ক্রীড়া ডেস্ক
বোলিং ও ফিল্ডিংয়ে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেন রোয়েলফ ফন ডার মারউই। নিজের সাবেক দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক ক্যাচ ধরে নেদারল্যান্ডসকে জেতাতে অবদান রাখেন তিনি। সেই মারউই এবার নেই নেদারল্যান্ডসের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড (কেএনসিবি)। বিশ্বকাপে নেদারল্যান্ডস দলকে নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস। উইকেটরক্ষকের গ্লাভসও থাকবে তাঁর হাতে। সমারসেটের হয়ে খেলবেন বলে বিশ্বকাপে খেলতে পারছেন না মারউই। আরেক তারকা ব্যাটার কলিন অ্যাকারমানও ডাচদের বিশ্বকাপ দলে। টি-টোয়েন্টি ব্লাস্টে নতুন কাউন্টি দলের হয়ে খেলাকে গুরুত্ব দিয়েছেন অ্যাকারমান। এ বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মাইকেল লেভিট আছেন বিশ্বকাপ দলে। ফেব্রুয়ারিতে নামিবিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ৬২ বলে ১৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন লেভিট। ১১ চারের পাশাপাশি ১০ ছক্কা মেরেছেন। সেই ত্রিদেশীয় সিরিজে নামিবিয়া, নেদারল্যান্ডসের সঙ্গে অপর দল ছিল নেপাল।
অভিজ্ঞ ওপেনার ম্যাক্স ও’ ডাউড আছেন নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে। নেদারল্যান্ডসের জার্সিতে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির কীর্তিও আছে তাঁর। ওপেনিংয়ে থাকছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ ম্যাচ খেলা বিক্রমজিৎ সিং। মাঝে মাঝে পেস বোলিংও করতে দেখা যায় তাঁকে। বাস ডি লিডের মতো অভিজ্ঞ অলরাউন্ডার খেলবেন বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ড্যানিয়েল ডোরামও আছেন বিশ্বকাপের দলে। লোগান ফন বিক, পল ফন মিকিরেন, ভিভিয়ান কিংমা—তিন তারকা পেসার আছেন ডাচদের বিশ্বকাপ দলে। শেষের দিকে ঝড় তোলার জন্য আছেন তেজা নিদামানুরু।
৪০ বছর বয়সী ব্যাটার ওয়েসলি বারেসি খেলবেন বিশ্বকাপ। ২১ বছর বয়সী বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গেল আছেন ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপ দলে। স্পিন আক্রমণে থাকছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ১৫ সদস্যের দলের পাশাপাশি কাইল ক্লেইন যাচ্ছেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস পড়েছে ‘ডি’ গ্রুপে। ৪ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ডাচরা। ৮,১৩ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের বাকি তিন ম্যাচ খেলবে নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিডি, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, লোগান ফন বিক, ওয়েসলি বারেসি, টিম প্রিঙ্গেল, ফ্রেড ক্লাসেন, ভিভিয়ান কিংমা, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট, মাইকেল লেভিট, ড্যানিয়েল ডোরাম
ট্রাভেলিং রিজার্ভ: কাইল ক্লেইন
বোলিং ও ফিল্ডিংয়ে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেন রোয়েলফ ফন ডার মারউই। নিজের সাবেক দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক ক্যাচ ধরে নেদারল্যান্ডসকে জেতাতে অবদান রাখেন তিনি। সেই মারউই এবার নেই নেদারল্যান্ডসের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড (কেএনসিবি)। বিশ্বকাপে নেদারল্যান্ডস দলকে নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস। উইকেটরক্ষকের গ্লাভসও থাকবে তাঁর হাতে। সমারসেটের হয়ে খেলবেন বলে বিশ্বকাপে খেলতে পারছেন না মারউই। আরেক তারকা ব্যাটার কলিন অ্যাকারমানও ডাচদের বিশ্বকাপ দলে। টি-টোয়েন্টি ব্লাস্টে নতুন কাউন্টি দলের হয়ে খেলাকে গুরুত্ব দিয়েছেন অ্যাকারমান। এ বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মাইকেল লেভিট আছেন বিশ্বকাপ দলে। ফেব্রুয়ারিতে নামিবিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ৬২ বলে ১৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন লেভিট। ১১ চারের পাশাপাশি ১০ ছক্কা মেরেছেন। সেই ত্রিদেশীয় সিরিজে নামিবিয়া, নেদারল্যান্ডসের সঙ্গে অপর দল ছিল নেপাল।
অভিজ্ঞ ওপেনার ম্যাক্স ও’ ডাউড আছেন নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে। নেদারল্যান্ডসের জার্সিতে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির কীর্তিও আছে তাঁর। ওপেনিংয়ে থাকছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ ম্যাচ খেলা বিক্রমজিৎ সিং। মাঝে মাঝে পেস বোলিংও করতে দেখা যায় তাঁকে। বাস ডি লিডের মতো অভিজ্ঞ অলরাউন্ডার খেলবেন বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ড্যানিয়েল ডোরামও আছেন বিশ্বকাপের দলে। লোগান ফন বিক, পল ফন মিকিরেন, ভিভিয়ান কিংমা—তিন তারকা পেসার আছেন ডাচদের বিশ্বকাপ দলে। শেষের দিকে ঝড় তোলার জন্য আছেন তেজা নিদামানুরু।
৪০ বছর বয়সী ব্যাটার ওয়েসলি বারেসি খেলবেন বিশ্বকাপ। ২১ বছর বয়সী বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গেল আছেন ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপ দলে। স্পিন আক্রমণে থাকছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ১৫ সদস্যের দলের পাশাপাশি কাইল ক্লেইন যাচ্ছেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস পড়েছে ‘ডি’ গ্রুপে। ৪ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ডাচরা। ৮,১৩ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের বাকি তিন ম্যাচ খেলবে নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিডি, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, লোগান ফন বিক, ওয়েসলি বারেসি, টিম প্রিঙ্গেল, ফ্রেড ক্লাসেন, ভিভিয়ান কিংমা, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট, মাইকেল লেভিট, ড্যানিয়েল ডোরাম
ট্রাভেলিং রিজার্ভ: কাইল ক্লেইন
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে গতকাল পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির ৬ ম্যাচ হয়েছে নির্বিঘ্নে। এক মুহূর্তের জন্যও আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়নি। তবে আজ টুর্নামেন্টের সাত নম্বর ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি।
১ ঘণ্টা আগেবাঁচা-মরার ম্যাচে অভিজ্ঞদের ওপরই আস্থা থাকে বেশি। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও তেমনই প্রত্যাশা ছিল। কিন্তু জ্বলে উঠতে পারেননি তাঁরা। দুজনের ব্যাটিং দেখে হতবাক বাংলাদেশের সাবেক কোচ ওয়াসিম জাফরকে।
১ ঘণ্টা আগেপাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে চলছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে গতকাল পর্যন্ত টুর্নামেন্টের ৬ ম্যাচ হয়েছে। আইসিসির ইভেন্টের মাঝপথে হঠাৎ করে পাকিস্তানে নিরাপত্তা ইস্যু নিয়ে চলছে নানারকম কথাবার্তা।
২ ঘণ্টা আগে১২ বছর তো কম সময় নয়। শৈশবের ক্লাব সান্তোস ছাড়ার পর এই ক্লাবে ফিরতে নেইমারের এমন সময়ই লেগেছে। ক্লাব সভাপতি মার্সেলো তেক্সেইরা মনে করেন, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারের চুক্তি বাড়তে পারে।
৩ ঘণ্টা আগে