নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবির সঙ্গে কথা বলতে চান হাথুরু

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ১৭: ০৩
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৮: ৩৬

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ইতিহাস গড়া জয়ের স্মৃতি নিয়ে আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তবে আজ বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেননি মুশফিকুর রহিমরা। গত পরশু অবশ্য নেট অনুশীলনে দেখা গেছে সফরকারী দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে। রাওয়ালপিন্ডিতে হোয়াইটওয়াশ এড়াতে পাকিস্তান শেষ টেস্টের দলে এনেছে পরিবর্তন। রাখেনি পেসার শাহিন শাহ আফ্রিদিকে। 

বাংলাদেশ কি অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে নাকি পরিবর্তন আনবে সেটি এখনো জানা যায়নি। তবে এই সিরিজ শেষে বাংলাদেশের সঙ্গে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে আর দেখা না-ও যেতে পারে। বিসিবি সভাপতি পদে দায়িত্ব পাওয়ার সপ্তাহখানেকের মধ্যে ফারুক আহমেদ এমন ইঙ্গিত দিয়েছিলেন। বোর্ডে পরিবর্তন আসায় লঙ্কান কোচও যে চাকরি শঙ্কায় আছেন, সেটি আগেভাগে অনুমান করেছিলেন। শেষ টেস্টের আগে আজ রাওয়ালপিন্ডিতে হাথুরুকে আবার সেটি নিয়ে বলতেও হলো। জানালেন, নতুন বোর্ডের সঙ্গে কথা বলতে চান তিনি। 

সংবাদ সম্মেলনে হাথুরু থেকে এক সাংবাদিক জানতে চান, ‘বিসিবি সভাপতি বলেছে ভালো কাউকে খুঁজবে, শেষ সিরিজ হতে পারে আপনার’। এ নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘আমি বুঝতে পারছি, যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়। তবে আমি মুখিয়ে আছি তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আমার কাজ হচ্ছে দলকে সেরা উপায়ে তৈরি করা। যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি, সেসব নিয়েই আমরা পরের ম্যাচে মনোযোগী আছি।’ 

প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৫৬৫ রান। মুশফিকের ১৯১ আর সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে রানের এই পাহাড় গড়ে সফরকারীরা। অনেক দিন পর ব্যাটারদের এই উন্নতি নিয়ে হাথুরু বলেন, ‘মনে করেন দেখুন, আমরা এর আগে ফলনির্ভর উইকেটে ম্যাচ খেলেছি। সেসব জায়গায় যদি আপনি ২৫০-২৬০ রানও করেন সেটা জেতার মত রান হয়ে যায়। নিউজিল্যান্ড সিরিজে এমনকি শ্রীলঙ্কা সিরিজেও কিছু ক্ষেত্রে এ রকমটা হয়েছে। তবে এই সিরিজে পিচ অনেক ভালো ছিল। এখানের টেস্ট ম্যাচ নিয়ে আমাদের প্রস্তুতি ভিন্ন রকমের ছিল। উইকেটে সময় কাটানোতে জোর দিয়েছি আমরা। তাদের পেসারদের বেশি বল করাতে চেয়েছি আমরা। মাইন্ডসেট, খেলার অ্যাপ্রোচ, গেম প্ল্যান সবকিছুই ভিন্ন ছিল কন্ডিশনের কারণে। উইকেটের কারণে এসব ব্যাপারে পরিবর্তন এনেছি আমরা যার ফলে ভালো করতে পেরেছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত