ক্রীড়া ডেস্ক
ভিসা জটিলতায় অস্ট্রেলিয়ান ওপেনে নেই নোভাক জোকোভিচ। চোটের কারণে রজার ফেদেরার আগেই জানিয়ে দিয়েছিলেন বছরের প্রথম গ্র্যান্ড স্লামে খেলছেন না তিনি। টেনিসনের ‘বিগ থ্রির’ দুজনের অনুপস্থিতিতে রাফায়েল নাদালের জন্য এ যেন ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো।
এবারের গ্র্যান্ড স্লামের সম্ভাব্য শিরোপা জয়ীদের মধ্যে নাদাল পরিষ্কার ব্যবধানে এগিয়ে। স্প্যানিশ তারকা শুরুটাও করলেন সেভাবেই। প্রথম রাউন্ডেই ৬-১, ৬-৪, ৬-২ গেমে উড়িয়ে দিলেন যুক্তরাষ্ট্রের মার্কোস জিরোনকে। রড লেভার এরিনায় আজ জিরোনকে কোনো সুযোগই দেননি নাদাল।
২০০৯ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন নাদাল। অস্ট্রেলিয়ায় সেটিই তাঁর একমাত্র গ্র্যান্ড স্লাম। পরের ১৩ বছরে আর এই শিরোপা ছুঁতে পারেনি ক্লে কোর্টের রাজা। এবার দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মিশনে মেলবোর্নে এসেছেন তিনি।
চোটের কারণে পাঁচ মাস পর কোর্টে ফিরলেন নাদাল। ফিরেই দেখালেন চমক। ম্যাচ শেষে নাদাল বললেন, ‘আমার জন্য মাসগুলো ছিল খুবই চ্যালেঞ্জিং। কঠিন মুহূর্তে আমার মধ্যে অনেক সংশয় কাজ করেছিল।’ প্রথম ম্যাচে এমন জয়ের পর হয়তো নাদালের সংশয় অনেকটাই কেটে গেছে।
এদিকে, মেয়েদের এককে দাপট দেখিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। কলম্বিয়ার কামিলা ওসোরিওকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন এই জাপানি তারকা।
ভিসা জটিলতায় অস্ট্রেলিয়ান ওপেনে নেই নোভাক জোকোভিচ। চোটের কারণে রজার ফেদেরার আগেই জানিয়ে দিয়েছিলেন বছরের প্রথম গ্র্যান্ড স্লামে খেলছেন না তিনি। টেনিসনের ‘বিগ থ্রির’ দুজনের অনুপস্থিতিতে রাফায়েল নাদালের জন্য এ যেন ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো।
এবারের গ্র্যান্ড স্লামের সম্ভাব্য শিরোপা জয়ীদের মধ্যে নাদাল পরিষ্কার ব্যবধানে এগিয়ে। স্প্যানিশ তারকা শুরুটাও করলেন সেভাবেই। প্রথম রাউন্ডেই ৬-১, ৬-৪, ৬-২ গেমে উড়িয়ে দিলেন যুক্তরাষ্ট্রের মার্কোস জিরোনকে। রড লেভার এরিনায় আজ জিরোনকে কোনো সুযোগই দেননি নাদাল।
২০০৯ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন নাদাল। অস্ট্রেলিয়ায় সেটিই তাঁর একমাত্র গ্র্যান্ড স্লাম। পরের ১৩ বছরে আর এই শিরোপা ছুঁতে পারেনি ক্লে কোর্টের রাজা। এবার দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মিশনে মেলবোর্নে এসেছেন তিনি।
চোটের কারণে পাঁচ মাস পর কোর্টে ফিরলেন নাদাল। ফিরেই দেখালেন চমক। ম্যাচ শেষে নাদাল বললেন, ‘আমার জন্য মাসগুলো ছিল খুবই চ্যালেঞ্জিং। কঠিন মুহূর্তে আমার মধ্যে অনেক সংশয় কাজ করেছিল।’ প্রথম ম্যাচে এমন জয়ের পর হয়তো নাদালের সংশয় অনেকটাই কেটে গেছে।
এদিকে, মেয়েদের এককে দাপট দেখিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। কলম্বিয়ার কামিলা ওসোরিওকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন এই জাপানি তারকা।
বেনফিকার মাঠে প্রথম লেগ জিতে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল বার্সেলোনা। নিজেদের মাঠে দ্বিতীয় লেগ, কিছুটা স্বস্তি নিয়ে রাতে এস্তাদিও অলিম্পিকে মাঠে নেমেছিলেন হান্সি ফ্লিকের শিষ্যরা। নিজেদের ডেরায় আক্রমণাত্মক ফুটবল পসরা সাজিয়ে দ্বিতীয় লেগে বার্সা পেল ৩-১ গোলের দারুণ জয়। প্রথম লেগে বেনফিকার মাঠে জিতেছিল
১ ঘণ্টা আগেশেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদ জিতেছে বটে, কিন্তু দ্বিতীয় লেগ নিজেদের মাঠে বলেই ফেভারিটের খাতায় কিঞ্চিৎ এগিয়ে আছে আতলেতিকো মাদ্রিদ। ওয়ান্দা মেত্রোপলিতানোয় সর্বশেষ তিন দেখায় একটিতেও জয় পায়নি রিয়াল। তাই পরিসংখ্যান কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাচ্ছে আতলেতিকোকে। তবে শেষ আটে যেতে অন্তত ২-০ গোলে জিততে
১ ঘণ্টা আগেকেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিসিবি আগেই জানিয়েছে, শুধু টেস্ট খেলা ক্রিকেটারদের আর্থিক সুরক্ষায় এবার তারা বেশি জোর দিয়েছে। মুমিনুল হক-তাইজুল ইসলামদের মতো শুধু টেস্ট খেলা ক্রিকেটাররা যেন আর্থিক চিন্তায় টেস্ট থেকে মনোযোগ হারিয়ে না ফেলেন, সে কারণ
৩ ঘণ্টা আগেহোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজনের পরিকল্পনা করেছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে সেই পরিকল্পনা হয়তো আলোর মুখ দেখছে না এবার। আজ কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফেডারেশনের সভায় একক ভেন্যুতেই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব দিয়েছে সদস্যদেশগুলো।
১৪ ঘণ্টা আগে