সাকিবের জাতীয় দলে ফেরার সমাধান দিলেন বিসিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১৪: ৩৩
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৫: ৩৯
সাকিবের জাতীয় দলে ফেরার উপায় বাতলে দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

কানপুরে ভারতের বিপক্ষে টেস্টের পর তো দম ফেলারই সময় পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছে বাংলাদেশ। কিন্তু দেখা যাচ্ছে না সাকিব আল হাসানকে। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারে কি স্থায়ীভাবে ফুলস্টপ পড়ে গেল কি না, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ ২০২৪-২৫ বিপিএলের মাসকাট উন্মোচন হয়েছে। ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদকে উত্তর দিতে হয়েছে সাকিব প্রসঙ্গেও। ফারুকের মতে, সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে বিসিবি কোনোভাবেই সম্পৃক্ত না। স্বয়ং সাকিবকে সব সমস্যার সমাধান করতে হবে বলে মনে করেন ফারুক। বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারে আমি খুব একটা উত্তর দিতে পারি না। এ ব্যাপারে আপনি যদি বারবার প্রশ্ন করেন, তাতে আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক। তার (সাকিব) ব্যাপারটা আসলে পুরোপুরি মানে যে কারণে সে দেশে আসতে পারছে না, এটার সঙ্গে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এটার উত্তর দেওয়াও আমার জন্য সহজ না। এটা দেখতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত আছেন, তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।’

২৬ সেপ্টেম্বর কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন। সেই চ্যাম্পিয়নস ট্রফি শুরুর সময়ও ঘনিয়ে আসছে। ফারুক বলেন, ‘আমাদের (চ্যাম্পিয়নস ট্রফি) তালিকায় সে (সাকিব) আছে। আমরা আশা করি সে যেভাবে চাচ্ছে, এটার সমাধান যদি হয় তাহলে আমি এখনো বিশ্বাস করি সাকিব জাতীয় দলে খেলার ক্ষমতা রাখে। তবে সে যে দেশের বাইরে থেকে এভাবে টুর্নামেন্টগুলো খেলবে, মানে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা আর দেশের জন্য খেলা তো এক কথা নয়।’

সাকিব যে একেবারে ক্রিকেট থেকে বিচ্ছিন্ন, তা নয়। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে খেলছেন আবুধাবি টি-টেনে বাংলা টাইগার্সের হয়ে। কিন্তু জাতীয় দলের ক্রিকেট সেটআপে যেহেতু সাকিব অনেক দিন নেই, সেটা তাঁর জন্য একটু কঠিন হবে বলে মনে করছেন ফারুক। বিসিবি সভাপতি বলেন, ‘একটা প্রস্তুতির দরকার হয়, দলের সঙ্গে প্রস্তুতিও নিতে হয়। তবে এটা যেহেতু করতে পারছে না, আমার মতে খুব একটা মানসিক অবস্থায় নেই দেশের জন্য খেলতে। সে ক্ষেত্রে আমরা এই জিনিসটা তার ওপর ছেড়ে দিয়েছি যে সে কী চিন্তা করছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচক সাকিবের ব্যাপারে গতকাল কথা বলেছেন আজকের পত্রিকার সঙ্গে। সেই নির্বাচক জানিয়েছেন, এখানে নির্বাচক প্যানেল কিছু করতে পারবে না। বোর্ডের ব্যাপার এখানে জড়িয়ে। সেই নির্বাচকের পাল্টা প্রশ্ন, তাঁর (সাকিব) ফিরতে কোনো সিরিজের প্রয়োজন নেই। বাংলাদেশের তারকা অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে অনায়াসে খেলতে পারবেন বলে তিনি মনে করেন। তাঁর কথারই প্রতিধ্বনি আজ ফারুকের কণ্ঠে।

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়েই ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকে ইতি টানতে চেয়েছিলেন সাকিব। সেটা প্রায় করেও ফেলেছিলেন। তবে তখন সাকিববিরোধী সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠায় তিনি তাঁর সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছিলেন। তখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তাঁর (সাকিব) বিরুদ্ধে দেয়াললিখন চলছিল। ক্রিকেটার সাকিবের চেয়েও তখন রাজনীতিবিদ সাকিব ব্যাপারটি বেশি মাথাচাড়া দিয়েছিল। কারণ, বাংলাদেশের তারকা ক্রিকেটার এর আগে মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলেন। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতন হলে তাঁর সদস্যপদও বাতিল হয়ে যায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত