ক্রীড়া ডেস্ক
সভা হলেও আগামী চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এল না চূড়ান্ত সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্ট আয়োজনের কার্যকরী সমাধানের জন্য আরও কয়েক দিন সময় দিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। আজ সভা শেষে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।
মূলত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত ক্রিকেট দলের পাকিস্তানে না যাওয়া নিয়ে বেঁধেছে বিপত্তি। সেটির সমাধানে আজ বোর্ড সভা ডেকেছিল আইসিসি। ভার্চুয়াল সেই সভা শেষ হয়েছে মাত্র ১৫ মিনিটেই। তবে আসেনি সমাধান।
আরেক ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সভায় পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন না করা নিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার বিবৃতি দেয়। সভায় অংশ নেয় ১৫ বোর্ড সদস্য। যার মধ্যে উপস্থিত ছিলেন ১২টি পূর্ণ সদস্যের প্রধান, ৩ সহযোগী দেশের প্রতিনিধি।
পাকিস্তান ও ভারত সরকারের কাছে গ্রহণযোগ্য হয়—এমন সমাধানের উদ্যোগ নিচ্ছে আইসিসি। তার জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পিসিবি ও বিসিসিআই এবং অন্য কয়েকটি দেশের বোর্ড সদস্যদের নিয়ে এই সমস্যা নিরসনের পথ খুঁজতে চেষ্টা করবে। এই সপ্তাহে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজকের সভার পর আইসিসি ও তার প্রতিনিধি ১২ দল সদস্য দেশের প্রতিনিধিরা আশা করছেন, তিন বিষয়ের ভিত্তিতে চূড়ান্ত হতে পারে চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু। তার একটি হলো—হাইব্রিড মডেল। এই বিকল্প ব্যবস্থায় টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ হবে পাকিস্তানে। তবে ভারতের ম্যাচগুলো হবে পাকিস্তানের বাইরে। দ্বিতীয়টি হলো—টুর্নামেন্ট হবে পাকিস্তানের বাইরে। তবে আয়োজক স্বত্ব থাকবে পাকিস্তানের হাতে। তৃতীয়টি—ভারতকে ছাড়া পাকিস্তানে হবে পুরো টুর্নামেন্ট।
সভা হলেও আগামী চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এল না চূড়ান্ত সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্ট আয়োজনের কার্যকরী সমাধানের জন্য আরও কয়েক দিন সময় দিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। আজ সভা শেষে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।
মূলত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত ক্রিকেট দলের পাকিস্তানে না যাওয়া নিয়ে বেঁধেছে বিপত্তি। সেটির সমাধানে আজ বোর্ড সভা ডেকেছিল আইসিসি। ভার্চুয়াল সেই সভা শেষ হয়েছে মাত্র ১৫ মিনিটেই। তবে আসেনি সমাধান।
আরেক ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সভায় পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন না করা নিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার বিবৃতি দেয়। সভায় অংশ নেয় ১৫ বোর্ড সদস্য। যার মধ্যে উপস্থিত ছিলেন ১২টি পূর্ণ সদস্যের প্রধান, ৩ সহযোগী দেশের প্রতিনিধি।
পাকিস্তান ও ভারত সরকারের কাছে গ্রহণযোগ্য হয়—এমন সমাধানের উদ্যোগ নিচ্ছে আইসিসি। তার জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পিসিবি ও বিসিসিআই এবং অন্য কয়েকটি দেশের বোর্ড সদস্যদের নিয়ে এই সমস্যা নিরসনের পথ খুঁজতে চেষ্টা করবে। এই সপ্তাহে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজকের সভার পর আইসিসি ও তার প্রতিনিধি ১২ দল সদস্য দেশের প্রতিনিধিরা আশা করছেন, তিন বিষয়ের ভিত্তিতে চূড়ান্ত হতে পারে চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু। তার একটি হলো—হাইব্রিড মডেল। এই বিকল্প ব্যবস্থায় টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ হবে পাকিস্তানে। তবে ভারতের ম্যাচগুলো হবে পাকিস্তানের বাইরে। দ্বিতীয়টি হলো—টুর্নামেন্ট হবে পাকিস্তানের বাইরে। তবে আয়োজক স্বত্ব থাকবে পাকিস্তানের হাতে। তৃতীয়টি—ভারতকে ছাড়া পাকিস্তানে হবে পুরো টুর্নামেন্ট।
৫১৬ রানের লক্ষ্য। এত রান তাড়া করে জেতার নজির নেই টেস্টে। দক্ষিণ আফ্রিকার এই রান পাহাড়ের তলে পিষ্ট হতে বসা শ্রীলঙ্কা দিন পার করেছে ৫ উইকেটে ১০৩ রানে। জয়ের জন্য সফরকারীদের দরকার আরও ৪১৩ রান।
৯ মিনিট আগেঅনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছে যুবারা। ২২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেটে ১১৬ রান পর্যন্ত পৌঁছে গিয়েছিল আফগান যুবারা। জয়ের আশা জাগিয়েও ইকবাল হোসেন ইমন-মারুফ মৃধাদের তোপ দাগানো বোলিংয়ে খেই হারায়
২ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে শেষে মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, বাংলাদেশ হেরে গেছে ব্যাটিং ব্যর্থতার কারণে। ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং আক্রমণের বিপক্ষে সেভাবে সুবিধা করতে পারেননি ব্যাটাররা। সফরকারীদের সব উইকেট নিয়েছে তাদের পেস বোলাররা।
৪ ঘণ্টা আগে