ক্রীড়া ডেস্ক
হুট করে মাঠ থেকে খেলোয়াড় বা আম্পায়ার চলে যাওয়ার ঘটনা তো নতুন কিছু নয়। সামির বান্দেকার একবার ম্যাচ পরিচালনা করার দায়িত্বে থাকার সময় অদৃশ্য হয়ে যান। এবার তিনিই থাকছেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের আম্পায়ারিংয়ের।
আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ম্যাচ পরিচালকদের নাম ও তালিকা প্রকাশ করেছে আইসিসি। বান্দেকার, জার্মেইন লিন্ডো, আদিত্য গাজ্জার, বিজয় মাল্লেলা, ডেনাভন হেইলস—এই পাঁচ জন থাকছেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজে ম্যাচ পরিচালনাকারীর দায়িত্বে। তিন ম্যাচেই ম্যাচ রেফারি হিসেবে থাকছেন হেইলস। প্রথম ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকছেন বান্দেকার ও লিন্ডো। মাল্লেলা ও গাজ্জার সেই ম্যাচে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকছেন।
শেষ দুই টি-টোয়েন্টিতে মাল্লেলা থাকছেন মাঠের আম্পায়ারের দায়িত্বে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাল্লেলার সঙ্গে মাঠে থেকে ম্যাচ পরিচালনা করবেন গাজ্জার। লিন্ডো ও বান্দেকার এই ম্যাচে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার। শেষ টি-টোয়েন্টিতে লিন্ডো থাকছেন চতুর্থ আম্পায়ারের দায়িত্বে। মাল্লেলার সঙ্গে তখন মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন বান্দেকার। গাজ্জার সেই ম্যাচে তৃতীয় আম্পায়ার।
হিউস্টনে পরশু বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে ২৩ ও ২৫ মে হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর সময়ও একই। প্রায় ২৭ ঘণ্টার যাত্রা শেষে গত পরশু হিউস্টনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রে পৌঁছেই ঝড়ের সম্মুখীন হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকাররা। ভারী বর্ষণ এবং প্রচণ্ড বজ্রঝড়ে টেক্সাস রাজ্যের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের বেশিরভাগ স্থাপনা ভেঙে গেছে। তবে সিরিজ আয়োজন করতে কোনো সমস্যা হবে না বলে জানা গেছে।
বান্দেকারের ম্যাচ থেকে অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা প্রায় ১৮ বছর আগে। ২০০৬ সালের ডিসেম্বর মাসে দিল্লির মাঠে দিল্লি-উত্তর প্রদেশ রঞ্জির ম্যাচ শেষ দিনে পন্ড হয়েছে আম্পায়ারের অদৃশ্য হওয়ার কারণে। স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে দুই আম্পায়ার আই শিবারাম ও বান্দেকার জানিয়েছিলেন যে মাঠে আলো পর্যাপ্ত নেই খেলা চালানোর জন্য। আড়াই ঘণ্টা পর ম্যাচ রেফারি সম্বরন ব্যানার্জি ও আম্পায়ার বান্দেকার—দুজনের কাউকে খুঁজে পাওয়া যায়নি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে তখন জানা যায়, দিল্লির স্টেডিয়ামটির কাছাকাছি বেঙ্গল-পাঞ্জাব অনূর্ধ্ব-২২ পর্যায়ের ম্যাচ চলছিল। সম্বরন ও বান্দেকার দুজনেই সেই ম্যাচ দেখতে চলে যান।
আরও পড়ুন:
হুট করে মাঠ থেকে খেলোয়াড় বা আম্পায়ার চলে যাওয়ার ঘটনা তো নতুন কিছু নয়। সামির বান্দেকার একবার ম্যাচ পরিচালনা করার দায়িত্বে থাকার সময় অদৃশ্য হয়ে যান। এবার তিনিই থাকছেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের আম্পায়ারিংয়ের।
আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ম্যাচ পরিচালকদের নাম ও তালিকা প্রকাশ করেছে আইসিসি। বান্দেকার, জার্মেইন লিন্ডো, আদিত্য গাজ্জার, বিজয় মাল্লেলা, ডেনাভন হেইলস—এই পাঁচ জন থাকছেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজে ম্যাচ পরিচালনাকারীর দায়িত্বে। তিন ম্যাচেই ম্যাচ রেফারি হিসেবে থাকছেন হেইলস। প্রথম ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকছেন বান্দেকার ও লিন্ডো। মাল্লেলা ও গাজ্জার সেই ম্যাচে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকছেন।
শেষ দুই টি-টোয়েন্টিতে মাল্লেলা থাকছেন মাঠের আম্পায়ারের দায়িত্বে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাল্লেলার সঙ্গে মাঠে থেকে ম্যাচ পরিচালনা করবেন গাজ্জার। লিন্ডো ও বান্দেকার এই ম্যাচে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার। শেষ টি-টোয়েন্টিতে লিন্ডো থাকছেন চতুর্থ আম্পায়ারের দায়িত্বে। মাল্লেলার সঙ্গে তখন মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন বান্দেকার। গাজ্জার সেই ম্যাচে তৃতীয় আম্পায়ার।
হিউস্টনে পরশু বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে ২৩ ও ২৫ মে হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর সময়ও একই। প্রায় ২৭ ঘণ্টার যাত্রা শেষে গত পরশু হিউস্টনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রে পৌঁছেই ঝড়ের সম্মুখীন হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকাররা। ভারী বর্ষণ এবং প্রচণ্ড বজ্রঝড়ে টেক্সাস রাজ্যের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের বেশিরভাগ স্থাপনা ভেঙে গেছে। তবে সিরিজ আয়োজন করতে কোনো সমস্যা হবে না বলে জানা গেছে।
বান্দেকারের ম্যাচ থেকে অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা প্রায় ১৮ বছর আগে। ২০০৬ সালের ডিসেম্বর মাসে দিল্লির মাঠে দিল্লি-উত্তর প্রদেশ রঞ্জির ম্যাচ শেষ দিনে পন্ড হয়েছে আম্পায়ারের অদৃশ্য হওয়ার কারণে। স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে দুই আম্পায়ার আই শিবারাম ও বান্দেকার জানিয়েছিলেন যে মাঠে আলো পর্যাপ্ত নেই খেলা চালানোর জন্য। আড়াই ঘণ্টা পর ম্যাচ রেফারি সম্বরন ব্যানার্জি ও আম্পায়ার বান্দেকার—দুজনের কাউকে খুঁজে পাওয়া যায়নি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে তখন জানা যায়, দিল্লির স্টেডিয়ামটির কাছাকাছি বেঙ্গল-পাঞ্জাব অনূর্ধ্ব-২২ পর্যায়ের ম্যাচ চলছিল। সম্বরন ও বান্দেকার দুজনেই সেই ম্যাচ দেখতে চলে যান।
আরও পড়ুন:
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৮ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১০ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১১ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১২ ঘণ্টা আগে