ক্রীড়া ডেস্ক
চট্টগ্রামে দ্বিতীয় দিনের প্রথম সেশনে শুরুটা তুলনামূলক ভালোই করেছিল বাংলাদেশ। মধ্যাহ্নভোজের বিরতির আগে ৩ উইকেট ফেলে দেন তাইজুল ইসলাম। তবে দ্বিতীয় সেশন থেকে সুবিধাই করতে পারছে না বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার সামনে এখন ১৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন করে গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
২ উইকেটে ৩০৭ রানে আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। তাইজুলের ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে সফরকারীদের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৩৯১ রান। প্রোটিয়াদের ৫০০ রানের আগে অলআউট করার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সুযোগ বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। ৬ উইকেটে ৫২৭ রানে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। যা বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্টে চতুর্থ সর্বোচ্চ স্কোর। এশিয়ার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ৫৮৭ রানের কীর্তি প্রোটিয়ারা গড়েছিল ২০০৮ সালে। চট্টগ্রামে তখন ৬ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করেছিল প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে ১১০ ওভারে ৫ উইকেটে ৪১৩ রান করে আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে না হতেই উইকেট হারায় প্রোটিয়ারা। ১১৪তম ওভারের দ্বিতীয় বলে রায়ান রিকেলটনকে ফেরান নাহিদ রানা। এজ হওয়া বল ক্যাচ ধরেন টেস্টে অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। ৪১ বলে ১ চারে ১২ রান করেন রিকেলটন। প্রোটিয়াদের স্কোর হয়ে যায় ১১৩.২ ওভারে ৬ উইকেটে ৪২৩ রান।
৮ নম্বরে ব্যাটিংয়ে নামেন সেনুরান মুথুসামি। সপ্তম উইকেটে তাঁর সঙ্গে উইয়ান মুলডারের জুটিটা বেশ জমে উঠেছে। টেস্টে তাঁরা (মুলডার-মুথুসামি) খেলছেন ওয়ানডে মেজাজে। ১৩০ বলে ১০৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন এই দুই ব্যাটার। ৭৮ রানে অপরাজিত মুলডার। ১১৫ বলের ইনিংসে মেরেছেন ৬ চার ও ৩ ছক্কা। মুথুসামি ৫৪ বলে ৪৭ রান করে অপরাজিত। ২টি করে চার ও ছক্কা মেরেছেন প্রোটিয়া এই অলরাউন্ডার।
চট্টগ্রামে দ্বিতীয় দিনের প্রথম সেশনে শুরুটা তুলনামূলক ভালোই করেছিল বাংলাদেশ। মধ্যাহ্নভোজের বিরতির আগে ৩ উইকেট ফেলে দেন তাইজুল ইসলাম। তবে দ্বিতীয় সেশন থেকে সুবিধাই করতে পারছে না বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার সামনে এখন ১৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন করে গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
২ উইকেটে ৩০৭ রানে আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। তাইজুলের ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে সফরকারীদের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৩৯১ রান। প্রোটিয়াদের ৫০০ রানের আগে অলআউট করার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সুযোগ বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। ৬ উইকেটে ৫২৭ রানে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। যা বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্টে চতুর্থ সর্বোচ্চ স্কোর। এশিয়ার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ৫৮৭ রানের কীর্তি প্রোটিয়ারা গড়েছিল ২০০৮ সালে। চট্টগ্রামে তখন ৬ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করেছিল প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে ১১০ ওভারে ৫ উইকেটে ৪১৩ রান করে আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে না হতেই উইকেট হারায় প্রোটিয়ারা। ১১৪তম ওভারের দ্বিতীয় বলে রায়ান রিকেলটনকে ফেরান নাহিদ রানা। এজ হওয়া বল ক্যাচ ধরেন টেস্টে অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। ৪১ বলে ১ চারে ১২ রান করেন রিকেলটন। প্রোটিয়াদের স্কোর হয়ে যায় ১১৩.২ ওভারে ৬ উইকেটে ৪২৩ রান।
৮ নম্বরে ব্যাটিংয়ে নামেন সেনুরান মুথুসামি। সপ্তম উইকেটে তাঁর সঙ্গে উইয়ান মুলডারের জুটিটা বেশ জমে উঠেছে। টেস্টে তাঁরা (মুলডার-মুথুসামি) খেলছেন ওয়ানডে মেজাজে। ১৩০ বলে ১০৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন এই দুই ব্যাটার। ৭৮ রানে অপরাজিত মুলডার। ১১৫ বলের ইনিংসে মেরেছেন ৬ চার ও ৩ ছক্কা। মুথুসামি ৫৪ বলে ৪৭ রান করে অপরাজিত। ২টি করে চার ও ছক্কা মেরেছেন প্রোটিয়া এই অলরাউন্ডার।
বয়স হয়ে গেছে ৪২। এ বয়সে কোথায় একটু অবসর সময় কাটাবেন তা নয়, জিমি অ্যান্ডারসন আবারও নেমে পড়তে চান বল হাতে। এবার অবশ্য তাঁর অভিযান আইপিএলে। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগটির মেগা নিলামে থাকছে ইংলিশ ‘সুইং মাস্টারের’ নামও।
৭ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদে এখনো সেভাবে ডানা মেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে আসার পরপরই সুইডেনে এক ধর্ষণ মামলার সঙ্গে নাম জড়ায় তাঁর। তবে সেই মামলায় এখনো দোষী প্রমাণিত হননি ২৫ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড। তবে সবকিছু মিলিয়ে কঠিন সময় যাচ্ছে তাঁর।
৯ ঘণ্টা আগেআফগানিস্তান সিরিজ শেষ হয়ে গেল মুশফিকুর রহিমের। আঙুলে চোট পাওয়ায় শারজায় সিরিজের বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১১ ঘণ্টা আগেটেস্ট মর্যাদা অর্জনের ২৪ বছর পেরিয়ে গেলেও ক্রিকেটের রাজকীয় সংস্করণে সেভাবে উন্নতি করতে পারেনি বাংলাদেশ। উন্নতি না হওয়ার পেছনে আমিনুল ইসলাম বুলবুলের মনে করেন, দেশের প্রথম শ্রেণির দুর্বল ক্রিকেট কাঠামোই দায়ী।
১১ ঘণ্টা আগে