রাজা-চাকাভার ব্যাটিং দেখে বিচলিত হয়ে পড়েছিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

জিম্বাবুয়ে সফরটা ভালো হয়নি বাংলাদেশের। টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজটাও হাতছাড়া হয়েছে তামিম ইকবালদের। ওয়ানডে নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ মূলত ম্যাচ থেকে ছিটকে গেছে দ্বিতীয় ম্যাচে সিকান্দার রাজা ও রেজিস চাকাভার সেঞ্চুরিতে। সফর শেষে দেশে ফিরে এমনটাই জানিয়েছেন ওপেনার এনামুল হক বিজয়।

আজ বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বিজয় জানিয়েছেন, সিরিজ হারের হতাশা ছুঁয়ে গেছে পুরো দলকে, ‘অবশ্যই আমরা প্রথম ম্যাচটা হারার পর অনেক বেশি বিস্মিত হয়েছি। আমাদের যে আশা ছিল, জিম্বাবুয়েতে আমরা যতটুক পারফর্ম করব সে অনুযায়ী করতে পারিনি। অবশ্যই আমাদের জন্য একটা খারাপ লাগার বিষয় ছিল।’

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বড় জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন রাজা। বাংলাদেশের ২৯০ রানের জবাবে তাঁদের ব্যাটিংটাই বিচলিত করেছে বাংলাদেশকে। বিজয় বলেছেন, ‘দ্বিতীয় ম্যাচটা যখন দেখলাম যে একই পথে (প্রথম ম্যাচের মতো) ওরা এগোচ্ছে, ওই সময়টাতে আমরা একটু বিচলিত ছিলাম। এই একটা সিরিজে আমরা আমাদের শতভাগ দিয়ে খেলতে পারিনি।’

তিন বছর পর দলে এসেছেন বিজয়। জিম্বাবুয়েতে ওয়ানডে দলে সুযোগ পেয়েই দুই ম্যাচে ফিফটি করেছেন তিনি। ফেরার আনন্দ বিজয় ব্যাখ্যা করলেন এভাবে, ‘অনেকদিন পর দলে ফিরলেও সতীর্থদের দারুণ সমর্থন পেয়েছি। তামিম ভাই, রিয়াদ ভাই এবং জুনিয়রদের মধ্যে আফিফ, তাসকিন, মোসাদ্দেক ও লিটন ছিল। সবাই আসলে আমাকে ভালোভাবে গ্রহণ করেছে। কেউ বুঝতেই দেয়নি যে আমি অনেক পর দলে এসেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত