Ajker Patrika

বাংলাদেশের এমন হতশ্রী পারফরম্যান্সে অবাক ভারতীয়রাই

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৯: ৩২
বাংলাদেশের এমন হতশ্রী পারফরম্যান্সে অবাক ভারতীয়রাই

চেন্নাই থেকে কানপুর—ভেন্যু বদলালেও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সে বিন্দুমাত্র উন্নতি হয়নি। জয় তো দূরে থাক, বাংলাদেশ ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি। প্রতিবেশী দেশের এমন পারফরম্যান্সে হতভম্ব সুনীল গাভাস্কার-সঞ্জয় মাঞ্জরেকাররা। 

বাংলাদেশের ব্যাটারদের নিয়ে সমালোচনাটা হচ্ছে মূলত সিরিজের দ্বিতীয় টেস্ট নিয়ে। কানপুরের গ্রিন পার্কে আড়াই দিন বৃষ্টির পেটে চলে যাওয়ার সত্ত্বেও ম্যাচ বাংলাদেশ হেরেছে ৭ উইকেটে। গতকাল টেস্টের পঞ্চম দিনে ম্যাচ শেষ হওয়ার পরও ৪০ ওভারের বেশি বাকি ছিল। মুশফিকুর রহিম, মুমিনুল হক ও সাকিব আল হাসান—অভিজ্ঞ এই তিন বাংলাদেশি দায়িত্ব নেওয়ার বদলে উইকেট বিলিয়ে দিয়েছেন। বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সের সমালোচনা করে গাভাস্কার বলেন, ‘আমার মনে হয় তারা (বাংলাদেশের ব্যাটাররা) হয়তো ভুলে গিয়েছিল, এটা টেস্ট ম্যাচ। এখানে তো অনেক সময় পাওয়া যায়। এটা তো শেষ দিন ছিল।’ 

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ ১৫২ রান করেছেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের গড় ৩৮। যার মধ্যে শান্ত চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে খেলেন ৮২ রান। বাকি ৩ ইনিংসে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। যেখানে কানপুরে দায়িত্ব নিয়ে খেলার বদলে শান্ত বোল্ড হয়েছেন রবীন্দ্র জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে। শান্তকে গিয়ে গাভাস্কার বলেন, ‘শান্তর কয়েকটা শট দেখেছি। ব্যাটে-বলে ঠিকঠাক হলে ভালোই লাগে। তবে যখন সেটা হয় না, তখন মনে হতেই পারে যে কী করতে চাচ্ছে সে (শান্ত)!’ 

পাকিস্তানকে তাদের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই করে বাংলাদেশ যায় ভারত সফরে। রাওয়ালপিন্ডিতে হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ৫৫০ ছাড়িয়েছিল। সেই বাংলাদেশ দল ভারতে চার ইনিংসের মধ্যে সর্বোচ্চ ২৩৪ রান করেছে। ক্রিকইনফোতে বাংলাদেশ দলকে নিয়ে আলোচনা করতে গিয়ে শান্তদের ঐতিহাসিক পাকিস্তান সিরিজ জয়ের কথা উল্লেখ করেছেন মাঞ্জরেকার। ভারতীয় এই ধারাভাষ্যকার বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ বাস্তবতা বুঝতে পেরেছে। টেস্টে নিজেদের সেরা সময়ে থাকতেই এখানে (ভারত) এসেছিল। কয়েকটা ভালো দলের বিপক্ষে ঘরের মাঠে তারা (বাংলাদেশ) জিতেছে। পাকিস্তানকে তাদের দেশে হারানো তো অনেক বড় অর্জন।’ 

২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চারে থেকে বাংলাদেশ শুরু করেছিল ভারত সিরিজ। তবে ভারতের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ায় ভালোই ধরা খেয়েছেন শান্তরা। বাংলাদেশ এখন পয়েন্ট তালিকার সাত নম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত