স্পিনারদের দিনে আবারও জয়সওয়ালের ঝড়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১৮: ২৫

ভারতের উইকেট চিরায়ত স্পিনবান্ধব। তবে ধর্মশালা টেস্টে প্রথম দিনেই স্পিনাররা যেভাবে সুবিধা পেলেন সেটি অবাক করার মতোন। সারা দিনে যে ১১ উইকেট পড়েছে সব কটা গেছে স্পিনারদের পকেটে। তার মধ্যে ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব মিলেই নিয়েছেন ৯ উইকেট! তাহলে বাকি উইকেট দুটি কার? একটি ভারতের আরেক স্পিনার রবীন্দ্র জাদেজার, অন্যটি ইংল্যান্ডের শোয়েব বশিরের। 

এমন স্পিনবান্ধব উইকেটে খাবি খেয়েছে ইংলিশ ব্যাটাররা। ব্যাট করতে পারেনি আড়াই সেশনও। প্রথম ইনিংসে করতে পেরেছে ২১৮ রান। তার মধ্যে ওপেনার জ্যাক ক্রলির রান ১০৮ বলে ৭৯। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য দারুণই করেছিল সফরকারীরা। বাজবল না খেলে একটু রয়েসয়েই এগোচ্ছিল। তবে ৬৪ রানে ওপেনিং জুটি ভাঙার পর নামে ধস। ইংল্যান্ডের প্রথম চার উইকেট—ওপেনার বেন ডাকেট (২৭), ওলি পোপ (১১), ক্রলি (৭৯) ও জনি বেয়ারস্টোকে (২৯) বেশিক্ষণ টিকতে দেননি ভারতীয় স্পিনার। পরে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অধিনায়ক বেন স্টোকসকেও (০)। 

ইংল্যান্ড মধ্যাহ্নভোজে গিয়েছিল ২ উইকেটে ১০০ রান নিয়ে। চা বিরতির আগে সেই স্কোর দাঁড়ায়—৮/১৯৪। দ্বিতীয় সেশনে সফরকারীদের ভুগিয়েছেন শততম টেস্ট খেলতে নামা অশ্বিন। টেস্ট ক্যারিয়ারে ২৫তম বারের মতোন এক ইনিংসে ৪ উইকেট নিলেন তিনি। আর ১২ টেস্টেই উইকেটে ফিফটি করা কুলদীপ চতুর্থ তমবারের মতোন পেলেন এক ইনিংসে ৫ উইকেটের দেখা। 

আর শততম টেস্ট খেলতে নেমে বেয়ারস্টো ইংল্যান্ডের হয়ে ১৭তম ব্যাটার হিসেবে ছুঁয়েছেন ৬ হাজার রানের মাইলফলক। আজ ইংল্যান্ডের বাজবলের ছোট ইনিংসটি দেখা গেছে শুধু তাঁর ব্যাটেই। ১৮ বলে ২৯ রান করার পথে ২ চারের সঙ্গে মেরেছেন ২ ছয়। তবে তৃতীয় সেশনে আবারও ‘জয়সবলের’ দেখা পাওয়া গেল। ওপেনার যশস্বী জয়সওয়াল ৫৮ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৭ রান করার পথে ছুঁয়েছেন টেস্টে ১০০০তম রান। ভারতের হয়ে ইনিংসের হিসেবে দ্বিতীয় দ্রুততম হাজারতম রানের কীর্তি গড়েছেন তিনি, টেস্টের হিসেবে দ্রুততম (৯ টেস্ট)। 

অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নেমেই ভারতকে ১০৪ রান এনে দেন যশস্বী। ফিফটি পেয়েছেন রোহিতও (৫২)। আগামীকাল শুবমান গিলকে (২৬) নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন তিনি। স্বাগতিকেরা দিন শেষ করেছে প্রথম ইনিংসে ১ উইকেটে ১৩৫ রান করে। ৮৩ রানে পিছিয়ে আছে তারা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত