন্ডার। আউট হওয়ার আগে ২৬ বলে এক চারে সাকিব করেছেন ১৫ রান। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৮।
৯ ওভার শেষে বাংলাদেশের রান রেট ৫ এর নিচে
পাওয়ার প্লের পরের দুটি ওভার থেকে এসেছে ৯ রান। নবম ওভারে নিজের প্রথম ওভার এসে মিচেল সোয়েপসন দিয়েছেন ৪ রান। ৯ ওভার শেষে বাংলাদেশের রান রেট ৫ এর নিচে। বাংলাদেশের রান ১ উইকেটে ৪৩।
পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ১ উইকেটে ৩০
টার্নানের করা পঞ্চম ওভারে পঞ্চম বলে টার্নে পরাস্ত সাকিব । সুইপ খেলতে গিয়ে ব্যাটে বলে সংযোগ করতে পারেননি। টার্নার এলবিডব্লুর আবেদন করলে আম্প্যায়ার অবশ্য আউটের সংকেত দেননি। পরে টিভি রিপ্লেতে দেখা যায় আম্প্যায়ার্স কল হলে ফিরে যেতে হতো সাকিবকে। পরের ওভারে রান এসেছে মাত্র ১ । পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ১ উইকেটে ৩০।
আবারো ব্যর্থ সৌম্য
আজও ব্যর্থ সৌম্য। হ্যাজেলউডের করা চতুর্থ ওভারের তৃতীয় বল ছিল শর্ট লেন্থের। আড়াআড়ি ব্যাটে তুলে মারতে গিয়ে আলেক্স ক্যারির হাতে ধরা পড়েছেন বাংলাদেশ ওপেনার । উইকেটে এসেছে নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান। চার ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ২৭।
সৌম্য- নাঈম ফিরতে পারবেন ছন্দে?
স্পিন দিয়ে আক্রমণ শুরু করেছে অস্ট্রেলিয়া। প্রথম ওভারে অ্যাস্টন টার্নার দিয়েছেন ২ রান । জস হ্যাজেলউডের করা দ্বিতীয় ওভারে টানা দুই চার মেরে মোহাম্মদ নাইমের ভালো শুরুর ইঙ্গিত । এই ওভার থেকে বাংলাদেশ তুলেছে ১০ রান। টার্নারের করা তৃতীয় ওভারে লং অফের উপর দিয়ে সীমানা ছাড়া করে সৌম্যও আশা দেখাচ্ছে। তিন ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২২।
ব্যাটিংয়ে বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। বাংলাদেশের একাদশ অপরিবর্তিত। অন্যদিকে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন পেসার অ্যান্ড্রু টাই। সিরিজে প্রথমবারের মতো নামছেন লেগস্পিনার মিচেল সোয়েপসন। বিশ্রাম দেওয়া হয়েছে আগের ম্যাচেই অভিষেকে হ্যাটট্রিক করা পেসার নাথান এলিস ও লেগস্পিনার অ্যাডাম জাম্পাকে।
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ–অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম তিনটি জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আগের তিন ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি আজ নামছে মাহমুদউল্লাহর দল। চার দিনের মধ্যে তিন ম্যাচ হেরে সিরিজ খুইয়ে বসা অস্ট্রেলিয়া নিশ্চিতভাবেই এই ম্যাচে হারের বৃত্ত ভাঙতে চাইবে। অস্ট্রেলিয়ার সামনে যে হাতছানি দিচ্ছে হোয়াইটওয়াশের শঙ্কা।
অস্ট্রেলিয়ার স্বস্তির জয়
জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। চার দিনে তিন হারের পর ওয়েড- মার্শদের ৩ উইকেটের স্বস্তির জয়।
জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া
অ্যাগার-টার্নারের ব্যাটে জয়ের দ্বারপ্রান্তে যখন অস্ট্রেলিয়া তখনই চিলের মতো ছোঁ মেরে অ্যাগারের ক্যাচ নিলেন শামিম। শরিফুলের বলে চোখে লেগে থাকার মতো ক্যাচ নিলেন শামিম। তবে অস্ট্রেলিয়ার জয়ের পথে খুব বেশি বাধা হয়তো হবে না অ্যাগারের আউট। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ১২ বলে ৪ রান।
জয়ের পথে অস্ট্রেলিয়া
অধিনায়ক মাহমুদউল্লাহ নিজেই এবার বোলিংয়ে আসলেন । ১৫তম ওভারে মাহমুদউল্লাহ দিলেন ৩ রান। পরের ওভারে সাকিব এসে দিয়েছেন ৭ রান। অস্ট্রেলিয়ার ম্যাচ জিততে দরকার ২৪ বলে ১৩ । হাতে আছে চার উইকেট ।
অস্ট্রেলিয়াকে টানছেন অ্যাগার-টার্নার
নাসুমকে ছক্কা হাকিয়ে সমীকরণ সহজ করে আনলেন অ্যাগার। আরেক প্রান্তে টার্নারও খেলছেন দেখেশুনে। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ৩৬ বলে ২৩। নাসুম ৪ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
চাপে অস্ট্রেলিয়া, ম্যাচে ফিরেছে বাংলাদেশ
১১তম ওভারে দুই রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মেহেদী। পরের ওভারে শরিফুল এসে দিলেন ৩ রান। উইকেটে আছেন দুই নতুন ব্যাটসম্যান অ্যাস্টন অ্যাগার আর অ্যাস্টন টার্নার। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ৬৯।
মার্শকে ফেরালেন মেহেদী
বোল্ড হয়ে গেলেন মার্শ। মেহেদীর দর্দান্ত এক ডেলিভেরিতে বলের লাইন মিস করেন মার্শ। ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া। জয়ের জন্য তাদের দরকার ৫৪ বলে ৩৯। বাংলাদেশের দরকার ৪ উইকেট। শেষ ১৮ রানে ৫ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।
ম্যাচ জমিয়ে তুললেন মোস্তাফিজ
মোস্তাফিজের কাটারে পরাস্ত ক্যারি। এলবিডব্লুর ফাঁদে পড়ে ৬ বলে ১ রান করে ফিরে গেলেন ক্যারি। অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ৬৪ ।
রান আউট হলে হেনরিকস
মিশেল মার্শ আর ময়েজেস হেনরিকসের ব্যাটে যখন জয়ের পথে অস্ট্রেলিয়া তখনই রান আউটে কাটা হেনরিকস । উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান আলেক্স ক্যারি। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ৬০।
মোস্তাফিজ এসেই তুলে নিলেন ক্রিস্টিয়ানকে
মোস্তাফিজুর রহমানের প্রথম ওভারের দ্বিতীয় বলেই শামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ক্রিস্টিয়ান। আউট হওয়ার আগে ১৫ বলে ৩৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ক্রিস্টিয়ান। উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান ময়েজেস হেনরিকস। ওভারটি উইকেট মেডেন দিলেন মোস্তাফিজ। পাওয়ার প্লের ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৪৯।
ম্যাকডারমটকে ফেরালেন নাসুম
নিজের দ্বিতীয় ওভারে এসে ম্যাকডারমটকে ফেরালেন নাসুম আহমেদ। নাসুমের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে ফিরে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনার। ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৪৯।
সাকিবের ওভারে ক্রিস্টিয়ানের ৫ ছয়
চতুর্থ ওভারে সাকিবকে টানা তিন ছয় মারলেন ক্রিস্টিয়ান। এক বল পর আবারো টানা দুই বলে সাকিবকে শূন্যে ভাসিয়ে সীমানা ছাড়া। সাকিবের এই ওভারে ৫ ছয়ে ৩০ রান তুললেন ক্রিস্টিয়ান । ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৪৫।
শুরুতে ধাক্কা খেল অস্ট্রেলিয়া
ম্যাথু ওয়েডকে প্রথম ওভারের চতুর্থ বলেই বোল্ড করলেন মেহেদী হাসান। প্রথম তিন ম্যাচের ব্যর্থতার পর আজও ৩ বলে ২ রান করে ফিরে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান ড্যান ক্রিস্টিয়ান।
অস্ট্রেলিয়াকে ১০৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
১৯তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন হ্যাজেলউড। এই ওভারে দিয়েছেন ৫ রান । ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। শেষ ওভারে টাইকে মেহেদী পরপর দুই বলে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকালে ১০০ পেরোয় বাংলাদেশ। তবে শেষ দুই বলে মেহেদী আর শরিফুলকে আউট করে ১০৪ রানেই আটকে দেন টাই। ৩ ওভারে ১৮ রান খরচায় ৩ উইকেট নিয়ে এই অস্ট্রেয়ান পেসার।
নেমেই আউট শামিম
আন্ড্রু টাইয়ের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন শামিম। ৬ বলে শামিম করেছেন ৩ রান। ১৮ ওভার শেষে বাংলাদেশের রান ৭ উইকেটে ৮৫। বাংলাদেশের ১০০ রান পেরোনো নিয়ে শঙ্কা ।
নাঈমের পর আফিফও আউট
১৬তম ওভারে অ্যাগারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দুই বল পরেই আবার তুলে মারতে গিয়ে ময়েজেসে হেনরিকসের হাতে ক্যাচ তুলে দেন আফিফ। আউট হওয়ার আগে এই তরুণ অলরাউন্ডার করেছেন ১৭ বলে ২১ রান । নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন মেহেদী হাসান। ১৬ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ৭৯।
বাকি কাজটুকু করার আগেই আউট নাঈম
সোয়েপসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেলেন নাঈম। উইকেটে এসেছে নতুন ব্যাটসম্যান শামিম হোসেন পাটোয়ারী। সোয়েপসনের এই ওভার থেকে এসেছে ২ রান। ১৫ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ৭০।
দলকে এগিয়ে নিচ্ছেন আফিফ - নাঈম
টপ অর্ডারের ধাক্কা সামলে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন আফিফ হোসেন আর নাঈম। ১৪ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ৬৭। ৩৩ বলে ২৮ করা নাঈম উইকেটে থিতু হয়েছেন। এখন শেষ দিকে দ্রুত রান তোলার দায়িত্বটা তাইকেই নিতে হবে। আফিফ অপরাজিত আছেন ১২ বলে ১৩ করে।
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
নুরুল হাসান সোহানও আউট। সোয়েপসনের পরের বলে সোহানও পড়লেন এলবিডব্লুর ফাঁদে। ৫১ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ।
ফিরে গেলেন মাহমুদউল্লাহও
কিসের এতো তাড়াহুড়ো ছিল মাহমুদউল্লাহর! উইকেটে এসেই সোয়েপসনকে ্সুইপ করতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়েন বাংলাদেশ অধিনায়ক। ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই ফিরে গেলেন মাহমুদউল্লাহ।
ফিরে গেলেন সাকিব
হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়েছেন সাকিব। হ্যাজেলউডের একটু খাটো লেন্থের পর পেছনের পায়ে ভর করে জায়গা করে নিয়ে খেলতে গিয়ে ফিরে গেলেন বাংলাদেশ অলরাউন্ডার। আউট হওয়ার আগে ২৬ বলে এক চারে সাকিব করেছেন ১৫ রান। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৮।
৯ ওভার শেষে বাংলাদেশের রান রেট ৫ এর নিচে
পাওয়ার প্লের পরের দুটি ওভার থেকে এসেছে ৯ রান। নবম ওভারে নিজের প্রথম ওভার এসে মিচেল সোয়েপসন দিয়েছেন ৪ রান। ৯ ওভার শেষে বাংলাদেশের রান রেট ৫ এর নিচে। বাংলাদেশের রান ১ উইকেটে ৪৩।
পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ১ উইকেটে ৩০
টার্নানের করা পঞ্চম ওভারে পঞ্চম বলে টার্নে পরাস্ত সাকিব । সুইপ খেলতে গিয়ে ব্যাটে বলে সংযোগ করতে পারেননি। টার্নার এলবিডব্লুর আবেদন করলে আম্প্যায়ার অবশ্য আউটের সংকেত দেননি। পরে টিভি রিপ্লেতে দেখা যায় আম্প্যায়ার্স কল হলে ফিরে যেতে হতো সাকিবকে। পরের ওভারে রান এসেছে মাত্র ১ । পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ১ উইকেটে ৩০।
আবারো ব্যর্থ সৌম্য
আজও ব্যর্থ সৌম্য। হ্যাজেলউডের করা চতুর্থ ওভারের তৃতীয় বল ছিল শর্ট লেন্থের। আড়াআড়ি ব্যাটে তুলে মারতে গিয়ে আলেক্স ক্যারির হাতে ধরা পড়েছেন বাংলাদেশ ওপেনার । উইকেটে এসেছে নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান। চার ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ২৭।
সৌম্য- নাঈম ফিরতে পারবেন ছন্দে?
স্পিন দিয়ে আক্রমণ শুরু করেছে অস্ট্রেলিয়া। প্রথম ওভারে অ্যাস্টন টার্নার দিয়েছেন ২ রান । জস হ্যাজেলউডের করা দ্বিতীয় ওভারে টানা দুই চার মেরে মোহাম্মদ নাইমের ভালো শুরুর ইঙ্গিত । এই ওভার থেকে বাংলাদেশ তুলেছে ১০ রান। টার্নারের করা তৃতীয় ওভারে লং অফের উপর দিয়ে সীমানা ছাড়া করে সৌম্যও আশা দেখাচ্ছে। তিন ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২২।
ব্যাটিংয়ে বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। বাংলাদেশের একাদশ অপরিবর্তিত। অন্যদিকে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন পেসার অ্যান্ড্রু টাই। সিরিজে প্রথমবারের মতো নামছেন লেগস্পিনার মিচেল সোয়েপসন। বিশ্রাম দেওয়া হয়েছে আগের ম্যাচেই অভিষেকে হ্যাটট্রিক করা পেসার নাথান এলিস ও লেগস্পিনার অ্যাডাম জাম্পাকে।
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ–অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম তিনটি জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আগের তিন ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি আজ নামছে মাহমুদউল্লাহর দল। চার দিনের মধ্যে তিন ম্যাচ হেরে সিরিজ খুইয়ে বসা অস্ট্রেলিয়া নিশ্চিতভাবেই এই ম্যাচে হারের বৃত্ত ভাঙতে চাইবে। অস্ট্রেলিয়ার সামনে যে হাতছানি দিচ্ছে হোয়াইটওয়াশের শঙ্কা।
এর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১ ঘণ্টা আগেজসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
৩ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
৩ ঘণ্টা আগে