ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশ সিরিজ। এই সময়ে এসে একের এক ধাক্কা খেয়ে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ অংশে এসে বাধ্য হয়ে দলে পরিবর্তন এনেছে উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের পেসার ম্যাথু ফোর্ড ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ, পঞ্চম-এই শেষ দুই টি-টোয়েন্টি খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে ওবেদ ম্যাকয়কে নিয়েরছে উইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে ম্যাকয়কে রাখা হয়নি। কারণ, এই সিরিজের আগে অনুষ্ঠিত ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) চোটে পড়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সবশেষ ম্যাকয় খেলেছেন এ বছরের আগস্টে। ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এক ওভারে ১৭ রান দিয়েও কোনো উইকেট পাননি। সেই ম্যাচ ক্যারিবীয়রা ছিল বৃষ্টি আইনে ২২ বল হাতে রেখে ৮ উইকেটে।
২২ নভেম্বর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা। শেষ টেস্টটি শুরু হচ্ছে জ্যামাইকার কিংসটনে। এরপর ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই হবে সেন্ট কিটসে। ১৬ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে ১৮ ও ২০ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি।
সেন্ট লুসিয়ায় পরশু রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচেও ফোর্ড খেলতে পারেননি। কারণ, তিনি তৃতীয় টি-টোয়েন্টির আগে অনুশীলনের সময়ই ঊরুতে চোট পেয়েছিলেন। উইন্ডিজের জার্সিতে সবশেষ ফোর্ড খেলেছেন বার্বাডোজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। তাঁকে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে নেওয়া হয়েছিল আলজারি জোসেফের কাভার হিসেবে। যেখানে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপের সঙ্গে ঝগড়া করে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন জোসেফ। ফোর্ডের পরিবর্তে সেন্ট লুসিয়ায় তৃতীয় টি-টোয়েন্টিতে খেলেন জোসেফ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজে এসেই ভিন্নরূপে দেখা যাচ্ছে ইংল্যান্ডকে। বার্বাডোজে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড জেতে ৮ ও ৭ উইকেটে। সেই দুই ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ১৯ ও ৩১ বল হাতে রেখে। লড়াই করতে পেরেছিল শুধু তৃতীয় টি-টোয়েন্টিতে। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড জেতে ৪ বল হাতে রেখে ৩ উইকেটে। একই মাঠে আজ ও আগামীকাল সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। শেষ দুই ম্যাচই বাংলাদেশ সময় রাত দুইটায় হবে।
ইংল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশ সিরিজ। এই সময়ে এসে একের এক ধাক্কা খেয়ে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ অংশে এসে বাধ্য হয়ে দলে পরিবর্তন এনেছে উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের পেসার ম্যাথু ফোর্ড ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ, পঞ্চম-এই শেষ দুই টি-টোয়েন্টি খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে ওবেদ ম্যাকয়কে নিয়েরছে উইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে ম্যাকয়কে রাখা হয়নি। কারণ, এই সিরিজের আগে অনুষ্ঠিত ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) চোটে পড়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সবশেষ ম্যাকয় খেলেছেন এ বছরের আগস্টে। ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এক ওভারে ১৭ রান দিয়েও কোনো উইকেট পাননি। সেই ম্যাচ ক্যারিবীয়রা ছিল বৃষ্টি আইনে ২২ বল হাতে রেখে ৮ উইকেটে।
২২ নভেম্বর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা। শেষ টেস্টটি শুরু হচ্ছে জ্যামাইকার কিংসটনে। এরপর ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই হবে সেন্ট কিটসে। ১৬ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে ১৮ ও ২০ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি।
সেন্ট লুসিয়ায় পরশু রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচেও ফোর্ড খেলতে পারেননি। কারণ, তিনি তৃতীয় টি-টোয়েন্টির আগে অনুশীলনের সময়ই ঊরুতে চোট পেয়েছিলেন। উইন্ডিজের জার্সিতে সবশেষ ফোর্ড খেলেছেন বার্বাডোজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। তাঁকে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে নেওয়া হয়েছিল আলজারি জোসেফের কাভার হিসেবে। যেখানে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপের সঙ্গে ঝগড়া করে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন জোসেফ। ফোর্ডের পরিবর্তে সেন্ট লুসিয়ায় তৃতীয় টি-টোয়েন্টিতে খেলেন জোসেফ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজে এসেই ভিন্নরূপে দেখা যাচ্ছে ইংল্যান্ডকে। বার্বাডোজে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড জেতে ৮ ও ৭ উইকেটে। সেই দুই ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ১৯ ও ৩১ বল হাতে রেখে। লড়াই করতে পেরেছিল শুধু তৃতীয় টি-টোয়েন্টিতে। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড জেতে ৪ বল হাতে রেখে ৩ উইকেটে। একই মাঠে আজ ও আগামীকাল সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। শেষ দুই ম্যাচই বাংলাদেশ সময় রাত দুইটায় হবে।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
৫ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
৮ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১০ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে