বাংলাদেশের বিপক্ষে নতুন রেকর্ডের হাতছানি দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৯: ৫৭
Thumbnail image
প্রথম সেশনে ৩ উইকেট পেলেও চট্টগ্রামে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে ৫২৭ রান করে ফেলেছে প্রোটিয়ারা। ছবি: বিসিবি

চট্টগ্রামে দ্বিতীয় দিনের প্রথম সেশনে শুরুটা তুলনামূলক ভালোই করেছিল বাংলাদেশ। মধ্যাহ্নভোজের বিরতির আগে ৩ উইকেট ফেলে দেন তাইজুল ইসলাম। তবে দ্বিতীয় সেশন থেকে সুবিধাই করতে পারছে না বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার সামনে এখন ১৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন করে গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

২ উইকেটে ৩০৭ রানে আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। তাইজুলের ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে সফরকারীদের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৩৯১ রান। প্রোটিয়াদের ৫০০ রানের আগে অলআউট করার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সুযোগ বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। ৬ উইকেটে ৫২৭ রানে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। যা বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্টে চতুর্থ সর্বোচ্চ স্কোর। এশিয়ার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ৫৮৭ রানের কীর্তি প্রোটিয়ারা গড়েছিল ২০০৮ সালে। চট্টগ্রামে তখন ৬ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করেছিল প্রোটিয়ারা।

প্রথম ইনিংসে ১১০ ওভারে ৫ উইকেটে ৪১৩ রান করে আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে না হতেই উইকেট হারায় প্রোটিয়ারা। ১১৪তম ওভারের দ্বিতীয় বলে রায়ান রিকেলটনকে ফেরান নাহিদ রানা। এজ হওয়া বল ক্যাচ ধরেন টেস্টে অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। ৪১ বলে ১ চারে ১২ রান করেন রিকেলটন। প্রোটিয়াদের স্কোর হয়ে যায় ১১৩.২ ওভারে ৬ উইকেটে ৪২৩ রান।

৮ নম্বরে ব্যাটিংয়ে নামেন সেনুরান মুথুসামি। সপ্তম উইকেটে তাঁর সঙ্গে উইয়ান মুলডারের জুটিটা বেশ জমে উঠেছে। টেস্টে তাঁরা (মুলডার-মুথুসামি) খেলছেন ওয়ানডে মেজাজে। ১৩০ বলে ১০৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন এই দুই ব্যাটার। ৭৮ রানে অপরাজিত মুলডার। ১১৫ বলের ইনিংসে মেরেছেন ৬ চার ও ৩ ছক্কা। মুথুসামি ৫৪ বলে ৪৭ রান করে অপরাজিত। ২টি করে চার ও ছক্কা মেরেছেন প্রোটিয়া এই অলরাউন্ডার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত