বাংলাদেশ-ভারত ম্যাচে আজ কত ওভার হতে পারে

নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে 
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৩৭
Thumbnail image

কানপুর টেস্টে শুক্রবার ম্যাচের প্রথম দিন থেকেই ছিল বৃষ্টির বাগড়া।  বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় ও তৃতীয় দিনে একটা বলও মাঠে গড়াতে পারেনি। তিন দিনের ৯ সেশনের প্রায় ৮ সেশন হয়েছে বাতিল। তবে আজ চতুর্থ দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় গ্রিন পার্ক স্টেডিয়ামে খেলা মাঠে গড়িয়েছে। ম্যাচ অফিশিয়ালরা জানিয়েছেন, আজ দিনের আলো ঠিকমতো পাওয়া গেলে অনন্ত ৯৮ ওভার খেলা চালিয়ে যাবেন তাঁরা।

স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় আজ শুরু হয়েছে ম্যাচ। দিনের খেলায় শুরুতে ভারত অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দেন ভারতীয় পেসার আকাশ দীপের হাতে। অন্য প্রান্তে যথারীতি আক্রমণে জসপ্রীত বুমরা। বাংলাদেশের ইনিংসে ৪১তম ওভারের দ্বিতীয় বলে বুমরার একটি আউটসাইডের ইন কাটারে বিভ্রান্ত হয়ে বোল্ড হন মুশফিক। তাতে ভেঙে যায় চতুর্থ উইকেটে মুশফিক ও মুমিনুল হকের ৩২ রানের জুটি। ১১ রান করে আউট হয়েছেন মুশফিক।

মুশফিকের বিদায়ের পর ৬ নম্বরে সাকিবের জায়গায় ব্যাট করতে নামেন লিটন দাস। নেমেই স্বভাবসিদ্ধ ওয়ানডে স্টাইলে ব্যাট করতে শুরু করেন। ম্যাচের ৪৩ ওভারে বুমরাহর এক ওভারে তিনটি চারে তুলে নেন ১২ রান। ম্যাচের ৪৬ ওভারে বোলিংয়ে পরিবর্তন আসে। আকাশ দীপের জায়গায় মোহাম্মদ সিরাজ আক্রমণে আসেন। প্রথম বলেই শর্ট লেন্থের একটি বল ব্যাট ঘেঁষে থাই প্যাডে আঘাত লেগে লাফিয়ে ওঠা বল জয়সওয়াল ধরলে আউটের আবেদন করেন। আবেদনে সারা দিয়ে ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবরো আউট দিলেও রিভিউ নিয়ে বেচেঁ যান মুমিনুল। সিরাজের করা পরের বলেই পুল করে বাউন্ডারি মেরে ১১০ বলে ফিফটি তুলে নেন। চেন্নাই টেস্টে  ব্যর্থ মুমিনুল (০ ও ১৩) এদিন নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত দিলেন। পেলেন টেস্ট ক্যারিয়ারের ২০তম ফিফটি। 

বৃষ্টির কারণে কানপুরের টেস্ট ম্যাচের আয়ু ছোট হয়ে যাওয়া শুরু থেকে আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে খেলতে থাকে ভারত। পেসাররা যখন বোলিংয়ে এসেছেন, তখন রাখা হয়েছে পাঁচ স্লিপ, যা আক্রমণাত্মক ফিল্ড সেটআপের পক্ষেই কথা বলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত