Ajker Patrika

হতাশাগ্রস্ত রোহিতের রোগ ধরতে পেরেছেন হরভজন

ক্রীড়া ডেস্ক    
রোহিতকে ফর্মে ফেরার টোটকা দিলেন হরভজন।ছবি: ফাইল ছবি
রোহিতকে ফর্মে ফেরার টোটকা দিলেন হরভজন।ছবি: ফাইল ছবি

ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট-বহুল প্রচলিত এই কথার ধারেকাছেও নেই রোহিত শর্মা। অফফর্মের বৃত্ত থেকে তিনি নিজে তো বেরিয়ে আসতে পারছেন না। এমনকি ভারতের পারফরম্যান্সেও নেই ধারাবাহিকতা। ভারতীয় অধিনায়কের রোগমুক্তির উপায় বাতলে দিলেন হরভজন সিং।

এক ম্যাচ বিরতি দিয়ে রোহিত শর্মা ফিরেছেন টেস্টে। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর ফেরাটা হয়েছে অধিনায়ক হয়ে। সচরাচর ওপেনিংয়ে ব্যাটিং করলেও এখানে তিনি ব্যাটিং করেছেন ৬ নম্বরে। কিন্তু মিডল অর্ডারে নেমে তিনি করেছেন ৯ রান (৩ ও ৬ রান)। এমনকি ভারত হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। একটু এদিক সেদিক হলেই সেটা ইনিংস পরাজয় হতে পারত। গোলাপি বলের টেস্টের পর থেকে রোহিতকে নিয়ে সমালোচনা বাড়ছে। স্টার স্পোর্টসে এক অনুষ্ঠানে হরভজন বলেন, ‘অধিনায়ক হিসেবে রোহিতের ব্যাট থেকে রান দেখতে চাই। যখন সে রান করবে, আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে। ভালো কিছু করতে পারবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগেই ভারত বড় এক ধাক্কা খেয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল রোহিতের নেতৃত্বাধীন ভারত। পার্থে

অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রোহিতের অনুপস্থিতিতে জসপ্রীত বুমরা নেতৃত্ব দিয়েছিলেন ভারতকে। সেই টেস্টে ভারত প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হলেও ২৯৫ রানের অবিশ্বাস্য এক জয় পেয়েছিল।

টেস্টে রোহিত ও ভারতের অফফর্ম একই সমা চলছে গত তিন মাস ধরে। সেপ্টেম্বরে বাংলাদেশ সিরিজ থেকে হিসেব করলে অ্যাডিলেড টেস্ট পর্যন্ত ৬ টেস্টে ১১.৮৩ গড়ে করেন ১৪২ রান। এ সময়ে তাঁর ব্যাটে এসেছে একটি ফিফটি। এই ৬ ম্যাচের চারটিতেই হেরেছে ভারত। ফর্ম পক্ষে কথা না বলায় মাঠে অধিনায়ক হিসেবে সঠিক সিদ্ধান্ত রোহিত নিতে পারছেন না বলে মনে করেন হরভজন। স্টার স্পোর্টসে হরভজন বলেন, ‘কত বড় ক্রিকেটার হোক না কেন, ব্যাটে রান পেলেই সে ভালো সিদ্ধান্ত নিতে পারবে। আশা করি রোহিত শর্মা রানে ফিরবে। এতে করে তার নেতৃত্ব ভালো হবে।’

অস্ট্রেলিয়া-ভারত ৫ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়। ব্রিসবেনে শনিবার শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। চতুর্থ টেস্ট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে। বক্সিং ডে টেস্টের পর সিরিজের শেষ ম্যাচ দল দুটি খেলবে সিডনিতে। ৩ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্ট। ৬০.৭১ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তিনে থাকা ভারতের সাফল্যের হার ৫৭.২৯ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত