Ajker Patrika
সাক্ষাৎকার

বাবা তুমি আজ কেন উইকেট পাওনি, তাসকিনের ছেলের প্রশ্ন

বাবা তুমি আজ কেন উইকেট পাওনি, তাসকিনের ছেলের প্রশ্ন

সারাটা বছর ক্রিকেটের কত জটিল-কঠিন বিষয়েই কথা বলতে হয় তাসকিন আহমেদকে। তাসকিনের এই সাক্ষাৎকারে সিরিয়াস উত্তরের চেয়ে মজাটাই বেশি থাকল। ঈদ উৎসব মানেই তো মজা। ঈদ-আবহে তাসকিনের সাক্ষাৎকার নিয়েছেন রানা আব্বাস

প্রশ্ন: ঈদে আপনার পরিকল্পনা কী?

তাসকিন আহমেদ: জন্মের পর প্রায় সব ঈদ ঢাকাতেই করেছি। আমি ঢাকারই ছেলে। আর দেশের বাইরে খেলা থাকলে দলের সঙ্গে ঈদ উদ্‌যাপন করা হয়। ঢাকায় ঈদ করলে বাসায়, মহল্লায় ঘুরেফিরে সময় কাটে।

প্রশ্ন: পরিবার নিয়ে কোথায় ঘুরতে পছন্দ করেন?

তাসকিন: অস্ট্রেলিয়ায়।

প্রশ্ন: ছেলের তাশফিনের করা কোন প্রশ্নটা সবচেয়ে বেশি মজা লাগে?

তাসকিন: (হাসি) বাবা তুমি আজ কেন উইকেট পাওনি? যেদিন উইকেট পাই না সেদিন সে আমাকে চাপে ফেলে। বলি, পরের ম্যাচে হবে।

প্রশ্ন: মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপে কার সঙ্গে চ্যাটিং করে বেশি মজা লাগে?

তাসকিন: আমার স্ত্রী (রাবেয়া)।

প্রশ্ন: স্ত্রীর নাম ফোনে কী নামে সেভ করা?

তাসকিন: আনকন্ডিশনাল লাভ!

প্রশ্ন: কোন ব্যাটার আপনার ঘুম হারাম করে দিয়েছে?

তাসকিন: এবি ডি ভিলিয়ার্স।

প্রশ্ন: কাকে আউট করে সবচেয়ে বেশি মজা লেগেছে?

তাসকিন: বিরাট কোহলি।

প্রশ্ন: যদি কোনো কিংবদন্তির সঙ্গে ডিনার পার্টি করার সুযোগ হয়, কার সঙ্গে করতে চাইবেন?

তাসকিন: ইমরান খান।

প্রশ্ন: ইমরান খানের কাছে কী জানতে চাইবেন?

তাসকিন: তিনি এমন একজন ব্যক্তি, যাঁর মধ্যে সব আছে। দেখতে সুন্দর, বড় খেলোয়াড়, অনেক অর্জন, প্রধানমন্ত্রী হয়েছেন—একটা সুপার হিউম্যান ক্যারেক্টার। তাঁকে পেলে এত প্রশ্ন আসবে, সারা রাত করেও শেষ হবে না (হাসি)!

সময়টা ভালোই যাচ্ছে তাসকিন আহমেদের। ছবি: ফেসবুক
সময়টা ভালোই যাচ্ছে তাসকিন আহমেদের। ছবি: ফেসবুক

প্রশ্ন: বর্তমান দলে মজা-রসিকতায় কার সঙ্গে আপনার সবচেয়ে জমে?

তাসকিন: হাসান মাহমুদ, জোকার ক্যারেক্টার, জোশ একটা টিমমেট।

প্রশ্ন: আপনার করা একটা মজার স্লেজিং বলুন।

তাসকিন: গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে আলজারি জোসেফের সঙ্গে হয়েছিল। গায়ে বল মেরেছিল। পরের দিনই (অ্যান্টিগা টেস্ট) ৬ উইকেট নিয়েছিলাম।

প্রশ্ন: উইকেট নিয়ে নাচের উদ্‌যাপন দেখা যায়। পেছনের গল্প কী?

তাসকিন: ক্রিকেট উপভোগ করতে চাই। সব সময় উদ্‌যাপন করি না। যখন যেটা করতে চায়, সেটা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারলে তখন অনেক খুশিতে উদ্‌যাপন করি।

প্রশ্ন: যে কীর্তি গড়ার স্বপ্ন দেখেন প্রতিনিয়ত?

তাসকিন: খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া। সেটা বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ—যেটাই হোক না কেন। একটা বড় ট্রফি ধরতে পারলে খুব ভালো লাগত। আর বোলিংয়ে প্রতি ম্যাচে ৫ উইকেট মারতে ইচ্ছা করে। কিন্তু সেটা কি আর হয়!

প্রশ্ন: নিজের সেরা বোলিং কোনটা বলবেন?

তাসকিন: টেস্টে ফাইপার অনেক মূল্যবান। ওয়েস্ট ইন্ডিজে (অ্যান্টিগা) টেস্টের ওই ৬ উইকেট।

প্রশ্ন: সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করেন। কিন্তু কোন বিষয়টি আপনাকে রাগিয়ে দেয় বা বিরক্তি লাগে?

তাসকিন: কেউ যদি অহেতুক আমাকে ছোট করে, অপমান করে বা অসম্মান করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত