ক্রীড়া ডেস্ক
প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। তাই না বললেও বোঝা যায় প্রথমবারের মতো বাংলাদেশে সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। আগামীকাল ওয়ানডে দিয়ে দুই দলের ঐতিহাসিক সিরিজটি শুরু হবে।
দুই দলের এমন স্মরণীয় সিরিজটি টেলিভিশনে দেখার সুযোগ পাচ্ছেন না সমর্থকেরা। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ কাভারের জন্য কোনো ব্রডকাস্টার আগ্রহ দেখায়নি। তাই বলে মেয়েদের ম্যাচ উপভোগ করা থেকে বিরত থাকবেন না দর্শক-সমর্থকেরা। খেলার প্রাণ বলে পরিচিত দর্শকদের কথা মাথায় রেখে বিকল্প পন্থা বেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সামাজিক মাধ্যমে নিজেদের ইউটিউব চ্যানেলে খেলা দেখানোর ঘোষণা দিয়েছে বিসিবি। বাংলাদেশের বাইরে ভারতের সমর্থকেরাও দ্বিপক্ষীয় সিরিজের খেলা উপভোগ করতে পারবেন। ভারতে বসে দেখতে ওটিটি প্ল্যাটফর্ম ফ্যানকোডে লগইন করতে হবে।
দুই দলের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ হলেও এখন পর্যন্ত ৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। বিশ্বকাপে দেখা হওয়া প্রতিটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এবার সেই ধারা ভাঙতে নিজেদের মাঠে নামবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল। খেলতে নামার আগে প্রতিপক্ষকে হুমকিও দিয়ে রেখেছেন জ্যোতি। অধিনায়ক বলেছেন, ‘তারা ৪ থেকে ৫ জন ব্যাটারের ওপর অনেক বেশি নির্ভর করে। আমাদের লক্ষ্য থাকবে তাদের সে শক্তিটা যেন ভেঙে দিতে পারি, যত দ্রুত সম্ভব। বোলিং যদি বলেন, বোলিংয়ে আমরা সেরা—এটা সব সময় বলতে হবে। মিরপুর বলেন বা যেকোনো জায়গায় বলেন।’
প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। তাই না বললেও বোঝা যায় প্রথমবারের মতো বাংলাদেশে সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। আগামীকাল ওয়ানডে দিয়ে দুই দলের ঐতিহাসিক সিরিজটি শুরু হবে।
দুই দলের এমন স্মরণীয় সিরিজটি টেলিভিশনে দেখার সুযোগ পাচ্ছেন না সমর্থকেরা। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ কাভারের জন্য কোনো ব্রডকাস্টার আগ্রহ দেখায়নি। তাই বলে মেয়েদের ম্যাচ উপভোগ করা থেকে বিরত থাকবেন না দর্শক-সমর্থকেরা। খেলার প্রাণ বলে পরিচিত দর্শকদের কথা মাথায় রেখে বিকল্প পন্থা বেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সামাজিক মাধ্যমে নিজেদের ইউটিউব চ্যানেলে খেলা দেখানোর ঘোষণা দিয়েছে বিসিবি। বাংলাদেশের বাইরে ভারতের সমর্থকেরাও দ্বিপক্ষীয় সিরিজের খেলা উপভোগ করতে পারবেন। ভারতে বসে দেখতে ওটিটি প্ল্যাটফর্ম ফ্যানকোডে লগইন করতে হবে।
দুই দলের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ হলেও এখন পর্যন্ত ৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। বিশ্বকাপে দেখা হওয়া প্রতিটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এবার সেই ধারা ভাঙতে নিজেদের মাঠে নামবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল। খেলতে নামার আগে প্রতিপক্ষকে হুমকিও দিয়ে রেখেছেন জ্যোতি। অধিনায়ক বলেছেন, ‘তারা ৪ থেকে ৫ জন ব্যাটারের ওপর অনেক বেশি নির্ভর করে। আমাদের লক্ষ্য থাকবে তাদের সে শক্তিটা যেন ভেঙে দিতে পারি, যত দ্রুত সম্ভব। বোলিং যদি বলেন, বোলিংয়ে আমরা সেরা—এটা সব সময় বলতে হবে। মিরপুর বলেন বা যেকোনো জায়গায় বলেন।’
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১২ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১৩ ঘণ্টা আগে